টুকরো খবর |
গাড়ি থামিয়ে লুঠ, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিধাননগরে গাড়ি থামিয়ে একটি লগ্নিকারী সংস্থার ৪০ লক্ষ টাকা লুঠের ঘটনায় তার ব্রাঞ্চ ম্যানেজার সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোচবিহার ও বাগডোগরা থেকে তাদের আটক করে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে লুঠের প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতদের নাম জয় প্রামাণিক, রাজীব ঘোষ, অমিত দাস ও অনিল দাস। অমিত ওই সংস্থার কোচবিহার ব্রাঞ্চের ম্যানেজার। তার বাড়ি বাকুড়ায়। জয়ের বাড়ি বাগডোগরায়। বাকিদের বাড়ি কোচবিহারে। লুঠের ঘটনায় ব্যবহার করা চারটি গাড়ি আটক করেছে পুলিশ। দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “লুঠের ঘটনায় যুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। তাদের ধরতে তল্লাশি চলছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ৪০ লক্ষ টাকা নিয়ে একটি গাড়িতে করে কোচবিহার থেকে বর্ধমান যাচ্ছিলেন একটি লগ্নিকারী সংস্থার ৫ জন কর্মী। ওই সংস্থার কোচবিহারের ব্রাঞ্চ ম্যানেজার অমিত দাস অপর একটি গাড়িতে তাদের সঙ্গে যাচ্ছিলেন। বিধাননগরে গাড়ি আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে অপর একটি গাড়িতে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতী দলের পিছু ধাওয়া করে পুলিশ। পরে একটি গাড়ি ও লুঠের ব্যাগ উদ্ধার করে পুলিশ। কিন্তু সেখানে টাকা ছিল না। প্রাথমিক ভাবে পুলিশ সন্দেহ করে ওই গাড়ির চালক রাজীব ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায়। তদন্তে পুলিশ জানতে পেরেছে, আগাম সমস্ত খবর নিয়ে কোচবিহার থেকে একটি গাড় নিয়ে তাদের পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। রাস্তায় দু’বার তারা গাড়ি বদল করে। লুঠের সময় দুটি গাড়ি ব্যবহার করা হয়। ধৃতদের কাছ থেকে তিন লক্ষ ৮৬ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
|
রিসর্টে জুয়া, গ্রেফতার ৪
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
রিসর্টে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ লাটাগুড়ির নেওড়া মোড় লাগোয়া এলাকার একটি রিসর্টে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সুব্রত ঘোষ, পঙ্কজ সরকার, মধুসূদন ঘোষ এবং বিধুরঞ্জন শীল। জুয়ার কাজে ব্যবহারের অভিযোগে দুটি ছোট গাড়িও আটক করে পুলিশ। উদ্ধার হয়, ২ লক্ষ ৩ হাজার টাকা। ধৃত সুব্রত ঘোষ জলপাইগুড়ির পাতকাটা কলোনির বাসিন্দা, পঙ্কজ সরকার থাকেন জলপাইগুড়ির হাকিমপাড়ায়, মধুসূদন ঘোষের বাড়ি লাটাগুড়ির মহালক্ষী কলোনিতে এবং বিধুরঞ্জনবাবুর ময়নাগুড়ি থানার টেকাটুলি এলাকার বাসিন্দা। জুয়ার আসর পরিচালনা ও খেলার সাথে যুক্ত আরও ৭ জন সন্দেহভাজন পালিয়ে গিয়েছে বলে পুলিশের দাবি। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “৪ জনকে ধরা হয়েছে। আরও কয়েকটি অভিযোগের ব্যাপারে পুলিশের হাতে কিছু সূত্র এসেছে।” তবে পুলিশ জুয়ার বিরুদ্ধে সাফল্য পেলেও নানা প্রশ্ন দানা বাঁধছে। রিসর্ট মালিক ও কর্মীদের একাংশের অভিযোগ, পুলিশের একাংশের যোগসাজশেই লাটাগুড়ির কিছু জায়গায় জুয়া ও দেহব্যবসা চলছে। ওই দিন পুলিশ অভিযান চালানোর আগে কয়েকটি রিসর্টের লোকজনকে গাড়ি নিয়ে শিলিগুড়ির দিকে চলে যেতে দেখা গিয়েছে বলে কর্মীদের একাংশের অভিযোগ। লাটাগুড়ি রিসর্ট মালিকদের সংগঠন সম্পাদক কমল ভৌমিক বলেন, “আমাদের সংগঠন ভুক্ত হলে নিয়ম মানতে হয়। যারা আয়ের জন্য যথেচ্ছাচার করেন, তাঁরা আমাদের সংগঠনের সদস্য হতে পারেন না।”
