টুকরো খবর
গোষ্ঠী সংঘর্ষ পিংলা কলেজে
তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধল পিংলা কলেজে। অভিযোগ, বৃহস্পতিবার তৃণমূলের পিংলা ব্লক সভাপতির অনুগামী কয়েকজন ছাত্র কলেজের বর্তমান ছাত্র সংসদের সদস্য শিবপ্রসাদ দাস অধিকারীকে মারধর করেন। গৌতম জানা ব্লক সভাপতি হওয়ার পরেই কলেজ ইউনিটের ‘দখল’ নিতে উদ্যোগী হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে দুই গোষ্ঠীর মতবিরোধ চলছিলই। বৃহস্পতিবার তা মারামারির পর্যায়ে পৌঁছয়। টিএমসিপি’র পিংলা ব্লকের সভাপতি সব্যসাচী গুছাইতের অভিযোগ, “এতদিন ছাত্র রাজনীতির বিষয়টি ছাত্র সংগঠনের জেলা নেতৃত্ব দেখছিলেন। কিন্তু গৌতমবাবু তৃণমূলের ব্লক সভাপতি হওয়ার পরে কলেজেরও দখল নিতে চাইছেন। তাই আমাদের উপর হামলা হচ্ছে।” গৌতমবাবুর অবশ্য দাবি, “ছাত্র রাজনীতি ছাত্রেরা করবে। এর সঙ্গে আমাদের কোনও যোগ নেই।” তবে ছাত্র সংঘর্ষ আটকাতে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

মূর্তির জন্য টাকা প্রাক্তন শিক্ষকের
স্কুল চত্বরে মনীষীদের মূর্তি স্থাপনে অর্থ সাহায্য করলেন স্কুলেরই এক প্রাক্তন শিক্ষক। তাঁর দেওয়া ৬০ হাজার টাকায় রবীন্দ্রনাথ, বিবেকানন্দ ও আচার্য প্রফুল্ল চন্দ্রের মূর্তি বসানো হবে। গুড়গুড়িপাল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক প্রাক্তন শিক্ষক নিত্যানন্দ তুঙ্গ বুধবার, শিক্ষক দিবসেই প্রধান শিক্ষক গৌতম ভৌমিকের হাতে ওই টাকা তুলে দেন। নিত্যানন্দবাবু বরাবরই স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে যুক্ত ছিলেন। ছাত্র মহলেও ছিলেন জনপ্রিয়। গত ৩১ অগস্ট অবসর নেন তিনি। তখনই জানান, মূর্তি স্থাপনে অর্থ সাহায্য করবেন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, দু’মাসের মধ্যেই অনুষ্ঠান করে মূর্তি তিনটির আবরণ উন্মোচন করা হবে।

পিংলায় প্রহৃত কংগ্রেস নেতা
পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও এক কংগ্রেস নেতাকে মারধরের অভিযোগ উঠেছে জোটসঙ্গী তৃণমূলের বিরুদ্ধে। প্রহৃত তপোজ্জ্বল হোসেন মালিগ্রাম পঞ্চায়েতের উপ -প্রধান ছিলেন। বুধবার রাতে স্থানীয় বাজারে তৃণমূলের কয়েকজন কর্মী তাঁকে মারধর করে বলে অভিযোগ। রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তবে কেউ গ্রেফতার হয়নি। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক চিরঞ্জীব ভৌমিক বলেন, “সন্ত্রাস ছড়াতেই এই ঘটনা ঘটানো হয়েছে।” কংগ্রেসের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলের পিংলা ব্লক সভাপতি গৌতম জানা বলেন, “একটা পারিবারিক ঘটনায় রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এর সঙ্গে রাজনীতির যোগ নেই।” এ দিকে, ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মালিগ্রামে পথ অবরোধ করেন কংগ্রেসের নেতা -কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

স্মারকলিপি পেশ
প্রশাসনিক উদাসীনতার জন্যই কিসান ক্রেডিট কার্ড ‘নিজ ভূমি নিজ গৃহ’ প্রকল্পের ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ। এর ফলে কৃষকেরা অসুবিধায় পড়ছেন। সমস্যার সমাধান চেয়ে বৃহস্পতিবার জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সঙ্গে বেশ কিছু অভিযোগও জানানো হয়েছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

শিক্ষক দিবস
শিক্ষক দিবস পালিত হল খড়্গপুর আইআইটিতে। বুধবার সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালন করে খড়্গপুর আইআইটি-র রাধাকৃষ্ণন ছাত্রাবাসের ছাত্ররা। রাধাকৃষ্ণন হল পরিচালন সমিতির উদ্যোগে খড়্গপুর আইআইটি নেতাজি অডিটোরিয়মে নাচ, গান, আবৃত্তি নাটকেরও আয়োজন ছিল। রাধাকৃষ্ণনের জীবন নিয়ে আলোচনাও হয় এ দিন।

খড়্গপুরে খুঁটি পুজো
খুঁটি পুজো দিয়ে শারদোৎসবের প্রস্তুতি শুরু হল খড়্গপুরে বোগদা বাবুলাইন সর্বজনীনে। বৃহস্পতিবার এখানে খুঁটি পুজো হয়। রেলশহরের অন্যতম নজরকাড়া পুজো এটি। এ বার বৌদ্ধ ও হিন্দু ধর্মের মেলবন্ধনে মণ্ডপ তৈরির পরিকল্পনা করা হয়েছে। পুজো কমিটির সম্পাদক দেবকুমার নন্দ বলেন, “এ বারও নতুন কিছু তুলে ধরার চেষ্টা হচ্ছে। আশা করি দর্শকদের ভাল লাগবে।”

সাংস্কৃতিক অনুষ্ঠান
শিক্ষক দিবসে শহরের পদ্মপুকুরে হল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বুলবুল সঙ্গীত মহাবিদ্যালয়ের পরিচালনায় এই অনুষ্ঠানে যোগ দেয় ছাত্রছাত্রীরা। নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করে তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপনকুমার পাল, প্রহ্লাদ পোদ্দার-সহ বিশিষ্টেরা। অনুষ্ঠান পরিচালনা করেন ওই সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাশীনাথ দাস।

যুবকের অপমৃত্যু
অস্বাভাবিক মৃত্যু হল এক যুবকের। নাম সহদেব রায় (৩৬)। বাড়ি চন্দ্রকোনার সীতানগর গ্রামে। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে সহদেববাবু বাড়িতেই বিষ খান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করালেও চিকিৎসা শুরুর পরেই মারা যান তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.