টুকরো খবর
খুনের হুমকি ফোন, গ্রেফতার ৪ বনগাঁয়
এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে ফোন করে তাঁর ছেলেকে খুনের হুমকি দেওয়া এবং ৫ লক্ষ টাকা চাওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩০ অগস্ট বনগাঁ থানার বিভিন্ন এলাকা থেকে মিঠুন চক্রবর্তী, বিনোদ দাস এবং অজয় বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাদের একজন লক্ষ্মী মণ্ডল নামে ওই শিক্ষিকার আত্মীয় বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। ৩১ অগস্ট ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। মঙ্গলবার ধৃতদের ফের আদালতে তোলা হয়। এ দিন বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। লক্ষ্মীদেবীকে ফোন করার পাশাপাশি চিঠি লিখে হুমকি দেওয়ার ঘটনায় এক কিশোরকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ দিন এসিজেএম মধুমিতা রায় তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি চিঠির হাতের লেখা পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বনগাঁর পাইপরোড এলাকার লক্ষ্মীদেবীর অভিযোগ, বেশ কয়েক দিন ধরেই তাঁর মোবাইলে একটি নম্বর থেকে ফোন করে প্রায় ৫ লক্ষ টাকা দাবি করে দুষ্কৃতীরা। টাকা না দিলে ওই শিক্ষিকার ছেলেকে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের দাবি, মিঠুন ওই চক্রের মূল ষড়যন্ত্রকারী। সে অজয়কে দিয়ে ফোন করাতো। দু’টি মোবাইলে একটি সিম ব্যবহার করে ফোন করা হত। পুলিশ মোবাইল দু’টি উদ্ধার করেছে। এ দিকে, লক্ষ্মীদেবী ফোন ধরা বন্ধ করে দেওয়ায় দুষ্কৃতীরা হুমকি দিয়ে চিঠি পাঠাতে শুরু করে। এরপরেই বিষয়টি বনগাঁ থানায় জানান লক্ষ্মীদেবীর স্বামী।

কটূক্তি রুখতে গিয়ে ব্লেডে জখম মহিলা
বারাসতের পরে এ বার ব্যারাকপুরের বীজপুর। সোমবার দুপুরে বারাসতে মহিলাদের শ্লীলতাহানি রুখতে গিয়ে মদ্যপদের হামলায় প্রাণ হারান এক প্রৌঢ় চিকিৎসক। আর মঙ্গলবার ব্যারাকপুরের বীজপুর থানা এলাকায় দুই মদ্যপ যুবকের অশালীন আচরণের প্রতিবাদ করতে গিয়ে ব্লেডের আঘাতে আহত হলেন এক মহিলা। দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, পাল্লাদহের শিমুলতলায় একটি ভাড়াবাড়িতে থাকেন মনিরা বিবি। ওই বাড়িতেই ভাড়ায় থাকে ভক্ত দেবনাথ নামে এক যুবক। অভিযোগ, এ দিন বিকেলে ভক্ত তার শ্যালক রাজু চন্দের সঙ্গে মদ খেয়ে বাড়িতে ফেরে। নিজেদের মধ্যে গালিগালাজ করছিল তারা। তার প্রতিবাদ করেন মনিরা বিবি। দু’পক্ষে বচসা শুরু হয়। তখনই ব্লেড দিয়ে ওই মহিলার হাতে আঘাত করে ভক্ত-রাজুরা। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। আহত মনিরার চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। বেগতিক দেখে শ্যালককে নিয়ে পালায় বছর চল্লিশের ভক্ত। মনিরাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় বীজপুর এলাকা থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পুলিশি সূত্রের খবর, ওই এলাকায় কোনও মদের দোকান বা ঠেক নেই। স্থানীয় বাসিন্দারা জানান, ভক্ত ও রাজু নিয়মিত মদ খেয়ে বাড়িতে ঝামেলা করে। বিশেষ কোনও কাজ করে না তারা। এর আগেও তাদের আচরণের প্রতিবাদ করেছিলেন মনিরা বিবি এবং তাঁর রাজমিস্ত্রি স্বামী আকাল শেখ।

ডাকাতির ঘটনায় গ্রেফতার ১
ডাকাতির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আলাউদ্দিন নস্কর। তাঁর বাড়ি বাসন্তীর ভাঙনখালি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাতলা নদীর উপর ক্যানিং-ভাঙনখালি রেললাইন সম্প্রসারণের জন্য দেড় বছর আগে কাজ শুরু হয়েছে। সেইজন্য সেখানে নানা ধরনের জিনিসপত্র মজুত করে রাখা আছে। রাতে কাজও চলে সেখানে। কিন্তু রবিবার রাতে কাজ চলার সময় ব্রিজ তৈরির ঠিকাদার সংস্থার কর্মীদের মারধর করে লোহার রড, কর্মীদের মোবাইল মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ডাকাতির ঘটনা ঘটে। সোমবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ভাঙনখালি থেকে আলাউদ্দিন ওরফে আলাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজের অভিযোগ রয়েছে।

