কালচিনি পঞ্চায়েত সমিতির ছয় কংগ্রেস সদস্য তৃণমূল কংগ্রসে যোগ দিয়েছেন। মঙ্গলবার কালচিনির বিডির কাছে লিখিতভাবে সমিতির ৪ কর্মাধ্যক্ষ-সহ ছয় জন পঞ্চায়েত সমিতি সদস্য তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। কালচিনির বিডিও চন্দ্রসেন খাতি বলেন, “কংগ্রসের ছয়জন পঞ্চায়েত সমিতির সদস্য লিখিত ভাবে দিয়ে তৃণমূলে যোগদানের কথা জানিয়েছেন। পরকবর্তীতে আইন মেনে সমিতির অবস্থা কী দাঁড়ায় তা ঠিক করা হবে।” তবে কালচিনি ব্লক কংগ্রসের সভাপতি মোহন শর্মা বলেন, “বোর্ডে এর কোনও প্রভাব পড়বে না। আমরা প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।” প্রশাসনিক সূত্রের খবর, ৩১ সদস্যের ওই সমিতিতে এদিনের পর দলগত অবস্থান দাঁড়িয়েছে কংগ্রেস-৯ , তৃণমূল-৯, বাম ফ্রন্ট-১১ এবং ২ জন নির্দল সদস্য। এর আগে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ১৫। তৃণমূল কংগ্রসের নেতা পবন লাকড়া বলেন, “কংগ্রেসে ওই ছয়জনকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না। মুখ্যমন্ত্রীর উন্নয়নের যজ্ঞে ওঁরাও সামিল হতে দল ছেড়েছেন।” নতুন পরিস্থিতিতে সমিতির দখল কে নেবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেস এবং তৃণমূলে সমান সংখ্যক সদস্য রয়েছে। সেখানে বামেদের সংখ্যা ১১। তৃণমূল কংগ্রসের কালচিনি ব্লক সম্পাদক রনজিৎ ঘোষ বলেন, “ আমরা বামফ্রন্টকে সমিতির দখল নিতে দেব না। বোর্ড গঠন নিয়ে শীর্ষ নেতৃত্ব যা নির্দেশ দেবেন তা মানা হবে।” বামেদের তরফেও সমিতিকে অনাস্থা আনার চিন্তাভাবনা শুরু হয়েছে।
|
বিদ্যুতিক লাইনের মেরামতির জন্য আজ, বুধবার এবং বৃহস্পতিবার দু’দিন শিলিগুড়ি পুর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা এ কথা জানান। তিনি বলেন, “বিদ্যুৎ পর্ষদের তরফে জানানো হয়েছে পুজোর আগে বৈদ্যুতিক লাইনের মেরামতির কাজ করবে তারা। তাই দু’দিন জল সরবরাহ করা যাবে না। তা ছাড়া ১২ সেপ্টেম্বর ৩১-৩৫ নম্বর ওয়ার্ডে, ১৪ এবং ২৩ সেপ্টেম্বর ৩৬-৪৪ নম্বর ওয়ার্ডে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।” বাসিন্দাদের অভিযোগ, অন্তত ২ দিন আগে পুরসভার তরফে বিষয়টি জানানো প্রয়োজন ছিল। তা ছাড়া ওই দিনগুলিতে অন্তত এক বেলা করে জল সরবরাহের ব্যবস্থা করার দরকার ছিল।
|
৩১ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল গাড়ি চালকের পচাগলা দেহ। সোমবার রাতে কালচিনি থানার পোরো বস্তির কাছে মৃতদেহটি দেখতে পান পথচারীরা। পুলিশ জানিয়েছে, মৃতের নামে বাপি সরকার (২৮)। তিনি আলিপুরদুয়ারে ছোট গাড়ি চালাতেন। গত ৩১ অগস্ট থেকে বাপি নিউ আলিপুরদুয়ার থেকে ভাড়া নিয়ে যাওয়ার পর নিখোঁজ হয়ে যান। |