|
|
|
|
খড়্গপুর পুরসভায় অনাস্থা |
আইনের দ্বারস্থ হচ্ছে কংগ্রেস |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর পুরসভা নিয়ে আইনের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। অনাস্থা -জট নিয়ে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস কাউন্সিলররা। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার আইনজীবীদের সঙ্গে কথা হয়েছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি প্রাক্তন পুরপ্রধান তথা কংগ্রেস কাউন্সিলর রবিশঙ্কর পাণ্ডে। তিনি বলেন, “পুর - দফতর যে নির্দেশ দিয়েছে, তা অবৈধ।
আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। আদালতের উপর আমাদের আস্থা রয়েছে।”
প্রসঙ্গত, অনাস্থা নিয়ে খড়্গপুর পুরসভায় ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে টালবাহানার পর বুধবার পুর -দফতর থেকে নির্দেশ এসেছে পুরসভায়। তাতে বলা হয়েছে, খড়্গপুর পুরসভার অনাস্থা সংক্রান্ত বৈঠকের বিষয়টি এখন ‘লিগ্যাল সেলে’র বিবেচনাধীন। যতক্ষণ না সেল কোনও মতামত দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ২৭ অগস্টের আগে পুরসভা যেমন চলছিল, তেমনই চলবে। অর্থাৎ, তৃণমূলের জহরলাল পাল পুরপ্রধানের কাজকর্ম চালাবেন। এক সপ্তাহ অনুপস্থিত থাকার পর বুধবারই পুরসভায় আসেন জহরলালবাবু।
কংগ্রেসের মতে, অনাস্থা সংক্রান্ত বৈঠকের বিষয়টি যখন লিগ্যাল সেলের বিবেচনাধীন, তখন দফতর থেকে উপপুরপ্রধানকে পুরপ্রধানের কাজ চালানোর নির্দেশ দেওয়া উচিত ছিল। তা না করে জহরলাল পালকে অবৈধ ভাবে পুরপ্রধানের কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস বলে দলীয় সূত্রে খবর। |
|
|
|
|
|