টুকরো খবর
গৃহঋণে এক বছরের কিস্তি মকুব অ্যাক্সিসে
নতুন গ্রাহকদের গৃহঋণে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানাল অ্যাক্সিস ব্যাঙ্ক। তাদের ‘হ্যাপি এন্ডিং হোম লোন’ প্রকল্পে ২০ বছর মেয়াদে ঋণ নিলে শেষ ১২ মাসের কিস্তি মেটাতে হবে না গ্রাহককে। কমপক্ষে ১৫ বছর ঠিক সময়ে কিস্তি মেটালে এই সুবিধা মিলবে শুধু পরিবর্তনশীল সুদের ক্ষেত্রে। আগে ঋণ শোধ করলে দিতে হবে না কোনও অতিরিক্ত চার্জ-ও। পুরনো গ্রাহকেরা নতুন করে প্রসেসিং ফি দিয়ে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন বলে ব্যাঙ্কের দাবি। অন্য দিকে, গৃহঋণে সুদ ২৫ বেসিস পয়েন্ট ও গাড়ি ঋণে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে পিএনবি। শিক্ষাঋণ এবং গাড়ি ঋণে সুদ ২০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে দেনা ব্যাঙ্ক।

টু-জি নিলামে যাবে না এটিসালাট
ভারত থেকে পাততাড়ি গুটিয়ে নেওয়ার ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মোবাইল পরিষেবা সংস্থা এটিসালাট। টু-জি স্পেকট্রাম বণ্টনের জন্য নভেম্বরে কেন্দ্রীয় টেলিযোগাযোগ দফতরের নতুন করে ডাকা স্পেকট্রাম নিলামে অংশ নিচ্ছে না সংযুক্ত আরব আমিরশাহির এই বৃহত্তম টেলি সংস্থা। টু-জি কেলেঙ্কারির জেরে ভারতে তাদের শাখা সংস্থা এটিসালাট ডিবি-র ১৫টি লাইসেন্স বাতিল হয়। গত ২ ফেব্রুয়ারি ১২২টি টেলিকম লাইসেন্স বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। যার মধ্যে রয়েছে এটিসালাট ডিবি। ফেব্রুয়ারিতেই ভারত ছাড়ার ইঙ্গিত দিয়েছিল তারা। আজ নিলাম থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে বিবৃতি দিয়ে বিষয়টি চূড়ান্ত করল সংস্থা। এটিসালাট আগেই জানিয়েছে, ২০০৮-এ তৎকালীন সোয়ান টেলিকম (বর্তমানে এটিসালাট ডিবি) কেনার সময়ে তারা জানত না ভারতীয় অংশীদাররা টু-জি কেলেঙ্কারিতে যুক্ত। শেষ পর্যন্ত ভারতে পরিষেবা বন্ধের সিদ্ধান্তেই অটল রইল তারা।

আমানতে সুদ কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক
বিভিন্ন মেয়াদি আমানতে সুদের হার ৫০ থেকে ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মোট ৯টি মেয়াদি আমানতের মধ্যে ছ’টিরই সুদ ৫০ বেসিস পয়েন্ট কমছে ৭ই থেকে। বাকি ২৪১ দিন থেকে ১ বছরের আমানতে তা ১০০ বেসিস পয়েন্ট কমে হচ্ছে ৬.৫%। ১৮১-২৪০ দিনে তা ৭৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়াচ্ছে ৬.৫%। আর ৫-১০ বছরে সুদ ৮.৫ শতাংশে অপরিবর্তিত আছে। অনাবাসীদের ১-৫ বছরের স্থায়ী জমায় সুদ ৫০ বেসিস পয়েন্ট কমছে।

কেরোসিন, ডিজেল, গ্যাসের দাম বাড়াতে বিবৃতি তেল মন্ত্রকের
অবিলম্বে ডিজেল, রান্নার গ্যাস ও কেরোসিনের দাম বাড়ানোর আর্জি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিবৃতি পেশ করল তেল মন্ত্রক। পাশাপাশি, ভর্তুকি মূল্যে রান্নার গ্যাস (এলপিজি) সরবরাহে রাশ টানার কথা বলেছে মন্ত্রক। তাদের দাবি, কম দামে সিলিন্ডার জোগানের সংখ্যা পরিবার পিছু বছরে ৪ থেকে ৬টি সিলিন্ডারে বেঁধে দেওয়া হোক। এ ছাড়া যে সব পরিবারের আয় মাসে ৫০ হাজার টাকা কিংবা বছরে ৬ লাখ টাকার বেশি, তাদের ভর্তুকি দরে সিলিন্ডার দেওয়া বন্ধ করতেও বলেছে মন্ত্রক। মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটির কাছে বিবৃতিটি পাঠানো হয়েছে।

প্রতিযোগিতায় পিছোল ভারত
প্রতিযোগিতার সূচক অনুসারে বিশ্বে আরও তিন ধাপ নামল ভারত। ২০১২-’১৩ সালের জন্য ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের করা গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স অনুসারে ভারত নেমেছে ৫৯তম স্থানে। শীর্ষ স্থানটি দখল করেছে সুইৎজারল্যান্ড। আমেরিকা দু’ধাপ নেমে সপ্তম স্থানে।

ইলিশ নিয়ে উদ্বেগ
গঙ্গা ও পদ্মায় ইলিশ কমায় উদ্বেগ দেখালেন রাজ্য বিধানসভার কৃষি ও মৎস্য বৃত্তি উন্নয়ন স্ট্যান্ডিং কমিটি। বুধবার কমিটির ৫ সদস্য ফরাক্কার গঙ্গা ভবনে মৎস্যজীবীদের সঙ্গে বৈঠক করেন। কমিটির চেয়ারম্যান ভাতারের বিধায়ক বনমালী হাজরা বলেন, “ক্রমাগত ইলিশ ধরার ফলেই ইলিশ কমছে। মৎস্যজীবীরা সচেতন না হলে ক্ষতি হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.