টুকরো খবর |
ফাইনালে ফয়সলায় ‘সাডেন ডেথ’
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
বিজয়ী দলে খেলোয়াড়দের সঙ্গে প্রখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্য।—নিজস্ব চিত্র। |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিচালিত আন্তঃমহাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হলদিয়া গর্ভমেন্ট কলেজ। বুধবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ‘সাডেন ডেথ’-এ মেদিনীপুর কলেজকে ৭-৬ গোলে হারায় তারা। নির্ধারিত সময়ে দু’দলই একটি করে গোল করেছিল। তবে টাইব্রেকারেও খেলা অমীমাংসিত থাকায় ‘সাডেন ডেথে’ জয়ী হয় হলদিয়া। মেদিনীপুর কলেজের হয়ে গোল করেন রঞ্জিত মাণ্ডি। হলদিয়ার হয়ে গোল করেন সত্যজিৎ দাস। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবলার সুব্রত ভট্টাচার্য, ভারতীয় অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিবেক লাহিড়ী, বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক রণজিৎ ধর, ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ। সুব্রত ভট্টাচার্য বলেন, “দু’দলের ছেলেরাই বেশ ভাল খেলেছে। তবে মাঠের অবস্থা মোটামুটি হলেও স্টেডিয়ামের হাল সন্তোষজনক নয়।” তিনি জানান, রাজ্যের ১২টি জেলার জুনিয়র ছেলেদের নিয়ে এক ফুটবল প্রতিযোগিতা হতে চলেছে মেদিনীপুরে। কিন্তু স্টেডিয়ামের হাল না বদলালে খেলা অন্য মাঠে করার কথা ভাবতে বাধ্য হবেন তাঁরা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, এই প্রতিযোগিতা থেকেই বিশ্ববিদ্যালয়ের ফুটবল দল নির্বাচন করা হয়েছে। প্রতিযোগিতার সেরা হয়েছেন হলদিয়ার সত্যজিৎ দাস।
|
ছাত্র পরিষদের কালা দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দলীয় কর্মীদের প্রহৃত হওয়ার ঘটনার প্রতিবাদে বুধবার কালা দিবস পালন করল ছাত্র পরিষদ। সংগঠনের দাবি, এই ঘটনার প্রতিবাদ জানাতেই তাঁদের এই কর্মসূচি। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর কমার্স কলেজ ক্যাম্পাসে সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও ছাত্র পরিষদ (সিপি)। সিপি-র ৪ জন কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। প্রহৃতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভদীপ সিংহ বাদে বাকি ৩ জন অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছে। ছাত্র পরিষদের দাবি, তৃণমূলের ‘বহিরাগত’ কয়েকজন কলেজ ক্যাম্পাসে ঢুকে এমন ঘটনা ঘটিয়েছে। টিএমসিপি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
|
শিক্ষক দিবসে ভূমিকা বদল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শিক্ষক দিবসে পাল্টে গেল জায়গা। শিক্ষকদের বদলে ছাত্ররাই ক্লাস নিল, পড়া বোঝাল। উল্টো দিকের বেঞ্চেও তখন একদল ছাত্র। বুধবার এ ছবি চোখে পড়ল বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি ও মেদিনীপুরের (সদর) চুয়াডাঙা হাইস্কুলে। সকাল থেকেই শিক্ষক দিবস উদ্যাপনের তোড়জোড় শুরু করেছিল ছাত্ররা। শিক্ষকদের পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষকেরা ছাত্রদের মিষ্টিমুখ করান। প্রধান শিক্ষক ননীগোপাল শীট বলেন, “ছাত্রদের এমন উদ্যোগ প্রশংসনীয়।” একই ভাবে দিনটি পালিত হয়েছে চুয়াডাঙা হাইস্কুলেও। শিক্ষক দিবস উপলক্ষে প্রতিটি স্কুলেই নান কর্মসূচির আয়োজন ছিল। বিভিন্ন সংস্থার উদ্যোগেও দিনটি পালিত হয়। বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে বুধবার মেদিনীপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় শিক্ষক কল্যাণ সংস্থা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা এই অনুষ্ঠানে যোগ দেন।
|
মেডিক্যালে স্মরণানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্বামী বিবেকানন্দের জন্মসার্ধশতবর্ষ উদ্যাপন উপলক্ষে বুধবার এক কর্মসূচীর আয়োজন করা হয়েছিল মেদিনীপুর মেডিক্যাল কলেজে। একই সঙ্গে শিক্ষক দিবসও পালিত হয়। কলেজের ছাত্রছাত্রীরাই এই কর্মসূচীর আয়োজন করে। হাজির ছিলেন খড়্গপুর আইআইটি’র অধ্যাপক পল্লব বন্দ্যোপাধ্যায়, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল, হাসপাতাল সুপার যুগল কর প্রমুখ। কলেজের সভাগৃহের এই অনুষ্ঠানে স্বামীজির জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
|
প্রয়াণ দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নানা কর্মসূচির মধ্যে দিয়ে মাদার টেরিজার প্রয়াণ দিবস পালিত হল মেদিনীপুরের মাদার টেরিজা নগর ডেভেলপমেন্ট সোসাইটিতে। বুধবার সকালে এই সংস্থার উদ্যোগে মাদারের স্মৃতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বনাথ ঘোষ চৌধুরী, সহ-সভাপতি নির্মল ঘোড়ই, গণপতি চৌধুরি, রাধেশ্যাম দে। সকলেই মাদারের জীবন ও কর্মের নানা দিক নিয়ে কথা বলেন। একটি আলোচনা সভারও আয়োজন ছিল।
|
মেদিনীপুরে কারামন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
শহরে কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী।—নিজস্ব চিত্র |
জেলের ট্রেনিং ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার মেদিনীপুরে আসেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী। সকালে ট্রেনিং ইনস্টিটিউটের ক্যাম্পাসেই ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আইজি (কারা) রণবীর কুমার, দফতরের এআইজি কল্যাণ প্রামাণিক, ডিআইজি শোভন দীন প্রমুখ। ৩ জন মহিলা-সহ ২৯ জন এ বার এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষন নিয়েছেন। এ বার তাঁরা কারারক্ষী হিসেবে কাজে যোগ দেবেন। |
|