রিপোর্ট তলব
নারী-নিগ্রহ নিয়ে প্রশাসন
কি সজাগ, প্রশ্ন কমিশনের

রাজ্যে নারী-নিগ্রহ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায় রোজই কোথাও না কোথাও ধর্ষণ, শ্লীলতাহানি, গৃহবধূর উপরে অত্যাচারের খবর আসছে। এতে যারপরনাই উদ্বিগ্ন রাজ্য মানবাধিকার কমিশন। নারী-নিগ্রহের ঘটনা সম্পর্কে প্রশাসন সজাগ কি না, জানতে চায় তারা। মঙ্গলবার কমিশনের ফুল বেঞ্চে আলোচনার পরে রাজ্য প্রশাসনের কাছে এই ব্যাপারে রিপোর্ট চাওয়া হয়েছে।
ফুল বেঞ্চের তিন সদস্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায়, বিচারপতি নারায়ণচন্দ্র শীল এবং অন্য সদস্য সৌরীন রায় একযোগে রাজ্য পুলিশের আইজি (দক্ষিণবঙ্গ)-র কাছে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিটি ঘটনা সম্পর্কে আইজি-কেই তদন্ত করতে বলেছে কমিশন। এই সিদ্ধান্তের কথা এ দিনই প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান কমিশনের যুগ্মসচিব সুজয় হালদার।
সোমবার বারাসতে শ্লীলতাহানির প্রতিবাদ করতে গিয়ে মদ্যপদের হাতে খুন হন হোমিওপ্যাথ চিকিৎসক বিকাশবন্ধু মল্লিক। পার্ক স্ট্রিট, নিউ টাউন, কাটোয়ার ধর্ষণ-কাণ্ড নিয়ে কয়েক মাস ধরেই তোলপাড় চলছে রাজ্যে। ই এম বাইপাস, বারাসত, নৈহাটির নারী-নিগ্রহের ঘটনাও কমিশনের নজর এড়ায়নি। এ দিন ফুল বেঞ্চের বৈঠকে চেয়ারম্যান-সহ সব সদস্যই রাজ্যে বেড়ে চলা নারী-নিগ্রহ এবং তার জেরে প্রশাসনের উপরে মানুষের অনাস্থা নিয়ে সবিস্তার আলোচনা হয়। প্রশাসন প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেফতার করতে পারছে কি না, তা জানতে চায় কমিশন। তাই আইজি পদমর্যাদার এক অফিসারকে সব ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের কার্টুন-কাণ্ডে হেনস্থার জেরে কলকাতার পুলিশ কমিশনারকে তলব করেছিল রাজ্য মানবাধিকার কমিশনের ফুল বেঞ্চ। সেই ঘটনায় কলকাতা পুলিশের দুই অফিসারের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে কমিশন। মগরাহাট বিষমদ-কাণ্ডে আবগারি কমিশনারকেও রাজ্য মানবাধিকার কমিশনের রোষের মুখে পড়তে হয়েছে।
মহাকরণ অবশ্য মানবাধিকার কমিশনের ‘অতি সক্রিয়তা’ ভাল ভাবে দেখছে না। ফলে ধর্ষণ, নারী-নিগ্রহ নিয়ে কমিশনের কড়া পদক্ষেপে রাজ্য প্রশাসনের সঙ্গে তাদের তিক্ততা বাড়তে বাধ্য বলে মনে করছেন অনেকে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.