নতুন প্রধানমন্ত্রীর বিজয় মিছিলে গুলি
সংবাদসংস্থা • মন্ট্রিল |
আমেরিকার পর এ বার কানাডা। কিউবেক প্রদেশের নতুন প্রধানমন্ত্রী পলিন মারোইসের বিজয় মিছিলে গুলি চালিয়ে এক জনকে হত্যা করল পঞ্চাশোর্ধ্ব বন্দুকবাজ। এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন আরও এক ব্যক্তি। বিপদ আঁচ করে মঞ্চে বক্তৃতা দিতে ওঠা পলিন মাইরোসকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সুরক্ষিত স্থানে। ওই ব্যক্তি গ্রেফতার হওয়ার পর ফের বক্তৃতা দিতে ফিরে আসেন মাইরোস। ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, গুলি চালানোর সময়ে ‘ইংরেজরা জেগে উঠছে’ বলে স্লোগানও দিচ্ছিল ওই বন্দুকবাজ। এর পরে ওই বন্দুকবাজ আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করে। তবে তার আগেই তাকে গ্রেফতার করে পুলিশ। এখনও ওই বন্দুকবাজকে শনাক্ত করা যায়নি বলে পুলিশ সূত্রের খবর। কিউবেক প্রদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীই ওই বন্দুকবাজের লক্ষ্য ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
|
পাকিস্তানে মানববোমা
সংবাদসংস্থা • ইসলামাবাদ |
মানববোমা সন্দেহে পুলিশ ঘিরে ফেলে। গায়ে লাগানো বোমা ফাটিয়ে দিল লোকটি। ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। উত্তরপশ্চিম পাকিস্তানের লোয়ার দির অঞ্চলে।
|
তুলসীর সমর্থন
সংবাদসংস্থা • শার্লট |
মার্কিন প্রতিনিধি সভায় প্রথম হিন্দু সদস্য হতে পারেন তুলসী গাবার্ড। ডেমোক্র্যাটদের কনভেনশনে ওবামার হয়ে বলতে উঠে প্রচুর হাততালি ও সমর্থন পেলেন তুলসী।
|
আলেপ্পোয় হানা
সংবাদসংস্থা • বেইরুট |
বেহাত হওয়া আলেপ্পো শহরে ভোরে ভয়ঙ্কর গোলাবর্ষণ করল সিরীয় সেনারা। মারা গিয়েছেন ১৯ জন, তার মধ্যে ৭টি শিশু। জানায় একটি মানবাধিকার সংস্থা।
|
দেশি পছন্দ
সংবাদসংস্থা • সেন্ট লুই |
দেশি খাবার পেতে লম্বা মোটর সফরেও রাজি আমেরিকায় ভারতীয় অভিবাসীরা। বিশেষ করে তাঁদের পছন্দ সামোসা, গুলাব জামুন আর মশলা ধোসা।
|
নিলামে রাফায়েল
সংবাদসংস্থা • লন্ডন |
রাফায়েলের আঁকা রেনেসাঁ আমলের একটি ছবি নিলামে উঠছে। কালো খড়িতে আঁকা ছবিটির সম্ভাব্য দাম এক থেকে দেড় কোটি পাউন্ড (৮-১৩ কোটি টাকা)।
|
জুলিয়ার কথা
সংবাদসংস্থা • লন্ডন |
পারফিউমের সৌরভ তাঁকে ঘিরে না থাকলে আত্মবিশ্বাসই পান না জুলিয়া রবার্টস। মঙ্গলবার নিজেই এই কথা জানিয়েছেন ৪৪ বছরের এই অভিনেত্রী।
|
ধুম কামরা
সংবাদসংস্থা • মস্কো |
লম্বা সফর, অথচ ধুমপান মানা। নেশাখোর যাত্রীদের সমব্যথী রুশ রেলমন্ত্রী। জানান, ধুমপায়ীদের জন্য আলাদা কামরার ব্যবস্থা হচ্ছে সে দেশের দূরপাল্লার ট্রেনে।
|
মরা ইঁদুর
সংবাদসংস্থা • মেলবোর্ন |
রান্নাঘরে হানা দিয়ে মরা ইঁদুর, আরশোলা ও জমা ময়লা পেয়েছেন স্বাস্থ্য-কর্তারা। সাড়ে ৯৭ হাজার অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হল একটি ভারতীয় রেস্তোরাঁকে। |