শীর্ষে আজমল
সংবাদসংস্থা • দুবাই |
এই মুহূর্তে তাঁকে নিয়ে রীতিমত লড়াই চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আর আইসিসি-র মধ্যে। বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকায় কেন আইসিসি আজমলকে রাখেনি, এই নিয়ে প্রায় তোপ দেগেছে পাক বোর্ড। এরই মধ্যে আজ আবার আইসিসি-র র্যাঙ্কিংয়ে এক দিনের ক্রিকেটে এক নম্বর বোলারের জায়গাটা দখল করে নিলেন পাক অফ স্পিনার সঈদ আজমল। আজমলকে বর্ষসেরার তালিকায় রাখার জন্য গত কালই আইসিসি-কে চাপ দিয়েছিল পাক বোর্ড। কিন্তু আইসিসি সেই চাপের কাছে নতিস্বীকার করেনি। এ দিন পাক বোর্ডের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রয়োজনে তারা আইসিসি পুরস্কার বয়কট করবে। এ রকম অবস্থার মধ্যে এক নম্বরে চলে এলেন আজমল। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দশটি উইকেট পান তিনি। দুই এবং তিনে যথাক্রমে আছেন মহম্মদ হাফিজ এবং লোনওয়াবো সতসোবে। ভারতের রবিচন্দ্রন অশ্বিন উঠে এসেছেন চার নম্বরে। ব্যাটসম্যানদের মধ্যে এক নম্বরে আছেন হাসিম আমলা। দুইয়ে আছেন ভারতের বিরাট কোহলি।
|
বিওএ-র নতুন সভাপতি মুখ্যমন্ত্রীর দাদা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায় নতুন সভাপতি হচ্ছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের। নির্বাচনে তাঁর বিরুদ্ধে কোনও মনোনয়ন জমা পড়েনি। অজিতবাবু ৪০ বছর ফুটবল কর্তা হিসেবে ময়দানে যুক্ত। তাঁর দল কালীঘাট মিলন সঙ্ঘ প্রিমিয়ার লিগের ক্লাব। তবে, ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের উদ্যোগ সত্ত্বেও বাকি পদগুলিতে অবশ্য নির্বাচন হচ্ছে। ৯ সেপ্টেম্বর সল্টলেকের সাই-তে নির্বাচন। বিদায়ী সভাপতি পরেশ মুখোপাধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তাঁর সঙ্গে থাকা সচিব কমলেশ চট্টোপাধ্যায় ভোটে দাঁড়িয়েছেন অজিতবাবুর প্যানেলের বিরুদ্ধে। অজিতবাবুর প্যানেলে দাঁড়িয়েছেন ভলিবলের দিলীপ ভট্টাচার্য। কোষাধ্যক্ষ পদে অজিতবাবুর প্রার্থী জিমনাস্টিক্সয়ের কমল ভাণ্ডারি। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন অ্যাথলেটিক্সের দেবাশিস বন্দ্যোপাধ্যায়। বিওএ-তে মোট ১৪টি পদ। নির্বাচন হচ্ছে ১৩টিতে। সব খেলা মিলিয়ে ভোট ৬৪টি। সর্বসম্মত ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট অজিতবাবু দাবি করলেন, “আমার প্যানেলই জিতবে। আমরা অন্তত ৫০টি ভোট পাব।”
|
সরদেশাই স্মারক বক্তৃতা দেবেন সৌরভ
সংবাদসংস্থা • মুম্বই |
সুনীল গাওস্কর, বিষেণ সিংহ বেদি, কপিল দেবের পর সৌরভ গঙ্গোপাধ্যায়। বক্তার ভূমিকায়। শুক্রবার মুম্বই, জিমখানায় সৌরভ বক্তব্য রাখবেন, টেস্ট ক্রিকেটের উপর টি-টোয়েন্টির প্রভাব নিয়ে। উপলক্ষ্য ‘দিলীপ সরদেশাই স্মারক বক্তৃতা’। এর আগে গাওস্কর, বেদি, কপিলরা এই একই মঞ্চে বক্তব্য রেখেছেন। এ দিকে বৃহস্পতিবার দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক নয়াদিল্লিতে আর এক বার বললেন, তাঁর কাছে ধোনিদের কোচ হওয়ার প্রস্তাব এলে তিনি তা সানন্দে গ্রহণ করবেন। “কোচিং করার ব্যাপারে আমার আগ্রহ আছে। যদি বিসিসিআই মনে করে আমার মধ্যে ভাল কোচ হওয়ার সম্ভাবনা আছে, আমি দায়িত্ব নিতে তৈরি। আমার মনে হয় ক্রিকেটারদের ফর্ম আর উন্নতির ব্যাপারটায় পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা আমার আছে,” বলেছেন সৌরভ।
|
সাইনাকে দেখে শেখো, বলছেন সচিন
সংবাদসংস্থা • নাসিক |
অন্য কেউ নয়, সাইনা নেহওয়ালকে সামনে রেখে দেশের উঠতি ক্রীড়াবিদদের এগোনো উচিত বলে মনে করেন সচিন তেন্ডুলকর। তাঁর আরও মনে হচ্ছে, সাফল্যকে ছুতে গেলে ঠিক কোন পর্যায়ের পরিশ্রম দরকার পড়ে, তার সেরা উদাহরণ লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ব্যাডমিন্টন তারকা। “দেশের উঠতি ক্রীড়াবিদদের সাইনাকে সামনে রেখে এগোনো উচিত। দেখা উচিত, কী ভাবে ও নিজের খেলার উপর মনোসংযোগটা ধরে রাখে।” বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে এসে বলেছেন সচিন। দেশের উঠতিদের তাঁর পরামর্শ, “নিজেদের স্বপ্নের পিছনে ছোটো।” ‘লিটল মাস্টার্স’কে রাহুল দ্রাবিড়-ভিভিএস লক্ষ্মণের অবসর নিয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, দু’জনেই বিরাট মাপের ক্রিকেটার ছিলেন। খেলার স্টাইলও ছিল ভিন্নধর্মী।
|
হিমাচল প্রদেশে ২৪ দলের যুব-ফুটবল উৎসবে মোহনবাগান জুনিয়ররা ৬ গোল দিল কালিকট ফুটবল অ্যাকাডেমিকে। |