টুকরো খবর |
টাকা তছরুপে অভিযুক্ত প্রধান
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ ৪০ হাজার টাকা নয়ছয়ের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন-১ ব্লকের সিপিএম পরিচালিত আলিকষা গ্রাম পঞ্চায়েতে। প্রধান ফণীন্দ্রনাথ দে-র বিরুদ্ধে দাঁতন থানায় এফআইআর করেছেন বিডিও জ্যোতি ঘোষ। প্রশাসন সূত্রে খবর, আলিকষা পঞ্চায়েতের দেউলি বুথের মার্কণ্ডপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর তৈরির জন্য প্রায় চল্লিশ হাজার টাকা বরাদ্দ করেছিল পঞ্চায়েত। ২০০৯ সালে ওই কাজের বরাত পাওয়া ঠিকাদার ঘর তৈরির সরঞ্জাম জড়ো করেন। যদিও সেই কাজ শুরু আগেই জেলা পরিষদ থেকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর, রান্নাঘর ও শৌচাগার তৈরির জন্য প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ করার চিঠি পাঠানো হয় পঞ্চায়েত সমিতিতে। ওই বছরই জেলা পরিষদের ঠিকাদার অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির কাজ শেষ করেন। কিন্তু পঞ্চায়েতে বরাদ্দ ৪০ হাজার টাকার কী হল, তার হিসাব পাওয়া যায়নি। এই নিয়ে ২০১০ সালে সিপিএম প্রধানের বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে আন্দোলন শুরু করে তৃণমূল। চলতি বছর পঞ্চায়েত প্রধানের বাড়িতে তৃণমূলের লোকেরা হামলা চালায় বলে অভিযোগ। প্রধান তছরুপের অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, পদত্যাগ করার চিঠি পাঠান বিডিওকে। এ দিকে অর্থ তছরুপের অভিযোগে প্রধানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে পঞ্চায়েতে তালা ঝোলায় তৃণমূল। এরপর তদন্তে নামে ব্লক প্রশাসন। তৃণমূল নেতা বিক্রম প্রধান ও প্রতুল দাস বলেন, “পঞ্চায়েত সমিতি সিপিএম পরিচালিত হওয়ায় ব্লক প্রশাসন তদন্ত করাচ্ছিল না। আমাদের আন্দোলনে বাধ্য হয়েই প্রশাসন তদন্তে নামে।” সিপিএমের দাঁতন জোনাল কমিটির সম্পাদক অনিল পট্টনায়ক বলেন, “তৃণমূলের রাজনৈতিক চাপের কাছে প্রশাসন নতি স্বীকার করে এফআরআই করেছে।” বিডিও বলেন, ‘‘ব্লকের প্রশাসনিক তদন্তে প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। খড়্গপুরের পূর্বতন মহকুমাশাসক সুদত্ত চৌধুরীর নির্দেশে থানায় অভিযোগ দায়ের করা হয়।”
|
‘ধর্ষকদের’ আশ্রয়, ধৃত এক বেলদায়
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘ধর্ষকদের’ বাড়িতে আশ্রয় দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সন্তোষ সিংহ বেলদা থানার পলাশি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতেই এই গ্রেফতার। মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার বেলদা থানায় লিখিত অভিযোগে এক বধূ জানান, ৩ ব্যক্তি তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। পলাশি গ্রামে সন্তোষ সিংহের বাড়িতে তাঁকে ধর্ষণ করা হয়েছে। ওই মহিলার শ্বশুরবাড়ি সাঁকরাইল থানার ধানঘোরিতে। তবে কয়েক মাস হল তিনি সাঁকরাইল থানারই বিষ্ণুপুরে বাপের বাড়িতে ছিলেন। মহিলার বক্তব্য, ঘটনাটি ৩১ অগস্টের। ওই দিন তপন দোলুই, মাধব দোলুই ও শ্যামাপদ প্রধান বলেন, তাঁর নামে ইন্দিরা আবাসের ঘর বরাদ্দ হয়েছে। পঞ্চায়েত অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরলেও পঞ্চায়েত অফিসে না নিয়ে গিয়ে তাঁকে পলাশি গ্রামে নিয়ে আসা হয়। এও জানানো হয়, কেউ পরিচয় জিজ্ঞেস করলে ওই মহিলা যেন নিজেকে তপন দোলুইয়ের স্ত্রী বলে পরিচয় দেন। ওই রাতেই তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশে লিখিত অভিযোগ জানান ওই বধূ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই ৩ জন মহিলার পূর্ব-পরিচিতি। তাঁরা সন্তোষ সিংহেরও পরিচিত। ধৃতকে মঙ্গলবার দুপুরে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। ১৮ সেপ্টেম্বর ফের তাঁকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে।
|
দেড় সপ্তাহ ধরে নিখোঁজ শহরের ২ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
দীপু সোম |
|
বিশ্বজিৎ সিংহ |
প্রায় দেড় সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মেদিনীপুর শহরের দুই ছাত্রের। ঘটনায় উদ্বিগ্ন তাদের পরিবার। পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই ছাত্রের খোঁজ চলছে। মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় বাড়ি দীপু সোম ও বিশ্বজিৎ সিংহের। গত ২৪ অগস্ট থেকে এদের কোনও খোঁজ মিলছে না। ওই দিন সন্ধ্যায় টিউশনে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় দু’জনেই। রাতে কেউই আর বাড়ি ফিরে আসেনি। দীপু মেদিনীপুর টাউন স্কুলের দশম শ্রেণির ছাত্র। বিশ্বজিৎ মেদিনীপুর কলেজিয়েট স্কুলের নবম শ্রেণিতে পড়ে। একই এলাকায় বাড়ি। সেই সূত্রেই বন্ধুত্ব। পুলিশ সূত্রে খবর, মেদিনীপুর স্টেশন সংলগ্ন সাইকেল স্ট্যান্ড থেকে দু’জনের সাইকেল মিলেছে। এ থেকেই পুলিশের অনুমান, দুই বন্ধু ট্রেনে করে কোথাও পালিয়ে গিয়েছে। দীপুর বাবা প্রশান্ত সোম বলেন, “প্রায় দেড় সপ্তাহ হয়ে গেল। এখনও ছেলের কোনও খোঁজ নেই। আমরা দুশ্চিন্তায় আছি।”
|
হাসপাতাল থেকে হোমে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
হাসপাতালে চার অনাথ শিশু। |
এতদিন হাসপাতালের নার্স-স্বাস্থ্যকর্মীরাই দেখভাল করছিলেন। এ বার পাঠানো হল হোমে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠাঁই মেলা এই ৪ জন শিশুর মধ্যে দু’জন মেয়ে। এদের বাবা-মায়ের খোঁজ মেলেনি। বিষয়টি জানিয়ে ‘চাইল্ড ওয়েলফেয়ার কমিটি’র চেয়ারপার্সন উত্তরা সিংহের কাছে চিঠি পাঠিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ৪ শিশুকে যাতে হোমে পাঠানোর ব্যবস্থা করা যায়, সেই আবেদন রাখা হয়েছিল। আবেদনে সাড়া দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। মঙ্গলবার এক স্বেচ্ছাসেবী সংস্থা মারফত ৪ শিশুকে মানিকপাড়ার এক হোমে পাঠানো হয়েছে। উত্তরাদেবী বলেন, “চিঠি পাওয়ার পরই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।”
|
ফের ছাত্র সংঘর্ষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জোট শরিকের ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ চলছেই। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর কমার্স কলেজ ক্যাম্পাসের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও ছাত্র পরিষদ (সিপি)। সিপি’র দাবি, তৃণমূলের ‘বহিরাগত’রা তাদের ৪ জন কর্মীকে মারধর করেছে। সংগঠনের জেলা সভাপতি মহম্মদ সইফুল বলেন, “ক্যাম্পাসের মধ্যেই আমাদের কর্মীদের মারধর করা হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে কলেজ ক্যাম্পাসগুলোর পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। টিএমসিপি’র জন্যই এই অবস্থা।” অভিযোগ উড়িয়ে টিএমসিপি’র জেলা চেয়ারম্যান রমাপ্রসাদ গিরি বলেন,“কমার্স কলেজে আমাদের কর্মীদেরই মারধর করা হচ্ছে। মঙ্গলবারও মারধর করা হয়েছে। আত্মরক্ষার জন্য প্রতিরোধ হবেই।” পুলিশ জানিয়েছে, একটা গোলমাল হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
|
সংবর্ধনা সভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
রবিবার খড়্গপুর শহরের ডিভিসি বাজারে আয়োজিত হল সংবর্ধনা সভা। ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভায় সংবর্ধনা জানানো হয় সাইকেলে ভারত ভ্রমণকারী স্থানীয় যুবক সন্তু দাসকে। সভায় উপস্থিত ছিলেন, মুনমুন চৌধুরী, অপূর্ব ঘোষ, চন্দন সিংহ, ঝুন্না যাদব প্রমুখ ব্যক্তিত্ব। সম্প্রতি সন্তুবাবু সাইকেলে ভারতবর্ষের ৯টি রাজ্য ছুঁয়ে ৪৪৬৫ কিলোমিটার পথ পরিক্রমণ করেছেন। বিবেকানন্দের আদর্শকে যুবসমাজে তুলে ধরতে ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতি জেলায় সাইকেলে ভ্রমণ শুরুর পরিকল্পনার কথা জানান তিনি।
|
প্রশিক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল-কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে এনসিসি’র প্রশিক্ষণ শিবির চলছে পিংলার ধনেশ্বরপুর হাইস্কুলে। ২৭ অগস্ট শুরু হওয়া শিবির চলবে আজ, বুধবার পর্যন্ত। উপস্থিত রয়েছেন কর্নেল এস কে নিরঞ্জন। তিনিই এই ক্যাম্পের কমান্ড্যান্ট। রয়েছেন ৭ জন অফিসারও। অফিসারদের পক্ষে শম্ভুনাথ মুখোপাধ্যায় জানান, ক্যাম্প উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা হয়েছে। পদযাত্রা থেকে কন্যাভ্রুণ হত্যা, মাদকদ্রব্য কেনাবেচার বিরুদ্ধে প্রচার চালানো হয়েছে।
|
‘দুর্নীতি’, তালাবন্দি শিক্ষকেরা
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষক-সহ অন্য শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন পরিচালন সমিতির তৃণমূল প্রভাবিত সদস্যেরা। মঙ্গলবার দাঁতন ২ ব্লকের ব্রাহ্মণখালিয়া স্বরূপানন্দ আদর্শ বিদ্যাপীঠে দুপুর দেড়টা থেকে চারটে পর্যন্ত তালা ঝুলিয়ে রাখার পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। স্কুল পরিচালন সমিতির সম্পাদক শেখ মোমিন আলি, সভাপতি নরেন্দ্রনাথ জানা, তৃণমূল নেতা প্রদীপ সাউদের অভিযোগ, “প্রধান শিক্ষকের জন্য স্কুলে দুর্নীতি হচ্ছে। নিয়মিত মিড-ডে মিল দেওয়া হয় না, স্কুলে পঠনপাঠনও ঠিকমতো হয় না।” স্কুলের প্রধান শিক্ষক মিহিরকুমার প্রধান অবশ্য বলেন, “অভিযোগ ভিত্তিহীন। আমি কাজে স্বচ্ছতা রাখতে চাইছি বলেই এই বিপত্তি।”
|
জিতল তৃণমূল |
বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের তিনটি সমবায় সমিতিতে জিতল তৃণমূল। নীলদা পঞ্চায়তের বোড়াই সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সাউটিয়া পঞ্চায়েতের পশ্চিম অরুয়াঁ সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও শিয়ালসাই সমবায় কৃষি উন্নয়ন সমিতি বরাবরই বামেদের দখলে ছিল। তিনটিতেই এ বার প্রার্থী দিতে পারেনি বামেরা। |
|