ফের অশান্ত হয়ে উঠল তেহট্টের বেতাই বি আর অম্বেডকর কলেজ। মঙ্গলবার দিনভর দফায় দফায় বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। পরে আবার ওই দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে বেশ কয়েকজন আহতও হয় বলে অভিযোগ। দুই ছাত্র সংগঠনই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে।
এই ঘটনায় রীতিমত বিরক্ত কলেজ কর্তৃপক্ষের একাংশ। তাঁদের বক্তব্য, ছাত্র সংগঠনগুলি প্রায়ই কলেজে পঠন পাঠনের দাবি তুলে বিক্ষোভ, ঘেরাও চালাচ্ছে। এদিন কলেজে শারীরশিক্ষা বিভাগে ভর্তির কাউন্সেলিং ছিল। এ দিন সেই কাউন্সেলিং বাতিল হয়ে যায়। মঙ্গলবার কলেজে শারীরশিক্ষা বিভাগে আসন বাড়ানোর দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে বিক্ষোভ দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়ন্ত পাল বলেন, “শারীরশিক্ষা বিভাগে আসন বাড়ানোর দাবিতে এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে গিয়েছিল আমাদের ছেলেরা। সেই সময় আচমকা ছাত্র পরিষদের ছেলেরা কিছু বহিরাগতকে নিয়ে কলেজে ঢুকে আমাদের ছেলেদের মারধর করে। তিন জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।”
অন্য দিকে, নদিয়া জেলা ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন মণ্ডলের পাল্টা অভিযোগ, ‘‘আসন বাড়ানোর দাবি প্রথম তুলেছিলাম সোমবার। ওই একই দাবিতে বিক্ষোভও দেখিয়েছি। কবে বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকলাম? আমাদের দেখাদেখি ওই আসন বাড়ানোর দাবি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে এ দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরে ঢোকে। সেই ঘটনার প্রতিবাদ করাতে ওরাই তো আমাদের ছেলেদেরকে মারধর করেছে।” কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পঙ্কজ ভট্টাচার্য বলেন, “ছাত্র সংগঠনগুলো বারবার আসন বাড়ানোর দাবি তুলছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া কী করে আসন বাড়াব? কলেজে বহিরাগতদের ঢোকা নিয়ে একটা বিশৃঙ্খলাও তৈরি হয়। পরে অবশ্য পুলিশ এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।” |