সুন্দরবনে ৫ বিধায়ক
আয়লা পরবর্তী সুন্দরবনের নদী বাঁধ সংস্কার-সহ সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বিধানসভার ‘এস্টিমেট কমিটি’র ৫ বিধায়ক প্রতিনিধি দল সুন্দরবনে আসেন। প্রতিনিধি দলে ছিলেন মালদার বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি, নদিয়ার বিধায়ক অবনী জোয়ারদার, দার্জিলিঙের বিধায়ক হড়কা বহাদুর ছেত্রী, জঙ্গীপুরের বিধায়ক সোহরাব আলি এবং গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরি বলেন, ‘‘বিধানসভায় ‘এস্টিমেট কমিটির’ পক্ষ থেকে আমরা সুন্দরবনে এসেছিলাম। মূলতঃ আয়লা পরবর্তী সুন্দরবনে নদী বাঁধ সংস্কার, ক্ষতিগ্রস্ত বাড়িঘর, পুকুর খনন, জমি থেকে নোনাজল বের করা থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়েছে। কিছু অনিয়ম চোখে পড়েছে। বিধানসভায় সেই রিপোর্টগুলি পেশ করব।”

হাবরায় লুঠপাট
এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে সোনা-রূপোর গয়না, কয়েক হাজার টাকা লুঠ করল দুষ্কৃতীরা। সোমবার বিকেলে হাবরার স্টাফ কোয়ার্টারের ঘটনা। সোমবার বিকেলে দুষ্কৃতীরা হানা দেয়। সেই সময়ে বাড়িতে কেউ ছিল না। পুলিশ জানিয়েছে, বাড়ির পিছনের দরজার তালা খুলে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল। সন্ধ্যায় সকলে বাড়ি ফিরলে বিষয়টি জানাজানি হয়।

গ্রেফতার ৪ দুষ্কৃতী
চার দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে হাবরার শ্যাম মার্কেটের পিছনের এলাকা থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত নয়ন দত্ত, দীনবন্ধু মণ্ডলের বাড়ি অশোকনগরের কাজলা এবং ভরকুণ্ডা এলাকায়। বাকি দু’জন বুবাই দাস এবং বিষ্ণু বিশ্বাস হাবরার কামারথুবা ও বনগাঁর খয়রামারি এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে এক রাউণ্ড গুলি-সহ একটি রিভলভার, ভোজালি, হাঁসুয়া, সাইকেলের চেন উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে ওই রাতে তারা ওই এলাকায় জড়ো হয়েছিল।

স্কুল ফুটবলে জয়ী রেড চিলি
হিঙ্গলগঞ্জের কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ‘রেড চিলি’ দল। ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় ‘ব্ল্যাক প্যান্থার’কে। একমাত্র গোলটি করে সিদ্দিক গাজি। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সুকেশ মুণ্ডা।

জয়দীপ কর্মকারকে সংবর্ধনা
তথ্য ও ছবি: বিতান ভট্টাচার্য।
অলিম্পিক থেকে ফেরার পরে ঝুলি ভরেছে অর্জুন পুরস্কারে। গত বছরই এই ফ্যাক্টরির ২৪ জন শ্যুটারকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। এ বার অলিম্পিকে চতুর্থ স্থান পাওয়া জয়দীপ কর্মকারকে মঙ্গলবার সংবর্ধনা দিলেন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি কর্তৃপক্ষ। এ দিন এখানে জাতীয় মানের একটি শ্যুটিং রেঞ্জ তৈরি করার কথাও জানান ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার নবীনকুমার সিংহ।

দু’টি দেহ উদ্ধার
বারুইপুর স্টেশনে ট্রেনের কামরায় মিলল অজ্ঞাতপরিচয় এক প্রৌঢ়ের দেহ। সোমবার, শিয়ালদহগামী নামখানা লোকালে। মৃতের পরনে ছিল লুঙ্গি ও জামা। মঙ্গলবার দিঘার হোটেলে মেলে বেলেঘাটার এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। পুলিশ জানায়, শঙ্কর দাস (৫৮) নামে ওই ব্যক্তি সোমবার একাই হোটেলে ওঠেন।

তোলাবাজ ধৃত
এক তোলাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকা থেকে কৌশিক নন্দীকে গ্রেফতার করা হয়। বাড়ি স্বরূপনগরের চারঘাটে।

চেক লোপাট
ব্যারাকপুর-২ ব্লকের বিলকান্দায় পঞ্চায়েত অফিস থেকে লক্ষাধিক টাকার দু’টি চেক উধাও। কারও গাফিলতি প্রমাণ হলে শাস্তি হবে বলে জানান মহকুমাশাসক।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.