ভারতীয় দলকে কোচিং করানোর প্রস্তাব পেলে ফেরাবেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দায়িত্বটা তিনি এখনই চান না। ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলেছেন, “প্রস্তাব পেলে ভারতের কোচ হতে আমি অবশ্যই রাজি। তবে এখনই নয়। ভবিষ্যতে।” সৌরভ জানিয়েছেন, প্রয়োজনে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন ভারতের দায়িত্ব নিতেও পিছপা হবেন না।
সৌরভের কাছে জানতে চাওয়া হয়েছিল, ধোনি অধিনায়ক থাকাকালে কি আপনার পক্ষে ভারতের কোচিং করানো সম্ভব? উত্তর দিতে সময় নেননি সৌরভ। বলে দেন, “অসম্ভবের তো কিছু নেই!” সৌরভ মনে করেন ক্রিকেটে কোচের ভূমিকাটা অধিনায়কের সহকারির মতো। নিজেও সে ভাবেই কাজ করতে চান বুঝিয়ে বলেছেন, “আমি মনে করি ক্রিকেটে ক্যাপ্টেনই সবার আগে। কোচ থাকে প্লেয়ার তৈরি করে দিয়ে তাকে সাহায্য করতে। কিন্তু মাঠে ক্যাপ্টেন আর তার প্লেয়াররাই সব থেকে গুরুত্বপূর্ণ।”
ভারতীয় দলের কোন দিকটা কোচ হিসাবে উন্নতি করাতে চাইবেন জানতে চাওয়া হলে সৌরভ অবশ্য হাসি-সহকারে প্রথম ব্যাকফুটে চলে যান। বলেন, “ওরে বাবা! আগে তো কোচ হই!” এর পরে যোগ করেন, “আমার মনে হয় ক্রিকেটারদের ফর্ম আর উন্নতির ব্যাপারটায় পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আমার আছে। সেক্ষেত্রে আমিও ভারতীয় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে পারব।” তিন বছর পরে, পরের বিশ্বকাপকে তিনি পাখির চোখ করতে আগ্রহী কি না, জানতে চাওয়া হলে সৌরভ বলেন, “ডানকান এ মরসুমে সফল হলে ধরে নেওয়া যায় ওর সঙ্গে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি দীর্ঘায়িত হবে। টিমের স্বার্থে আমাদের ডানকানকের পাশেই থাকা উচিত।” সৌরভ তাঁর কথাবার্তায় এটাও পরিষ্কার করে দিয়েছেন, জাতীয় নির্বাচক হতে তিনি ততটা আগ্রহী নন যতটা কোচ হতে।
এ দিকে, শুক্রবার মুম্বই জিমখানায় ‘দিলীপ সরদেশাই স্মারক বক্তৃতা’ দেবেন সৌরভ। বিষয়, টেস্ট ক্রিকেটের উপর টি-টোয়েন্টির প্রভাব। সৌরভের আগে এই বক্তৃতা দিয়েছেন সুনীল গাওস্কর, বিষেণ সিংহ বেদি, কপিল দেবরা। |