চিনা মন্ত্রীর ‘উপহারে’ অসন্তুষ্ট বিদেশ মন্ত্রক
জাপান সফরে উপহার হিসেবে একটি আস্ত হাতি নিয়ে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এক সময়ে চিনের নেতারা হরবখৎ বিদেশে উপহার হিসেবে নিয়ে যেতেন পান্ডা!
কিন্তু এই সবের সঙ্গে কিছুতেই মেলানো যাচ্ছে না ভারতীয় বায়ুসেনার দুই পাইলটকে চিনা প্রতিরক্ষা মন্ত্রী লিয়াং গুয়াং লাইয়ের দু’টি খামে এক লাখ টাকা ‘উপহার’ দেওয়ার বিষয়টিকে। সোমবার বিশেষ বিমানে মুম্বই থেকে দিল্লি পৌঁছে এই কাণ্ড ঘটান চিনা প্রতিরক্ষা মন্ত্রী। কূটনীতিবিদদের মতে, এই ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল তো বটেই, সেই সঙ্গে ‘প্রোটোকল বিরোধী’-ও। প্রকাশ্যে মুখ না খুললেও গোটা ঘটনায় অসন্তুষ্ট বিদেশ মন্ত্রকও।
‘প্রোটোকল বিরোধী’ এই ঘটনা নিয়ে তোলপাড় নয়াদিল্লি। প্রশ্ন উঠছে, এমন অদ্ভুত আচরণ কেন করলেন লিয়াং গুয়াং লাই?.আট বছর পরে এসে ভারতের জন্য উল্লেখযোগ্য কোনও ঘোষণা করেননি তিনি। এই ঘটনা কি প্রচারমাধ্যমের নজর কিছুটা ঘরিয়ে দেওয়ার চেষ্টা? নাকি চিনা ব্যবস্থাপনার ত্রুটির কারণে প্রতিরক্ষা মন্ত্রী হাতে অন্য কোনও উপহারের বদলে তুলে দিলেন নগদ টাকা? জল্পনায় মুখর রাজধানী।
এই রকম কি আগে কখনও ঘটেছে? জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চাইনিজ স্টাডিজ-এর অধ্যাপক শ্রীকান্ত কোন্দাপল্লি জানিয়েছেন, অতীতের ইতিহাস ঘেঁটে এমন কোনও উদাহরণ চিন দেশে পাওয়া যাচ্ছে না। তাঁর কথায়, “চিনের নেতারা কখনও কোথাও অর্থ উপহার দেন না। বিভিন্ন জিনিস দেওয়াটাই সে দেশের রীতি। তাছাড়া এটি আন্তর্জাতিক প্রোটোকল-এর মধ্যেও পড়ে না।” প্রথা অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহার প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিদেশমন্ত্রকের সংশ্লিষ্ট বিভাগে জমা থাকে। বিদেশ মন্ত্রকের এক কর্তা জানান, আম (পাকিস্তানের মুখ্য উপহার-সামগ্রী) ইলিশের (বাংলাদেশ) মতো খাদ্যসামগ্রী ছাড়া শাল, ফলক, পদক, শিল্পবস্ত সবই সাজানো থাকে। আমেরিকা অথবা ইউরোপের বিভিন্ন দেশেও একই প্রথা। সেখানকার কোনও রাষ্ট্রপ্রধান একটি পেন পেলেও সেটি ব্যক্তি গত ভাবে ব্যবহার করা হয় না।
কিন্তু তা বলে নগদ টাকা? তা-ও আবার কোনও অফিসারকে? প্রাক্তন ডেপুটি চিফ অফ প্রোটোকল জে সি শর্মা বলেন, “এই ধরনের ঘটনা একদমই যথাযথ নয়। উর্দিধারী অফিসারকে টাকা উপহার দেওয়ার কোনও কূটনৈতিক প্রথা নেই।”
গোটা ঘটনাটি কূটনৈতিক প্রথা বিরোধী হলেও এমন ঘটনা আগেও ঘটেছে বলে জানাচ্ছে সাউথ ব্লক। কয়েক বছর আগে ভারত সফররত আরব প্রতিনিধি দল দিল্লির বাইরে ঘুরতে গিয়ে বিদেশ মন্ত্রকের কিছু অফিসারকে টাকা দিতে চেয়েছিলেন।
সব কিছুকেই ছাপিয়ে এ বার নতুন নজির গড়ল চিনের কমিউনিস্ট নেতার এই এক লাখি টিপস!



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.