|
তছরুপের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রাথমিক স্কুলের উন্নয়নে সর্বশিক্ষা মিশনের বরাদ্দ ৩ লক্ষাধিক টাকা আরএসপি’র এক কাউন্সিলর ও তাঁর স্বামী তছরুপ করেছেন অভিযোগে আন্দোলনের হুমকি দিল কংগ্রেস। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতৃত্ব। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই স্কুলের নাম বিবেকানন্দ হিন্দি প্রাথমিক। স্কুল পরিচালন সমিতির দায়িত্বে আছেন কাউন্সিলর অঞ্জুদেবী মাহাত এবং তাঁর স্বামী রামভজন মাহাত সম্পাদকের দায়িত্বে আছেন। তাঁরা দু’জনেই ওই অভিযোগ অস্বীকার করেছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিন্জ বলেন, “অভিযোগ ঠিক নয়। ইঞ্জিনিয়াররা ওই স্কুলে গিয়ে সব খতিয়ে দেখে এসেছেন। কিছু কাজ এখনও হচ্ছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদারের অভিযোগ, ২০০৭ সালে ওই স্কুলের পাঁচিল এবং ঘর তৈরির জন্য ৩ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। ওই টাকা ব্যাঙ্ক থেকে তুলে তছরুপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে বহু জায়গায় অভিযোগ জানিয়েছি। আমাদের কাছে প্রমাণ রয়েছে। তা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে মহকুমা পরিষদে অনির্দিষ্ট কালের জন্য অবস্থানে বসা হবে।” রামভজনবাবু জানান, ২০০৭-২০০৮ সালে স্কুলের শৌচাগারের জন্য ৩০ হাজার টাকা, পাঁচিলের জন্য ৮০ হাজার টাকা এবং ঘর তৈরির কাজে ২ লক্ষ টাকা বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। শৌচাগার তৈরির কাজ হয়েছে। বাকি টাকা দিয়ে বারান্দা ও ছাদ তৈরির কাজ করা হয়।
|
আন্দোলনের হুমকি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
প্রাথমিক স্কুলের উন্নয়নে সর্বশিক্ষা মিশনের বরাদ্দ ৩ লক্ষাধিক টাকা আরএসপি’র এক কাউন্সিলর ও তাঁর স্বামী তছরুপ করেছেন অভিযোগে আন্দোলনের হুমকি দিল কংগ্রেস। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কংগ্রেস নেতৃত্ব। পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওই স্কুলের নাম বিবেকানন্দ হিন্দি প্রাথমিক। পরিচালন সমিতির দায়িত্বে আছেন কাউন্সিলর অঞ্জুদেবী মাহাত এবং তাঁর স্বামী রামভজন মাহাত সম্পাদকের দায়িত্বে আছেন। তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিন্জ বলেন, “অভিযোগ ঠিক নয়। ইঞ্জিনিয়াররা গিয়ে সব খতিয়ে দেখে এসেছেন। কিছু কাজ এখনও হচ্ছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদারের অভিযোগ, ২০০৭-এ পাঁচিল এবং ঘর তৈরির জন্য ৩ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ করে সর্বশিক্ষা মিশন। ওই টাকা তছরুপ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
|
