স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি, বিভিন্ন বিভাগের পরীক্ষার দ্রুত ফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, গোলাপবাগ, তারাবাগ ও হস্টেলগুলির পরিচ্ছন্নতা-সহ ১২ দফা দাবিতে উপাচার্যকে চার ঘণ্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। বৃহস্পতিবার গোলাপবাগ থেকে রাজবাটি পর্যন্ত মিছিল করে আসেন বিক্ষোভকারীরা। তখন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক চলছিল। ফলে বৈঠকে যোগ দিতে আসা বিভিন্ন আধিকারিকেরাও ঘেরাও হয়ে পড়েন। টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সন্তু ঘোষ ও সভাপতি নির্ভিক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “সেপ্টেম্বর হয়ে গেলেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির নির্দেশিকাই জারি হয়নি। ফলে অনেক বিভাগেই ক্লাসই শুরু করা সম্ভব হয়নি। বিভিন্ন সেমেস্টারের ফল প্রকাশে দেরির কারণে পরবর্তী সেমেস্টারের জন্য প্রস্তুতি নিতে পারছেন না পড়ুয়ারা। বার বার কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে দরবার করে কোনও ফল মেলেনি। হস্টেলগুলির অবস্থাও খারাপ।” উপাচার্য স্মৃতিকুমার সরকার বলেন, “হস্টেলের সমস্যা মেটানোর দায়িত্ব রেজিস্ট্রারের। আমি ওঁর সঙ্গে কথা বলব। অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও আলোচনা করা হবে। তবে এক সঙ্গে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে না।” সন্তুবাবুদের হুমকি, “আমরা এক সপ্তাহের মত সময় দিচ্ছি। তার মধ্যে এই দাবি পূরণ না হলে আমরা ফের আন্দোলনে নামব।”
|
অবৈধ ভাবে মদ বিক্রির অভিযোগে কালনায় এক জনকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার কালনা শহরে আলাদা এলাকায় দু’টি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর মদের বোতল উদ্ধার করে। |