টুকরো খবর
দলবদলের হিড়িক
মাস ছয়েক পরেই পঞ্চায়েত নির্বাচন। তবু দলবদল করে অনাস্থা এনে ক্ষমতা দখলের রাজনীতি বন্ধ হয়নি। সুতি-২ ব্লকের বাজিতপুর পঞ্চায়েতে মঙ্গলবার কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে অপসারিত হলেন আরএসপির প্রধান রাজেশ শেখ। এই নিয়ে গত চার বছরে চার-চার বার ক্ষমতার বদল ঘটল ওই পঞ্চায়েতে। ১৪ সদস্যের বাজিতপুর পঞ্চায়েতে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল ৬। অন্যদিকে আরএসপির ৫, সিপিএমের ২ ও ১ জন নির্দল সদস্য মিলে বোর্ড গঠন করে সেখানে। প্রধান হন আরএসপির রাজেশ শেখ। বছর খানেক যেতে না যেতেই সিপিএম ও আরএসপি সদস্যদের মধ্যে ৪ জন ও কংগ্রেসের ৪ সদস্যের সমর্থনে অনাস্থা এনে সরিয়ে দেন প্রধান রাজেশ শেখকে। নতুন প্রধান হন সিপিএমের ফেরামিন শেখ। কিছু দিন পর দলবদলের জটিল খেলায় আবার প্রধান পদে ফিরে আসেন রাজেশবাবু। মঙ্গলবার আবার তাঁকে সরিয়ে দিল কংগ্রেস ও দলত্যাগী ৪ বাম সদস্য মিলে। এ দিন প্রধানের অনাস্থার সমর্থনে ৮ জন হাজির ছিলেন। অনুপস্থিত ছিলেন প্রধান রাজেশ শেখ ও তাঁর সমর্থক ৬ সদস্য। সুতি-২ ব্লকের বিডিও প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, “৮-০ ভোটে প্রধান অপসারিত হয়েছেন।”

যুবককে গুলি করে হত্যার চেষ্টা
ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ উঠল পাড়ারই তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর রাত নাগাদ ঘটনাটি ঘটেছে রানাঘাট পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মহাপ্রভুপাড়ায়। পুলিশ জানায়, এ দিন ভোর রাতে এলাকার কয়েকজন দুষ্কৃতী লাল্টু চৌধুরির পায়ে গুলি করে। এরপর পরিবারের লোকজন তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে পরে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জখম ওই যুবক পাড়ারই তিন জনের বিরুদ্ধে রানাঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গুপি বিশ্বাস ও পাপ্পু কাপুড়িয়া নামে দু’জনকে গ্রেফতার করেছে। অপর এক জনের সন্ধানে তল্লাশি চলছে। গুলিবিদ্ধ লাল্টুবাবু বলেন,“এলাকায় অসামাজিক কাজের প্রতিবাদ করার জন্য ধৃতেরা খুনের চেষ্টা করে।”

তড়িদাহত হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম শান্তি সাহা (৫৮)। বড়ঞা থানার কল্যাণপুর-২ নম্বর অঞ্চলের ঝিকিরহাটী গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় বাড়িতে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুতের তারে শান্তিবাবুর হাত পড়ে। পরিবারের লোকজন তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান।

জলাশয়ে দেহ
জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম বিভাস ঘোষ (৪৩)। সালার থানার সোনারুদ্দি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে ওই ব্যক্তি ছিপ নিয়ে গ্রামেরই একটি জলাশয়ে মাছ ধরতে যান। এই সময় হঠাৎই তিনি পা পিছলে জলে পড়ে যান। তাতেই তাঁর মৃত্যু হয়েছে।

কর্মবিরতি
দূরপাল্লার একটি বাসের কর্মীদের মারধর করেছেন এক বাস মালিক। এমনই অভিযোগ তুলে মঙ্গলবার করিমপুর-কলকাতা ও করিমপুর-বর্ধমান রুটের মত দূরপাল্লার প্রায় ১১টি বাস বন্ধ রেখে কর্মবিরতি পালন হয়। করিমপুর দূরপাল্লা বাস শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষে পার্থসারথী নন্দী বলেন, ‘‘সোমবার বিকেলে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে করিমপুর কলকাতা রুটের একটি বাসের কর্মীদের মারধর করেন এক বাস মালিক। ঘটনাটি কোতয়ালি ও করিমপুর থানাকে জানিয়েছি।”

নতুন প্রধান
সোমবার তেহট্টের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের জ্যোর্তিময় সরকার। কংগ্রেস, তৃণমূল, নির্দল ও বিজেপি একজোট হয়ে ওই পঞ্চায়েতের প্রধান সিপিএমের আলম মিঞাকে অপসারণ করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.