বকেয়া না দিলে ব্যবস্থা নেবে পুরসভা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পার্কিংয়ের বরাত পেয়েও নিদির্ষ্ট সময় সীমার মধ্যে যারা টাকা দেননি তাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থাই নিতে পারেনি ওই বিভাগের দায়িত্বে থাকা মেয়র গঙ্গোত্রী দত্ত। একাধিকবার নোটিস পাঠালেও সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থা বকেয়া টাকা ফেরত দিতে কোনও আগ্রহ দেখায়নি বলে অভিযোগ। তার পরেও বুধবার ফের চিঠি পাঠিয়ে বকেয়া টাকা মেটাতে বলার অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছেন পুর কর্তৃপক্ষ। যাদের মোটা টাকা বকেয়া আছে তাদের একাংশ দলের ঘনিষ্ঠ বলেই মেয়র ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবও ইতিমধ্যে এ ব্যাপারে তার ক্ষোভের কথা জানিয়েছেন। বুধবার মেয়র অবশ্য বলেন, “দলের লোক বা অন্য কেউ সে সব কোনও ব্যাপার নেই। যারা টাকা ফেরত দেননি তাদের বিরুদ্ধে অবিলম্বে পুলিশে অভিযোগ জানানো হবে। কাউকেই ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই।”
|
স্মারকলিপি, ফাঁড়ি ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে বলে অভিযোগ করে ক্রান্তি ফাঁড়ি ঘেরাও করে স্মারকলিপি দিল যুব কংগ্রেস। বুধবার বিকালে জলপাইগুড়ি লোকসভা যুব কংগ্রেস সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এর নেতৃত্বে ঘেরাও বিক্ষোভ হয়। সৈকত বাবু বলেন, “ক্রান্তি রাজাডাঙ্গা এলাকায় তৃণমূল কংগ্রেস নেতাদের নির্দেশে পুলিশ ১১ জন কংগ্রেস কর্মীদের নামে মারধরের মিথ্যা মামলা করেছে। পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে তৃণমূল ওই কাজ করছে।” এলাকার তৃণমূল নেতা অনিমেষ বিশ্বাস অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “অভিযোগ ঠিক নয়। পুলিশকে প্রভাবিত করার কোনও প্রশ্ন নেই।”
|
পঞ্চায়েতে তালা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ফের পঞ্চায়েত দফতরে তালা মেরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বুধবার নাগরাকাটা ব্লকের আংরাভাষা ১নং গ্রাম পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। গত সোমবারও একই দাবিতে গ্রাম পঞ্চায়েত দফতরে তালা মেরে বিক্ষোভ দেখায় তৃণণূল। ওই দিন প্রধান মঙ্গলবারের মধ্যে বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। কিন্তু টাকা না মেটানোয় ফের বিক্ষোভ দেখানো হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে। প্রধান সঞ্জিৎ ওঁরাও বলেন, “মঙ্গলবারের মধ্যে প্রক্রিয়া শেষ না হওয়ায় টাকা মেটানো যায়নি। বৃহস্পতিবারের মধ্যে টাকা মেটানোর চেষ্টা হচ্ছে।”
|
গ্রেফতার দুই
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে বধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। বুধবার শামুকতলা থানার ভাটিবাড়ি কুমারিজান গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম লক্ষ্মী দাস (২৬)। তাঁর স্বামী হরকুমার দাস, শ্বশুর সুকুমার দাস ও শাশুড়ি আরতি দাসের বিরুদ্ধে মৃতার দাদা পুলিশে অভিযোগ দায়ের করেন। পণের দাবিতে বিয়ের পর থেকেই ওই বধূর উপর অত্যাচার করা হত বলে অভিযোগ। গত মঙ্গলবার বধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরানো হয় বলে অভিযোগ।
|
প্রশাসনের প্রশিক্ষণ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
