বিরোধী কংগ্রেসের বিধানসভা অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ভুবনেশ্বর। লাঠি, জলকামান, কাঁদানে গ্যাস ব্যবহার করেও কংগ্রেস সমর্থকদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। আজকের এই খণ্ডযুদ্ধে ২০ জনের বেশি বিক্ষোভকারী জখম হয়। বিক্ষোভকারীদের হাতে গুরুতর জখম হয়েছেন এক মহিলা কনস্টেবল। পুলিশের তরফে জানানো হয়েছে, ডেপুটি পুলিশ কমিশনার নীতীনজিৎ সিংহ-সহ আট জন পুলিশকর্মী জখম হয়েছে।
দুর্নীতির প্রশ্নে দিল্লিতে কোণঠাসা কংগ্রেস অ-কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে ক্ষমতাসীন সরকারের দুর্নীতির বিষয়গুলিকে সামনে রেখে পাল্টা প্রচারের কর্মসূচি হাতে নিয়েছে। ওড়িশায় বিরোধী আসনে থাকা কংগ্রেস আজ ভুবনেশ্বরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল। লক্ষ্য অবশ্যই, এনডিএ জোটে না থেকেও বিজেপি-র কাছাকাছি থাকা বিজু জনতা দল (বিজেডি) প্রধান নবীন পট্টনায়ককে কোণঠাসা করা। বিধানসভার অদূরে, লোয়ার পিএমজি এলাকায় কংগ্রেস সমর্থকরা জড়ো হয়। পুলিশের হিসেবে সংখ্যাটা ৩০ হাজারেরও মতো, যদিও কংগ্রেসের দাবি লক্ষাধিক মানুষ এই সমাবেশে জড়ো হয়েছিল। |
সমাবেশে বক্তৃতা দেন ওড়িশার ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক জগদীশ টাইটলার, প্রদেশ কংগ্রেস সভাপতি নিরঞ্জন পট্টনায়ক, সৌম্যরঞ্জন পট্টনায়ক প্রমুখ। ওড়িশায় কোলব্লক বন্টনের ক্ষেত্রে নবীন পট্টনায়কের সুপারিশের প্রসঙ্গ টেনে আনেন বক্তারা। সারের অমিল, কেন্দ্রীয় প্রকল্পগুলির অপব্যবহার ইত্যাদি নানা বিষয়ের অবতারণা করে কংগ্রেস নেতাদের বক্তব্য, দুর্নীতিতে ডুবে গিয়েছে নবীন সরকার। মুখ্যমন্ত্রী পদে নবীনের ইস্তফার দাবিও করেন বক্তারা।
সমাবেশ শেষের মুখে, একটা সময়ে ‘বিধানসভা চলো’ অভিযানের অঙ্গ হিসেবেই জনতার একাংশ বিধাসভা ভবনের দিকে এগোতে যায়। পুলিশ তাদের আটকাতে গেলে জনতা ব্যারিকেড ভেঙে ফেলে। পুলিশ ছত্রভঙ্গ করতে লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে, জলকামানও ব্যবহার করে। তাতে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুড়তে থাকে। পরে আরও পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্য পুলিশের ডিজি প্রকাশ মিশ্র জানান, বিক্ষোভকারীদের অনেকেই মদ্যপ অবস্থায় ছিল। পুলিশের বক্তব্য, বিক্ষোভকারীরা এক মহিলা কনস্টেবলকে নির্দয় ভাবে মারধর করতে শুরু করে। পুলিশ তখনই বলপ্রয়োগে বাধ্য হয়। ডিজির দাবি, তাঁরা ন্যূনতম বলপ্রয়োগ করেই পরিস্থিতি আয়ত্তে এনেছেন। এই ঘটনায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শাসক বিজেডি নেতৃত্ব কংগ্রেসের বিরুদ্ধে দায়িত্ব-জ্ঞানহীন রাজনীতির অভিযোগ এনেছেন। তাঁর সরকারের বিরুদ্ধে কংগ্রেসের আনা দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন নবীন পট্টনায়ক। তাঁর বক্তব্য, “কেন্দ্রের ইউপিএ সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর এই সব অভিযোগ নিতান্তই অকিঞ্চিৎকর। |