|
|
|
|
এখনই ভোট নয় কলেজে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এখনই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। বৃহস্পতিবার কলেজ অধ্যক্ষকদের নিয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “আগামী ১০ দিনের মধ্যে যাতে কোনও কলেজেই নির্বাচন ঘোষণা করা না হয়, অধ্যক্ষদের সেই কথা বলেছি।” কলেজে নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দফতরের কাছে নির্দেশিকাও চেয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে প্রতি বছরই বিভিন্ন কলেজে সংঘর্ষ বাধে। রাজ্যে পালাবদলের পর থেকে সংঘর্ষের ঘটনা আরও বেশি ঘটছে। সম্প্রতি মেদিনীপুর, খড়্গপুর, সাঁকরাইলের মতো জায়গায় এসএফআইয়ের সঙ্গে টিএমসিপি’র সংঘর্ষ হয়েছে। কয়েকটি জায়গায় আবার সিপি-টিএমসিপি সংঘর্ষ বেধেছে। এই পরিস্থিতিতে তড়িঘড়ি ছাত্র সংসদ নির্বাচনের ‘ঝুঁকি’ নিতে চাইছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভর্তির সময় অশান্তি এড়াতে একাংশ অধ্যক্ষ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালুর অনুরোধ করেন বৈঠকে। এ নিয়ে অবশ্য সিদ্ধান্ত হয়নি।
স্নাতকের ফল ৭৫ দিনের মধ্যে প্রকাশ করা নিয়েও এ দিন অধ্যক্ষকদের সঙ্গে আলোচনা করেন উপাচার্য। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলপ্রকাশে প্রতি বছরই দেরি হয়ে বলে অভিযোগ। প্রায় ৯০ দিন লেগে যায়। স্নাতক স্তরে বিশ্ববিদ্যালয়ের অধীন ৪২টি ডিগ্রি কলেজ রয়েছে। আইন, ইঞ্জিনিয়ারিং, প্যারামেডিক্যাল প্রভৃতি ধরলে কলেজের সংখ্যা ৭২। বিএসসি’তে ১৫টি বিষয়ে অনার্স, ১২টি বিষয়ে পাস পড়ানো হয়। বিএ’তে ১২টি বিষয়ে অনার্স ও ১৩টি বিষয়ে পাস পড়ানো হয়। আর বিকমে পাসের পাশাপাশি ২টি বিষয়ে অনার্স পড়ানো হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ২০০৪ সালে সাধারণ বিভাগে ৩২ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতেন। এখন তা বেড়ে হয়েছে প্রায় ১ লক্ষ। আর ওই সময়ে বিএডে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৫০০ জন। এখন তা বেড়ে হয়েছে ১৮০০। কিন্তু ডেপুটি কন্ট্রোলার বিভাগে কর্মী সেই ১১ জনই। এর ফলে ফলপ্রকাশে দেরি হয়। উপাচার্য বলেন,“বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। ৭৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার চেষ্টা হবে।” |
|
|
|
|
|