টুকরো খবর |
ছাত্র মাত্র ২, বন্ধ হল প্রাথমিক স্কুল
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ছাত্রাভাবে বন্ধ হয়ে গেল কালনা শহরের জনকল্যাণ প্রাথমিক বিদ্যালয়। মাত্র দু’জন ছাত্র সম্প্রতি পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শকের করণের তরফে থাকায় এই স্কুলটি বন্ধ করে দেওয়া হয়। বাসিন্দারা জানান, শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ঘটকপাড়া এলাকায় স্কুলটি তৈরি হয় ১৯৬১ সালে। ২০০৯ সালে স্কুলটির নতুন ভবন তৈরি হয়েছিল নিমতলা মাঠ এলাকায়। নতুন ভবনটির দ্বারোদঘাটন করেন তৎকালীন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সইদুল হক। কিন্তু স্থান পরিবর্তনের পর থেকেই পড়ুয়ার সংখ্যা কমতে থাকে বলে দাবি বাসিন্দাদের। চলতি শিক্ষাবর্ষে স্কুলটিতে পড়ুয়ার সংখ্যা কমে দাঁড়ায় দু’জনে। এই পরিস্থিতিতে স্কুলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। |
|
এই স্কুলটিই বন্ধ করে দেওয়া হয়। —নিজস্ব চিত্র। |
স্কুলটিতে কর্মরত এক শিক্ষক ও এক শিক্ষিকাকে অন্যত্র বদলি করে দেওয়া হয়। বাসিন্দাদের দাবি, প্রথমে স্কুলটি যেখানে ছিল, সেখানে বহু নিম্ন মধ্যবিত্ত মানুষজনের বসবাস ছিল। তাঁদের কাছে সরকারি স্কুলে ছেলেমেয়েদের ভর্তি করানোর প্রবণতাও ছিল বেশি। নিমতলা মাঠ এলাকায় স্কুলের নতুন ভবন তৈরি হওয়ার পর থেকেই দূরত্বের কারণে পড়ুয়ারা স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তারা অন্য স্কুলে ভর্তি হতে থাকে। স্থানীয় বাসিন্দা দেবনারায়ণ নাথের দাবি, “স্কুলটি আগের জায়গায় থাকলে এমন পরিস্থিতি হত না।” কালনা পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখোপাধ্যায় বলেন, “মাত্র দু’জন পড়ুয়া থাকায় স্কুলটিকে আর চালানো সম্ভব হয়নি। যে দু’জন পড়ুয়া ছিল, তাদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করা হয়েছে। আপাতত স্কুলটি বন্ধ রাখা হয়েছে।”
|
এনটিপিসি-ই জমি কিনে নিক, ফের চিঠি রাজ্যের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অধিগ্রহণ নয়। কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য এনটিপিসি-কেই সরাসরি জমি কিনে নিতে হবে বলে আবার চিঠি দিয়ে জানিয়ে দিল রাজ্য সরকার। ওই প্রকল্পের জন্য সরকার আর কোনও জমি অধিগ্রহণ করবে না বলে ওই চিঠিতে এনটিপিসি-কর্তৃপক্ষকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে বলে মহাকরণ সূত্রের খবর। সম্প্রতি এনটিপিসি-র পক্ষ থেকে রাজ্যকে চিঠি লিখে জানানো হয়, কাটোয়া প্রকল্পের জন্য বাড়তি ৫১৫ একরের মতো জমি প্রয়োজন। সেই জমি রাজ্য সরকারই অধিগ্রহণ করে দিক। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সর্বসম্মতিক্রমে সরকার যদি এক লপ্তে ওই জমি অধিগ্রহণ করে দেয়, সে-ক্ষেত্রে প্রকল্পের কাজও দ্রুত শুরু করা যাবে বলে সংস্থা-কর্তাদের যুক্তি। এনটিপিসি-র সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই রাজ্যের বিদ্যুৎ দফতর চিঠি পাঠিয়ে জানিয়েছে স জমি কিনে নিক এনটিপিসি-ই। কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য পূর্বতন বামফ্রন্ট সরকার প্রায় ৫৫৬ একর জমি অধিগ্রহণ করেছিল। ১৬০০ মেগাওয়াটের ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজন আরও প্রায় ৫১৫ এক জমি। কিন্তু রাজ্যে নতুন সরকার আসার পরে এনটিপিসি-কর্তাদের প্রথমেই জানিয়ে দেওয়া হয়, কাটোয়ায় আর কোনও জমি অধিগ্রহণ করা হবে না। জমি-মালিকদের সঙ্গে কথা বলে সংস্থাকেই সরাসরি জমি কিনে নিতে হবে। এনটিপিসি কাটোয়ায় জমি কিনে নেওয়ার জন্য বাসিন্দাদের সঙ্গে আলোচনাও শুরু করে। কিন্তু সংস্থার পরিচালন পর্ষদের অনুমোদন না-মেলায় তারা জমির আশায় ফের রাজ্যেরই দ্বারস্থ হয়েছিল।
|
বধূকে খুনের নালিশ পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
এক মহিলাকে খুন করে তাঁর মৃতদেহ পাচারের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। পূর্বস্থলী ২ ব্লকের নিমদহ পঞ্চায়েতের উমুরা গ্রামের ঘটনা। সোমবার রাতে ওই মহিলা রুমা দাসের (২৩) মা স্বপ্না দাসের অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানার পুলিশ একটি খুনের মামলা দায়ের করে। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত গ্রেফতার হননি কেউই। অভিযোগে স্বপ্নাদেবী জানান, বছর চারেক আগে উমরা গ্রামের প্রদীপ দাসের সঙ্গে বিয়ে হয় রুমাদেবীর। বিয়েতে দেওয়া যৌতুক পছন্দ না হওয়ায় বছর ঘুরতে না ঘুরতেই আরও পণ চেয়ে মেয়ের উপর শ্বশুরবাড়ির লোকেরা অত্যাচার শুরু করে বলে দাবি করেন তিনি। তিনি জানান, রবিবার সকালে মেয়ের শ্বশুর বছর আড়াইয়ের নাতিকে রেখে যায়। কিছুক্ষণ পরে ফিরে এসে জানায় যে মেয়ে অসুস্থ, চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই সেই ডাক্তারের কাছে গিয়ে মেয়ের নিথর দেহ দেখতে পান তিনি। এর পরেই গ্রামের সুভাষ পাল, গৌতম দাস, স্বপন দেবনাথ-সহ কয়েকজন তাঁর মেয়ের দেহ নিয়ে চলে যায় এবং তা পুড়িয়েও দেওয়া হয় বলে তাঁর অভিযোগ। স্বপ্নাদেবীর দাবি, খুনের প্রমাণ লোপ করতেই দেহ নিয়ে চলে যাওয়া হয়। উমুরা গ্রামেই থাকেন নিমদহ পঞ্চায়েতের প্রধান মিহির দাস। তিনি বলেন, “রবিবার কিছু জানতে পারিনি। সোমবার ওই মহিলার মা কান্নায় ভেঙে পড়ে বিষয়টি জানান। তখন পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাঁকে।” মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “এই ঘটনায় ময়না-তদন্তের রিপোর্ট অত্যন্ত জরুরি ছিল। তবে অভিযোগ জমা পরার পরে একটি খুনের মামলা দায়ের করা হয়েছে।”
|
গাড়ি আটক, ধৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ছিনতাই হওয়া গাড়ি আটক করল বর্ধমান থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রামু সাউ ও সঞ্জয় সাহানি। রামুর বাড়ি ঝাড়খণ্ডের মজফ্ফরপুরে ও সঞ্জয়ের বাড়ি স্থানীয় মিনাপুরে। সোমবার সন্ধ্যায় শক্তিগড় ফাঁড়ি এলাকার বড়শূল থেকে গাড়িটি আটক করা হয়। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, সোমবার বিকেলে বড়নীলপুর থেকে বড়শূল যাওয়ার নাম করে একটি ট্রাভেল কোম্পানির গাড়ি ভাড়া করে চার ব্যক্তি। পরে ওই গাড়ির চালককে জোর করে শক্তিগড়ে নামিয়ে দেওয়া হয়। |
|
থানায় ধৃতেরা। —নিজস্ব চিত্র। |
