টুকরো খবর |
হলদিয়ায় বোর্ড-মিটিং
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
অবশেষে আজ, বুধবার বামফ্রন্ট পরিচালিত হলদিয়া পুরবোর্ডের উন্নয়ন সংক্রান্ত প্রথম ‘বোর্ড-মিটিং’ হতে চলেছে। যদিও পুরসভা কার্যবিধি অনুযায়ী এটি নির্বাচনের পরে তৃতীয় বোর্ড মিটিং। ৩ জুন পুর-নির্বাচনের পরে ২৬ জুন শপথ গ্রহণ অনুষ্ঠানই ছিল প্রথম বোর্ড-মিটিং। এর পর ২৩ জুলাই দ্বিতীয় বোর্ড-মিটিংটি ভেস্তে যায় বিরোধী তৃণমূল কাউন্সিলরদের বিক্ষোভের জেরে। এ বার অবশ্য কোনও বিরোধিতা নয়, বৈঠকে উপস্থিত থাকার কথাই জানিয়েছেন বিরোধী দলনেতা তথা তৃণমূলের কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল। তবুও বিগত অভিজ্ঞতা মাথায় রেখে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পুরকর্তৃপক্ষ। উপপুরপ্রধান নারায়ণ প্রামাণিক বলেন, “আশা করছি সুষ্ঠু ভাবেই বোর্ড মিটিং হবে। জেলা পুলিশ-প্রশাসনের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছি।” হলদিয়া পুরসভার সবচেয়ে বড় সমস্যা পানীয় জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা। পুরসভায় চতুর্থ বারের জন্য ক্ষমতা দখলের পর পানীয় জলের সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছিলেন পুরপ্রধান তমালিকাদেবী। এ দিনের বোর্ড-মিটিংয়েও এই জলের সমস্যা নিয়েই মূলত আলোচনা হবে বলে খবর। টাইমকলের নতুন সংযোগ নয়, আপাতত টিউবওয়েল বসিয়েই জল সমস্যা মোকাবিলা করার কথা ভাবা হচ্ছে। যে সমস্ত এলাকায় জলসঙ্কট রয়েছে, সেখানে নতুন টিউবয়েল বসানো হবে। এ ছাড়াও অর্থ, স্বাস্থ্য, গৃহ, জল-সহ পুরসভার প্রায় ১০টি স্ট্যান্ডিং কমিটি নতুন ভাবে গঠন করে বিল পাশ করা হবে এই বৈঠকে।
|
বধূকে পিটিয়ে খুন, ধৃত স্বামী
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পণের দাবিতে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। ঘটনার প্রায় পাঁচ মাস পরে ‘পলাতক’ স্বামীকে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।. ধৃতের নাম অতনু সামন্ত। মঙ্গলবার সকালে তাঁকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার সরিপুর গ্রাম থেকে গ্রেফতার করার পরে তমলুক আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। চণ্ডীপুরের মাজনাবেড়িয়া গ্রামের মেয়ে মঞ্জুরীর সঙ্গে সরিপুর গ্রামের যুবক অতনুর বছর তিনেক আগে বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের পর আরও পণের দাবিতে মঞ্জুরীর উপর অত্যাচার চালাতেন স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন। গত এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা মঞ্জুরীকে শ্বশুরবাড়ির লোকজন ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। ২৫ এপ্রিল তমলুক জেলা হাসপাতালে মঞ্জুরীর মৃত্যু হয়। এরপরেই স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করেন মঞ্জুশ্রীর বাপের বাড়ির লোকজন। খবর পেয়ে পালিয়ে যান শ্বশুরবাড়ির সকলে।
|
পূর্বের ছয় শিক্ষককে ‘শিক্ষারত্ন’
নিজস্ব সংবাদদাতা • এগরা |
জাতীয় শিক্ষক দিবসে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পূর্ব মেদিনীপুর জেলার ছ’জন শিক্ষককে ‘শিক্ষারত্ন’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। আজ, বুধবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠান। সম্মান প্রাপকদের তালিকায় রয়েছেন এগরার নেগুয়া সুন্দরনারায়ণ হাইস্কুলের প্রধানশিক্ষক শিবশঙ্কর মহাপাত্র, রামনগরের মান্দারপুর হাই মাদ্রাসার সহ-শিক্ষক হাবিবুর রহমান, ভূপতিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অশ্বিনীকুমার খাটুয়া, নন্দীগ্রাম গুমগড় হাইমাদ্রাসার সহ-শিক্ষক শেখ মহম্মদ মহসীন, ময়না দক্ষিণ আনুখা মোক্ষদা বিদ্যাভবনের সহ-প্রধানশিক্ষক সুবলচন্দ্র পাল ও নন্দকুমারের ঠেকুয়াচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক গোলোকবিহারী জানা।
|
স্কুল-কলেজ ছাইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়িতে। সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হলদিয়ার দুর্গাচকের ডি-ব্লকে। মৃতের নাম কিরণময় ভুঁইয়া (১৯)। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের প্রথম বর্ষের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কিরণময়। এ দিন কলেজ থেকে বাড়ি ফিরে কিছু না-খেয়েই পড়াশুনোর নাম করে দোতলায় নিজের ঘরে চলে যান কিরণময়। রাতে খাওয়ার সময় মা সুতপাদেবী ডেকেও সাড়া না পেয়ে উপরে যান। ঘরের মধ্যে কিরণময়ের দেহ ঝুলতে দেখে তড়িঘড়ি করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। সেখানে চিকিৎসকেরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে ওই ছাত্র আত্মঘাতী হয়েছে বলেই মনে করছে পুলিশ। তবে, কোনও ‘সুইসাইড নোট’ পায়নি যায়নি।
