|
|
|
|
নারায়ণগড়ে তৃণমূলের দ্বন্দ্ব, একই দাবিতে দু’টি মিছিল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুর, গড়বেতার ‘হাওয়া’ নারায়ণগড়ে। ব্লক সভাপতি পাল্টেছে। তবে তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্ব মেটেনি।
সোমবার বিভিন্ন দাবিতে বেলদায় মিছিল করেছিল তৃণমূল। নেতৃত্বে ছিলেন দলের প্রাক্তন ব্লক সভাপতি সূর্য অট্ট। আর মঙ্গলবার সেই একই দাবিতে বেলদাতেই মিছিল করল তৃণমূল। নেতৃত্বে ছিলেন দলের নতুন ব্লক সভাপতি মিহির চন্দ। মঙ্গলবারের মিছিলে পা মিলিয়েছেন দলের জেলা সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ। পরপর দু’দিন দলেরই দুই গোষ্ঠীর মিছিল নিয়ে তৃণমূলের অন্দরেই নানা প্রশ্ন উঠছে। দলেরই একাংশ কর্মীর বক্তব্য, “মানুষের কাছে কী বার্তা পৌঁছচ্ছে? এতে কি দলের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে?”
দলীয় সূত্রে খবর, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত মিশ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে প্রথমে মিছিলের কর্মসূচি নিয়েছিল তৃণমূলের ‘ক্ষমতাসীন’ গোষ্ঠীই। |
|
বৃষ্টি মাথায় মিছিল মিহির চন্দদের। —নিজস্ব চিত্র। |
সপ্তাহ খানেক আগে সূর্য অট্টকে সরিয়ে দলের নারায়ণগড় ব্লক সভাপতি করা হয়েছে মিহির চন্দকে। তিনিই জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে মঙ্গলবার এই মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পাল্টা মিছিলের সিদ্ধান্ত নেয় ‘বিক্ষুব্ধ’ গোষ্ঠী। তাদের নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন ব্লক সভাপতি সূর্য অট্ট। তাঁর নেতৃত্বে সোমবার বেলদায় মিছিল হয়েছিল। দলের নতুন ব্লক সভাপতি অবশ্য বলেন, “শুরুতে আমরাই মিছিল করার সিদ্ধান্ত নিই। সোমবারও বেলদায় মিছিল হয়েছে বলে শুনেছি। তবে আমাকে কিছু জানানো হয়নি। হাতে তৃণমূলের ঝান্ডা থাকলেই তো আর তৃণমূল করা যায় না।”
তৃণমূলের মিছিল-পাল্টা মিছিল নিয়ে সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত’র প্রতিক্রিয়া, “মিছিল করা মানুষের গণতান্ত্রিক অধিকার। এ নিয়ে আমি আর কী বলব? তবে জীবন-জীবিকার প্রশ্ন ছাড়া ঘনঘন মিছিল হলে তা মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে ওঠে।” এর পর কী তাহলে সিপিএমেরও মিছিল হবে? দলের জোনাল সম্পাদক বলেন, “আপাতত আমাদের এমন কোনও কর্মসূচি নেই।” |
|
|
|
|
|