বন্যায় উদ্ধার কাজের জন্য সাত জন যুবককে ডুবুরির প্রশিক্ষণ দিল আলিপুরদুয়ার মহকুমা প্রশাসন। প্রশিক্ষণ শেষে বুধবার তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। ওই যুবকরা বন্যায় উদ্ধার কাজ করবেন। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “২৩-২৬ অগস্ট কোচবিহার সাগরদিঘিতে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা দল তাঁদের প্রশিক্ষণ দেন। বন্যায় ওঁদের কাজে লাগানো হবে। এ জন্য বিশেষ ভাতা মিলবে।” প্রশিক্ষণ নিলেন সুখলাল বিশ্বাস, গৌড়গোপাল শীল, তপন রায়, মদন সরকার, খগেন দাস, আশুতোষ রায়, হিমাংশু দাস।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
হাটে যাওয়ার পথে বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বুধবার বিকালে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পলাশবাড়ি এলাকায়। দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা দেড়েক পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম এতোয়া ওঁরাও (৫২)। পশ্চিম শিমলা বাড়ির বাসিন্দা এতোয়া ওরাঁও বিকালে সাইকেল করে পলাশ বাড়ির হাটে যাচ্ছিলেন। সেই সময় কোচবিহার থেকে শিলিগুড়িগামী একটি বাস তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই এতোয়ার মৃত্যু হয়। চালক গাড়ি নিয়ে পালিয়েছে।
|
মার, সিটি অটো বন্ধ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাশ কাটানো নিয়ে গণ্ডগোলের জেরে এক চালককে বেধড়ক মারধরের অভিযোগে একটি রুটে অর্ধেক বেলা সিটি অটো চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়লেন যাত্রীরা। বুধবার দুপুর ২টা পর্যন্ত শিলিগুড়ির সেবক মোড়-শালুগাড়া রুটে সিটি অটো চলাচল বন্ধ থাকে। চালকের নাম দীপঙ্কর পাল। শিলিগুড়ি হাসপাতালে তাঁর চিকিৎসা হয়।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফালাকাটা |
মুজনাই নদী থেকে উদ্ধার হল এক নিখোঁজ ছাত্রের দেহ। বুধবার বিকালে ফালাকাটা থানার জটেশ্বর গ্রামের পাশে মুজনাই নদী থেকে দশম শ্রেণির ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে। ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন জানানা, মাছ ধরতে গিয়ে জেলেরা দেহটি ভাসতে দেখেন। নদীর পাড় থেকে বইয়ের ব্যাগ ও জামা কাপড় উদ্ধার হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
|
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
১০০ দিনের বকেয়া টাকার দাবিতে পঞ্চায়েত দফতরে তালা মেরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। বুধবার নাগরাকাটার আংরাভাষা ১ পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে।
|
কাজের টোপে ধর্ষণ |
কাজের লোভ দেখিয়ে নাবালিকা ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিক গ্রেফতার করল জয়গাঁ থানার পুলিশ। বুধবার রামগাঁও এলাকা থেকে ওই ব্যাক্তিকে পুলিশ ধরে। আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক বিশ্বচাঁদ ঠাকুর জানান, গত ১৬ অগস্ট ধৃত লক্ষ্মণ ছেত্রী প্রতিবেশী এক ১৪ বছরের নাবালিকাকে কাজের লোভ দেখিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।
|
দেহ উদ্ধার |
মুজনাই নদী থেকে উদ্ধার হল এক নিখোঁজ ছাত্রের দেহ। বুধবার বিকালে ফালাকাটা থানার জটেশ্বর গ্রামের পাশে মুজনাই নদী থেকে দশম শ্রেণির ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে। ফালাকাটা থানার আইসি ফরিদ হোসেন জানানা, জেলেরা দেহটি ভাসতে দেখেন। |
|