|
গুলিবিদ্ধ চিকিৎসক
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
চেম্বারে ঢুকে চিকিৎসককে গুলি করে চম্পট দিল এক আততায়ী। মঙ্গলবার সন্ধ্যায় জামবনির পড়িহাটি চকে ঘটনাটি ঘটে। স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবলু নামে বছর পঞ্চাশের ওই গ্রামীণ চিকিৎসক তাঁর বাড়ির লাগোয়া চেম্বারে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আচমকা আগ্নেয়াস্ত্র হাতে এক যুবক চেম্বারে ঢুকে স্বপনবাবুর উপর চড়াও হয়। ধস্তাধস্তির পরে স্বপনবাবুকে লক্ষ করে পরপর দু’টি গুলি করে ওই যুবক। স্বপনবাবুর জামার বুক পকেটে মোবাইল ছিল। প্রথম গুলিতে মোবাইলটি ফেটে যায়। দ্বিতীয় গুলিটি স্বপনবাবুর ডানদিকের তলপেটে লাগে। গুলির আওয়াজে চেম্বার লাগোয়া অন্য ঘর থেকে ছুটে আসেন স্বপনবাবুর স্ত্রী ও ছেলে। হামলাকারী যুবক তখন সাইকেলে চেপে চম্পট দেয়। গুরুতর জখম স্বপনবাবুকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলাকারীকে স্বপনবাবু ও তাঁর পরিজনেরা চিনতে পেরেছেন বলে পুলিশ জানিয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত শত্রুতার জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।
|
হুমকি দেওয়ার অভিযোগ, আটক ২
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পণ্য পরিবহণের জন্য অতিরিক্ত টাকা চাওয়া ও হুমকি দেওয়ার অভিযোগে হলদিয়ায় তৃণমূল ‘ঘনিষ্ঠ’ একটি ট্রাক মালিক সংগঠনের সম্পাদক-সহ দু’জনকে আটক করল পুলিশ। অভিযোগ, গিরিশমোড়ের বাসিন্দা উৎপল জানা ও শুভম জানা ‘শিল্পনগরী ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন’ নামে একটি সংগঠন গড়ে হলদিয়া পেট্রোকেমিক্যাল থেকে পণ্য বহনে অতিরিক্ত টাকা দাবি করছিলেন। এ ছাড়াও ওই সংগঠন বাদে অন্য কোনও পরিবহণ সংস্থা থেকে ট্রাক নেওয়া যাবে না, নিলে সংগঠনে ২০০ টাকা চাঁদা দিতে হবে বলে ফোনে সংশ্লিষ্ট অনেককেই হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ। রাতে পুলিশের কাছে এই নিয়ে অভিযোগ জানায় কয়েকটি পরিবহণ সংস্থা। তার ভিত্তিতেই ভবানীপুর থানার পুলিশ মঙ্গলবার দু’জনকে আটক করে। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক অমিতাভ মাইতি জানান, “ফোনে হুমকি দেওয়ার অভিযোগে আটক করে আনা হয়েছে ওই দু’জনকে।”
|
বধূকে খুনের চেষ্টার নালিশ, ধৃত শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বধূকে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগে শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। তমলুক থানার নিমতৌড়ি গ্রামের বধূ লক্ষ্মী ভুঁইয়া গত শনিবার অগ্নিদগ্ধ অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি হন। ওই বধূর অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর শাশুড়ি কল্পনা ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তমলুক শহরের স্টিমারঘাট এলাকার লক্ষ্মীর সঙ্গে নুন্নান গ্রামের যুবক গোবিন্দ ভুঁইয়ার বিয়ে হয়েছিল। মা, স্ত্রীকে নিয়ে নিমতৌড়িতে এক আত্মীয়ের বাড়িতে থাকতেন গোবিন্দ। গত শনিবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় লক্ষ্মীকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করেন শাশুড়ি ও প্রতিবেশীরা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বধূ পুলিশের কাছে শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করেন।
|
দিঘার হোটেলে প্রৌঢ়ের দেহ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
দিঘার হোটেলে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার হল মঙ্গলবার। মৃত শঙ্কর দাসের বাড়ি (৫৮) বেলেঘাটার সিআইটি রোড এলাকায়। শঙ্করবাবু সোমবারই নিউদিঘার একটি হোটেলে ওঠেন। মঙ্গলবার সকালে তাঁর কোনও সাড়াশব্দ না-পেয়ে হোটেলের কর্মীরা ডাকাডাকি শুরু করেন। পরে ঘরের মধ্যে তাঁর দেহটি ঝুলতে দেখে দিঘা থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ও ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তদন্ত চলছে। |
|