কেতুগ্রাম
কংগ্রেস নেতার বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল
ফের কংগ্রেস নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার রাতে কেতুগ্রাম থানার কুলাই গ্রামে ব্লক সভাপতি তরুণ মুখোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে ওই কংগ্রেস নেতার ভাই উৎপল মুখোপাধ্যায় কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার স্থানীয় আগড়ডাঙা হাই মাদ্রাসায় পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। তাতে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস ও তৃণমূল। ভোট চলাকালীন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয় বলে অভিযোগ। বোমার আঘাতে খাসপুর গ্রামের তৃণমূল কর্মী হারুণ কাজি গুরুতর জখম হন। তিনি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
কংগ্রেসের দাবি, কেতুগ্রাম ১ ব্লক সভাপতি তরুণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন স্কুল নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। সেই কারণেই ব্লক সভাপতির উপরে তৃণমূলের আক্রোশ বাড়ছিল। তার জেরেই এ দিন তরুণবাবুর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ।
সোমবার রাতে ওই ঘটনার সময়ে অবশ্য তরুণবাবু বাড়িতে ছিলেন না। তাঁর ভাই উৎপলবাবুর অভিযোগ, “কেতুগ্রামের পাণ্ডুগ্রাম অঞ্চল সভাপতি লক্ষ্মণ মণ্ডলের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। তাদের বক্তব্য ছিল, দাদাকে ব্লক কংগ্রেসের সভাপতির পদ তো ছাড়তে হবেই, একই সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে।” তিনি কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগালাজ করে ও লুঠপাট চালায়। যাওয়ার আগে মা-বাবার কাছে গিয়ে হুমকিও দেয়।
কেতুগ্রাম ১ কংগ্রেস ব্লক সভাপতি তরুণ মুখোপাধ্যায়ের অভিযোগ, “আগড়ভাঙা হাই মাদ্রাসার নির্বাচনের সময়ে তৃণমূলের দুষ্কৃতীরা বুথ দখল করে নেয়। তার প্রতিবাদ করায় আমার বাড়িতে ঢুকে হামলা চালানো হয়েছে।” তাঁর দাবি, “কংগ্রেসের উত্থানকেই ভয় পাচ্ছে তৃণমূল।”
রাজ্য প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, “সিপিএমের সমাজবিরোধীরা তৃণমূলে ঢুকে কংগ্রেসের নেতা-কর্মী তো বটেই, এমনকী পুরনো তৃণূল কর্মীদের উপরেও হামলা চালাচ্ছে।” অভিযুক্ত পাণ্ডুগ্রাম অঞ্চল সভাপতি লক্ষ্মণ মণ্ডলের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
তবে এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন তৃণমূলের কেতুগ্রাম ১ ব্লক সভাপতি রত্নাকর দে। তাঁর পাল্টা অভিযোগ, “আগড়ডাঙা হাই মাদ্রাসায় নির্বাচন চলাকালীন কংগ্রেসের হাতে আক্রান্ত হন দলের কর্মী হারুণ কাজি। তাঁর অবস্থা খারাপ শোনার পরে এলাকার কয়েক জন ক্ষুব্ধ হয়ে তরুণবাবুর বাড়িতে গিয়েছিলেন। এর থেকে বেশি কিছু হয়নি।”
এসডিপিও (কাটোয়া) ধ্রুব দাস বলেন, “ঘটনার দিন রাতেই তরুণবাবুর বাড়িতে পুলিশ তদন্তে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.