টুকরো খবর
নিহতদের ক্ষতিপূরণ দেওয়া শুরু
চিরাংয়ে শরণার্থীদের সঙ্গে আলোচনায় শিশু কমিশনের প্রধান শান্তা
সিংহ ও জেলাশাসক পুরু গুপ্ত। বুধবার উজ্জ্বল দেবের তোলা ছবি।
নামনি অসমে পরিস্থিতি অনেকটাই শান্ত। এই পরিস্থিতিতে আজ চিরাং জেলায় সংঘর্ষে নিহতদের নিকটাত্মীয়দের ক্ষতিপূরণের চেক দেওয়া শুরু হল। রাজ্য সরকারের তরফে এ দিন পাঁচ নিহতের পরিবারের হাতে তিন লক্ষ টাকা করে দেওয়া হয়। কাজলগাঁওতে চিরাং-এর জেলাশাসকের দফতরে চেক দেওয়া হয়। পরবর্তী পর্যায়ে কেন্দ্রের তরফেও নিহতদের নিকটাত্মীয়দের হাতে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এ দিকে, আজ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন শান্তা সিংহ ও দুই প্রতিনিধি চিরাং-এর ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন জেলাশাসক পুরু গুপ্ত। শিবিরে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টির উপরে জোর দিতে বলেন শান্তা দেবী। আগামী কাল কোকরাঝাড়ে মন্ত্রিসভার বিশেষ কমিটি বড়োল্যান্ড প্রশাসন, আবসু-সহ বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকে বসবে। তার আগেই শিবিরবাসীদের নাগরিকত্বের প্রমাণ ও জমির দলিল জমা দেওয়ার কথা। কাজ চলছে জোর কদমে। একই সঙ্গে আগামী কাল আসুর নেতৃত্বে নর্থ-ইস্ট স্টুডেন্ট্স ইউনিয়ন বা নেসো গুয়াহাটি-সহ সারা রাজ্যে ‘অনুপ্রবেশ’-এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে নামতে চলেছে। ফলে রাজ্যজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

২ এনএলএফটি জঙ্গি গ্রেফতার
সন্ত্রাসবাদ-বিরোধী অভিযান চলাকালীন পুলিশের জালে ধরা পড়ল আরও দুই জঙ্গি। এ নিয়ে গত এক সপ্তাহে পুলিশ চার জঙ্গিকে আটক করল। পরশু গভীর রাতে ত্রিপুরার কাঞ্চনপুরের ধুমছেড়া থেকে গ্রেফতার করা হয়েছে সাগরপুরের বাসিন্দা যতনমোহন ত্রিপুরাকে এবং কানপুই থেকে ভাঙমুনের বাসিন্দা গাছিরাম রিয়াং-কে। দু’জনেই এনএলএফটি (বিএম) গোষ্ঠীর সদস্য। পুলিশ জানায়, বহু দিন ধরেই তারা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এক সপ্তাহ ধরে কাঞ্চনপুরে জঙ্গি-বিরোধী অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ। ধৃত দুই জঙ্গিকে পুরনো একটি মামলায় পুলিশ অনেক দিন ধরেই খুঁজছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনে নতুন সদস্য নিয়োগ এবং অর্থ সংগ্রহের প্রয়োজনে সম্প্রতি বাংলাদেশ থেকে সাত জনের একটি জঙ্গি দল ত্রিপুরায় ঢুকেছে। ধৃত জঙ্গিরা সেই দলেরই সদস্য।