চালক রাজু রায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাটির কথা জানালে তাঁরা চালককে শক্তিগড় ফাঁড়িতে নিয়ে যান। বর্ধমান থানা ও শক্তিগড় ফাঁড়ির পুলিশ গাড়িটির খোঁজ শুরু করে। সন্ধ্যার সময়ে গাড়িটিকে ফের জাতীয় সড়কে ঘোরাফেরা করতে দেখা যায়। ধাওয়া করে পুলিশ গাড়িটিকে ধরে ফেলে। ওই দুই ব্যক্তির সঙ্গে থাকা অপর দু’জনও আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। তাদের খোঁজ চলছে।
|
সুইমিং পুলে দেহ, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
শহরের কল্পতরু ময়দানের সুইমিং পুল থেকে কলেজ ছাত্রের দেহ মেলার ঘটনায় সোমবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রসেনজিৎ সোম ও গোপীমোহন চট্টোপাধ্যায়। ওই সুইমিং পুলের প্রশিক্ষক প্রসেনজিতের বাড়ি বর্ধমানের খোসবাগানে, সুইমিং পুলটির কেয়ার টেকার গোপীমোহন থাকতেন বুদবুদ থানার মানকরে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার রাতে শহরের কল্পতরু ময়দানের সুইমিং পুল থেকে উদ্ধার হয় রমেন সামন্ত (২১) নামে এক কলেজ ছাত্রের দেহ। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, খুন করা হয়েছে ওই ছাত্রকে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পুলিশের অনুমান ছিল, ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন দেখে মনে করা হচ্ছে, এটি খুনের ঘটনাও হতে পারে।
|
ভস্মীভূত তিনটি খড়ের পালুই
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
ভস্মীভূত হল তিনটি খড়ের পালুই ও একটি খড়ের চাল। সোমবার রাতে মন্তেশ্বরের তারাশুশলো গ্রামের ঘটনা। রাত দশটা নাগাদ গ্রামবাসীরা চার জায়গা থেকে আগুন বেরোতে দেখেন। খবর পেয়ে কালনার এসডিপিও ইন্দ্রজিৎ সরকারের নেতৃত্বে পুলিশ বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন আয়ত্ত্বে আনা হয়। এই গ্রামের কাছেই রয়েছে হোসেনপুর কৃষি সমবায় সমিতি। রবিবার এর ভোটে বিশৃঙ্খলা তৈরি হয় গ্রামে। কয়েকজন পুলিশকে ইট-পাটকেলও ছোঁড়ে। তাতে জখম হন মন্তেশ্বর থানার তিন পুলিশকর্মীও। এর জেরে হোসেনপুর ও তারাশুশলো থেকে পুলিশ ২৫ জনকে গ্রেফতারও করে। মহকুমা পুলিশের এক আধিকারিক বলেন, “ওই ঘটনার সঙ্গে অগ্নিকাণ্ডের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
ভরদুপুরে গয়না-টাকা লুঠ
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
দিনে দুপুরে কয়েক ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার পূর্বস্থলী ১ ব্লকের দোগাছিয়া পঞ্চায়েতের দক্ষিণ মোদাফ্ফর গ্রামের ঘটনা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির কর্তা অবসরপ্রাপ্ত শিক্ষক হীরেন ঘোষ স্ত্রীকে নিয়ে এ দিন নবদ্বীপে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়িতে তাঁর বৌমা মুনমুন ঘোষ ও তিন বছরের নাতি ছিল। অভিযোগ, দুপুর আড়াইটে নাগাদ দু’জন লোক দরজায় ধাক্কা দেয়। তারপর জোর করে বাড়িতে ঢুকে মুনমুনদেবীকে ভয় দেখিয়ে আলমারি ভেঙে লুঠপাট চালায় তারা। দোগাছিয়া পঞ্চায়েতের প্রধান প্রণব রায়চৌধুরী বলেন, “এভাবে দিনেদুপুরে ডাকাতি এলাকায় আগে হয়নি।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। |
|