তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হল হাওড়ার জয়পুরের উত্তর ঘোড়াবেড়িয়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কালীপদ সামন্তকে। সোমবার বিকেলে স্কুল ছুটির পরে ওই ছাত্রীকে প্রধান শিক্ষক স্কুলে থেকে যেতে বলেন বলে দাবি করেছেন তার অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, বাকি ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা চলে গেলে প্রধান শিক্ষক ওই ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করেন। সন্ধ্যায় বাড়ি ফিরে ছাত্রীটি সব কথা জানায় বলে তার মায়ের দাবি। মঙ্গলবার কয়েকশো গ্রামবাসীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর অভিভাবকেরা স্কুলে হাজির হয়ে প্রধান শিক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। গ্রামবাসীদের সঙ্গে ছিলেন আরও কয়েক জন অভিভাবক। তাঁরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ তোলেন। বিক্ষোভের জেরে পঠনপাঠন বন্ধ হয়ে যায়। প্রধান শিক্ষককে মহিলারা মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে ভাটোরা তদন্ত কেন্দ্র থেকে পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। পরে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীর অভিভাবকের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ প্রধান শিক্ষককে গ্রেফতার করে।
|
অষ্টম শ্রেণির এক ছাত্রের নিখোঁজ হওয়াকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। গত রবিবার বিকেলে গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন ইটভাটা এলাকার বাসিন্দা সম্রাট হোসেন বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগে জানানো হয়েছে, সোমবার থেকে তার মায়ের কাছে ছেলের জন্য দেড় লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে একাধিক ফোন এসেছে। টাকা দেওয়ার জন্য দু’দিন সময়ও দেওয়া হয়েছে। কিন্তু কোথায় কী ভাবে সেই টাকা দিতে হবে তা বলা হয়নি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। ছেলেটির বাবা দিলবর হোসেন ফল বিক্রি করেন। এত টাকা মুক্তিপণ শুনে তিনি দুশ্চিন্তায় ভুগছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, ছেলে নিখোঁজ হওয়ার পরে তিনি দেখেন বাড়িতে রাখা ১৬ হাজার টাকা উধাও। ছেলে কোনও দুষ্টচক্রের খপ্পরে পড়েছে বলে তাঁর সন্দেহ। সম্রাটের মা জরিনা বেগম বলেন, “প্রথম বার মুক্তিপণ চেয়ে যখন ফোন আসে, তখন ছেলে শুধু দু’বার ‘মা’ বলে। তার পর থেকে ফোনে অন্যের কণ্ঠস্বর পাচ্ছি।”
|
কামারপুকুর বিবেকানন্দ যুবক সঙ্ঘের পরিচালনায় একটি আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হল সোমবার থেকে। মেলাতলা মাঠে খেলাটির উদ্বোধন করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিশ্বনাথানন্দ। প্রথম দিনের খেলায় সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয় ২-০ গোলে হারিয়ে দেয় একলক্ষী উচ্চ বিদ্যালয়কে। প্রতিযোগিতা এ বার ৩৫ বছরে পড়ল।
|
আরামবাগ মহকুমা সুপার লিগ ফুটবলে ‘এ’ গ্রুপে মঙ্গলবার দক্ষিণ রসুলপুর নেতাজি সুভাষ সঙ্ঘ ৪-০ গোলে হারিয়ে দেয় রাগপুর সবুজ সঙ্ঘকে। হ্যাটট্রিক করেন বাসুদেব বেরা। ‘বি’ গ্রুপে সোমবার বাজুয়া সারদাময়ী সেবা সঙ্ঘ ২-০ গোলে হারিয়ে দেয় চাঁদপুর উদীয়মান কিশোর সঙ্ঘকে।
|
বালির পশ্চিম শান্তিনগরের কুমিল্লাপাড়ায় মঙ্গলবার একটি টালির বাড়িতে আগুন লাগে। দমকলের দু’টি ইঞ্জিন যায়। তবে তার আগে স্থানীয়েরাই আগুন নেভান। দমকল জানায়, চা তৈরির জন্য গ্যাস জ্বালাতেই আগুন ধরে যায়।
|