ওড়িশায় ধৃত কারখানা কর্তা
ভুবনেশ্বরের একটি লৌহ আকরিক কারখানার এক কর্তাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করল বড়জোড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত নিরঞ্জন মল্লিকের বিরুদ্ধে বড়জোড়ার একটি স্পঞ্জ আয়রন কারখানা কর্তৃপক্ষ লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভুবনেশ্বরের নয়াপল্লি থানা এলাকায় নিরঞ্জনবাবুকে তাঁর কারখানা থেকেই বড়জোড়া থানার পুলিশ গ্রেফতার করে। সে দিন তাঁকে ভুবনেশ্বর আদালতে তোলা হয়। সেখান থেকে দু’দিনের ‘ট্রানজিট রিমান্ডে’ বুধবার বাঁকুড়ায় নিয়ে আসা হয়। এ দিন তাঁকে বাঁকুড়া আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেলাহাজত হয়। অভিযোগকারী স্পঞ্জ আয়রণ কারখানার ম্যানেজার পার্থ বন্দ্যোপাধ্যায়ের দাবি, “২০০৯ সালে লৌহ-আকরিক দেওয়ার জন্য দু’দফায় বেশ কয়েক লক্ষ টাকা আমাদের কাছ থেকে নিরঞ্জনবাবু নিয়েছিলেন। কিন্তু এখনও ওই আকরিক দেয়নি। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন।” পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “টাকা নিয়ে মাল না দেওয়ায় প্রতারণার অভিযোগে ওই ব্যক্তিকে ধরা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিস্ফোরণে জখম দুই জওয়ান
শহরের কেন্দ্রস্থলে বিস্ফোরণে জখম হলেন আসাম রাইফেল্স-এর দুই জওয়ান। পুলিশ জানায়, আজ সকালে ইম্ফলের কেইসম্পত এলাকায় বিস্ফোরণটি হয়। পুলিশ সদর দফতর থেকে ৫০০ মিটার দূরে, ব্যস্ত বাস স্ট্যান্ডে দাঁড় করানো একটি বাইকে বোমাটি রাখা ছিল। বিস্ফোরণের টহলদার আসাম রাইফেল্স-এর দুই জওয়ান জখম হন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক দফতর।

হাতাহাতি গুলি, হত ১ যুবক
দুষ্কৃতীর গুলিতে নিহত হয়েছেন স্থানীয় এক তরুণ। নিহতের নাম জয়দেব গোস্বামী (২৬)। তিনি পাণ্ড্রা থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, গত কাল রাতে পান্ড্রা থানারই লাখরিখাটাল এলাকার একটি খাবারের দোকানের সামান্য ঘটনাকে ঘিরে কয়েকজন যুবকের মধ্যে বচসা থেকে হাতাহাতি বাধে। ওই গোলমালে জড়িয়ে পড়েন স্থানীয় যুবক জয়দেব। কথাকাটাকাটি চলার মধ্যেই একজন জয়দেবের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তদন্ত শুরু হলেও আততায়ীদের এখনও গ্রেফতার করা যায়নি।

রাজমহলে গঙ্গার গর্ভে ৩০টি বাড়ি
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহলে গঙ্গার ভাঙনে গত কয়েকদিনে ৩০টিও বেশি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে। তবে সাম্প্রতিক নদী ভাঙনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জেলা প্রশাসনের কর্তারা জানিয়েছেন। আজ সাহেবগঞ্জ জেলা প্রশাসনের তরফে বলা হয়, রাজমহলে, বিশেষ করে পূর্ব এবং পশ্চিম নারায়ণপুরে গঙ্গা নদীর ভাঙন নতুন ঘটনা নয়। ফি-বছরই বর্ষায় সেখানে ভাঙন হয়। এ বার তাই আগাম ব্যবস্থা হিসেবে নদী তীরবর্তী এলাকা থেকে ৬০ টিরও বেশি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।

খরচ কমানো হোক স্মরণ অনুষ্ঠানের, চিঠি সনিয়ার
অর্থমন্ত্রী থাকাকালীন কেন্দ্রে ব্যয়সঙ্কোচের দাওয়াই দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। প্রয়াত নেতাদের স্মরণ অনুষ্ঠান পালনের ক্ষেত্রেও সরকারকে সেই একই রাস্তা বাতলালেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে এক চিঠিতে তিনি লিখেছেন, এই স্মরণ অনুষ্ঠানগুলি যথাসম্ভব অনাড়ম্বর ভাবে পালন করতে হবে। পাশাপাশি, এই সমস্ত অনুষ্ঠান পালনের সময়ে সাধারণ নাগরিকদের অসুবিধা যাতে যথাসম্ভব কম হয়, সে দিকে দৃষ্টি রাখতে হবে। কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “মাসখানেক আগে সনিয়া এই চিঠিটি লিখেছেন। তিনি চান, এই ধরনের অনুষ্ঠানের খরচ যথাসম্ভব কমানো হোক। বিশাল জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের বদলে এমন কোনও বন্দোবস্ত করা হোক, যেখানে দায়িত্বশীল মানুষেরা এসে শুধু তাঁদের প্রকৃত শ্রদ্ধাটুকু জানিয়ে যাবেন।” প্রয়াত নেতাদের জন্ম বা মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দফতরের তরফে বিশাল খরচে বিজ্ঞাপন দেওয়ায় এর আগেও সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র।

