নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
একটি শিশুকে অপহরণ করে খুনের দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। বৃহস্পতিবার উলুবেড়িয়ার ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মুকুলকুমার কুণ্ডু যাদের এই সাজা শোনান, তারা তপনা পঞ্চায়েত এলাকার ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন নেতা-কর্মী।
সাজাপ্রাপ্তেরা হল আসপিয়ার মোল্লা, মতিয়ার মোল্লা, জানে আলম মোল্লা, সামসের মোল্লা, বদরুদ্দজা মোল্লা এবং শেখ মুজিবর। সামসের মোল্লা তপনা গ্রাম পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন উপপ্রধান এবং সোমরুক হাইস্কুলের প্রাক্তন সম্পাদক। তবে, তারা কেউই বর্তমানে দলের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। সাজার ব্যাপারে তাঁরা কোনও মন্তব্যও করতে চাননি। |
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুকে অপহরণ করে খুনের ঘটনাটি ঘটে ২০০৭ সালের ৭ অক্টোবর। কাশমুল গ্রামের বাসিন্দা শেখ জইদুল নামে যে শিশুটিকে অপহরণ করে খুন করা হয়, তখন তার বয়স ছিল তিন বছর আট মাস। আগে একটি খুনের ঘটনায় অভিযুক্ত ছিল আসপিয়ার এবং জানে আলম। ওই ঘটনার সাক্ষী ছিলেন জইদুলের ঠাকুমা সরবিলা বিবি। তিনি যাতে সাক্ষ্য দিতে না যান, তাঁর জন্য হুমকি দিত আসপিয়ার এবং জানে আলম। কিন্তু সরবিলা হুমকির কাছে মাথা নত করেননি। সেই আক্রোশে ২০০৭ সালের ৭ অক্টোবর রাতে সরবিলার বাড়িতে হানা দেয় আসপিয়াররা। জইদুলের মা আমিরুল বেগম রাতে দরজা খুলে শৌচাগারে গিয়েছিলেন। সেই সুযোগে ঘুমন্ত অবস্থায় জইদুলকে তুলে নিয়ে যায় সাজাপ্রাপ্তেরা। পরদিন ভোরে প্রায় দু’কিলোমিটার দূরের একটি পুকুর থেকে জইদুলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তদন্ত শেষে পুলিশ আসপিয়ারদের বিরুদ্ধে চার্জশিট দেয়। অভিযুক্তদের তালিকায় আরও দু’জনের নাম রয়েছে। তাদের মধ্যে সৈয়দ মল্লিক বিচার চলাকালীন মারা যান। অন্য জন শেখ মোর্তাজা এখনও ‘ফেরার’।
এই মামলার সরকারি আইনজীবী অদৃতকুমার হাজরা জানিয়েছেন, শিশু খুনের দায়ে বিচারক ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়াও প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। |