পদত্যাগ করতে পারেন রাজেন্দ্র দারদা
ইস্তফা দিতে পারেন কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী রাজেন্দ্র দারদা। এ দিন তাঁর পদত্যাগপত্র চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ। কয়লা দুর্নীতিতে যোগসাজশের অভিযোগে পাঁচ সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। এতে নাম রয়েছে দারদারও। গত কাল দিল্লি, মুম্বই, কলকাতা, পটনা, হায়দরাবাদ, ধানবাদ এবং নাগপুর-সহ দেশের প্রায় ৩০টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই। কিছু সংস্থার মালিকদের বাড়িতেও হানা দেয় তারা। চাপের মুখেও রাজেন্দ্র দারদা আজ দাবি করেন, একটি সংস্থার সঙ্গে আগে যোগাযোগ থাকলেও, এখন আর নেই। তিনি বলেন, “২০০৬-এ সংস্থাটির শেয়ার কিনেছিলাম। ২০০৮-এ ফেরত দিয়ে দিই। তার পর থেকে আর সম্পর্ক নেই ওদের সঙ্গে।”

অস্ত্র মামলায় চিহ্নিত আরও ৩ জন
২০০৬-এর ঔরঙ্গাবাদ অস্ত্র মামলায় আরও তিন সন্দেহভাজনকে চিহ্নিত করা গিয়েছে। আজ বিশেষ আদালতে এ কথা জানিয়েছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা। এর মধ্যে এক জন লরিচালক। ২৬/১১ মামলায় ধৃত আবু জিন্দলের সাহায্য নিয়ে শীঘ্রই এই তিন জনকে গ্রেফতার করা হবে। জিন্দলকে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সন্ত্রাস দমন শাখার হেফাজতেই রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

চিদম্বরম ভাল
হার্নিয়া আছে পি চিদম্বরমের। তার চিকিৎসাতেই ছোট্ট একটি ল্যাপারোস্কোপিক অপারেশন হল তাঁর। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ভালই আছেন অর্থমন্ত্রী।

করুণার তোপ
শ্রীলঙ্কার তীর্থযাত্রীদের উপরে হামলার জন্য মুখ্যমন্ত্রী জয়ললিতা দায়ী, বললেন করুণানিধি। ফুটবল দলকে ফেরত পাঠিয়ে তিনিই সাহস জুগিয়েছেন, মত করুণার।

ফেরার নির্দেশ
দক্ষিণ আমেরিকায় সপরিবার বেড়াতে যাওয়া কর্নাটকের এক ডজন বিজেপি বিধায়ককে ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। বললেন এমন অর্থ অপচয় আর হবে না।

যেখানে খুশি
উত্তর ভারতের অধিবাসীদের বিরুদ্ধে উদ্ধব ঠাকরের হুমকি ওড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল শিন্দে। বলেন দেশের কোনও নাগরিক যেখানে খুশি যেতে পারেন।

আটক তিব্বতি
চিনের প্রতিরক্ষা মন্ত্রীর ভারত সফরের প্রতিবাদ জানাতে কুতুব মিনারে বিক্ষোভ দেখাতে যাচ্ছিলেন তিন তিব্বতি। রাস্তাতেই তাঁদের আটক করে পুলিশ।

গলাকাটা দেহ
বাড়ির আগুন নিভিয়ে তার মধ্যে মা(৫০) ও মেয়ের(২০) গলাকাটা দেহ পেল দমকল। কিছু দূরে মেলে অচৈতন্য বাবাকে।

দুর্ঘটনায় মৃত্যু
ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি উল্টে তিন জন মারা গেলেন। সকলেই লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আহত হয়েছেন আরও চার ছাত্র।

তেলেঙ্গানার জন্য
বিজেপি সরকারে এলে তিন মাসের মধ্যে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ে দেবে। প্রতিশ্রুতি দিলেন সুষমা স্বরাজ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.