টুকরো খবর
সাংসদ তহবিলের টাকায় ইসিজি, এক্স-রে চালু নন্দীগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে
চলতি বছরই ১৪ মার্চ নন্দীগ্রামে এসে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা গঠনের পাশাপাশি নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার শিলান্যাস করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কাজ চলছে। আপাতত তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর এলাকা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ প্রায় ২৬ লক্ষ টাকায় নন্দীগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, এক্স-রে যন্ত্র চালু করা হল। সোমবার এই সব যন্ত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শুভেন্দু। তাঁর আশ্বাস, “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়েছে। আধুনিক ওই হাসপাতাল গড়ে তুলতে বহুতল ভবন নির্মাণ হবে। ওই হাসপাতাল চালু হলে নন্দীগ্রামের মানুষকে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হবে না।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক ফিরোজা বিবি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক কালীদাস দত্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি বনশ্রী খাঁড়া, দুই নেতা শেখ সুফিয়ান , আবু তাহের প্রমুখ। এদিনই জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের বরাদ্দ অর্থে নবনির্মিত ভবন উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুরের ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। সোমবার দুপুরে এটিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গড়ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে ৩০ শয্যাবিশিষ্ট করতে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। পাশাপাশি অপারেশন থিয়েটার, চিকিৎসক ও নার্সদের আবাসন, আইসোলেসন ওয়ার্ড প্রভৃতির জন্য জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন প্রায় ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ২০০৯ সালে। নতুন ভবনের এ দিন আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গান্ধী হাজরা, জেলাশাসক পারভেজ আহমেদ সিদ্দিকি, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধক্ষ্য রফিকুল হাসান, জেলা উপ-মুখ্য স্বাস্থ্যআধিকারিক তপন কুমার দাস।

মৃত ১১, পরিস্থিতি সামলাতে তৎপর প্রশাসন
জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন জেলা স্বাস্থ্য দফতর থেকে পর্যাপ্ত তথ্য না-মেলায়, ওই রোগে উত্তরবঙ্গে ঠিক কত জন মারা গিয়েছেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। সোমবার ভোর রাত থেকে সকালের মধ্যে এক কিশোরী-সহ ২ জন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেলেন। হাসপাতাল সূত্রের খবর, তাদের নাম সাগুফতারা খাতুন (১৫) এবং পাস্কেল ওঁরাও (৪৫)। সাগুতারার বাড়ি ইসলামপুরের মাটিকুণ্ডায়। এ দিন সকালে তিনি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। মালবাজারের সোনালি চা বাগানের বাসিন্দা পাস্কেল ওঁরাও এ গত এক সপ্তাহে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জাপানি এনসেফ্যালাইটিসে মোট ৩ জনের মৃত্যু হল। এই রোগে মৃত্যুর সংখ্যা সব থেকে বেশি জলপাইগুড়ি জেলাতেই। সেখানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, অন্তত ২৫ জনের দেহে ওই রোগের জীবাণু মিলেছে। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন সরকার বলেন, “জঞ্জাল ও জমা জল থাকা উচিত নয়। পুরসভাগুলিকে মশার তেল স্প্রে করার কথা বলা হয়েছে। মাইকে ঘোষণার কাজ শুরু হয়েছে।” জাপানি এনসেফ্যালাইটিসের পাশাপাশি ডেঙ্গি ও চিকনগুনিয়া নিয়েও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর। ওই দফতর সূত্রেই জানা গিয়েছে, কোচবিহার জেলা হাসপাতালে জ্বরে আক্রান্ত অন্তত ৩০ জন ভর্তি। জেলা জুড়ে মশার কামড়ের বিপদ নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে। পাশাপাশি কুমারগঞ্জ ব্লকে অজানা রোগে আক্রান্তদের রক্তে মিলেছে জাপানি এনসেফ্যালাইটিসের জীবাণু। সোমবার আক্রান্তদের রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট বালুরঘাটে এসে পৌঁছতেই স্বাস্থ্য দফতরে তৎপরতা শুরু হয়।

হজযাত্রীদের টিকা
তমলুকে হজযাত্রীদের টিকাকরণ। ছবি: পার্থ প্রতিম দাস।
পূর্ব মেদিনীপুরের হজযাত্রীদের টিকাকরণ হল সোমবার। এ দিন তমলুক জেলা হাসপাতাল ও কাঁথি মহকুমা হাসপাতালে এই টিকাকরণ হয়। জেলায় এই বছর হজযাত্রীর সংখ্যা ২৬৩। এর মধ্যে তমলুক, হলদিয়া মহকুমার ১৭৫ হজযাত্রীকে তমলুক জেলা হাসপাতালে ও কাঁথি, এগরা মহকুমার ৮৮ জনকে কাঁথি মহকুমা হাসপাতালে টিকা দেওয়া হয়। কাঁথি মহকুমা হাসপাতালে টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, কাঁথির মহকুমাশাসক সুমিত গুপ্ত। তমলুক জেলা হাসপাতালে টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন, স্বাস্থ্য কর্মাধক্ষ্য রফিকুল হাসান। মামুদ হোসেন জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে হজযাত্রীদের যাত্রা শুরু হবে।

ডেঙ্গিতে আক্রান্ত ২০
ডেঙ্গির প্রকোপ বাড়ছে আসানসোল মহকুমা জুড়ে। আসানসোল মহকুমা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২০ জনের শরীরে ডেঙ্গির জীবানু ধরা পড়েছে। রানিগঞ্জের চাপুই এবং বল্লভপুর সাহেবগঞ্জে সোমবার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। মহকুমা স্বাস্থ্য অধিকর্তা অরিতা সেনচট্টরাজ জানান, চাপুইয়ের বাসিন্দা সন্তু কোলেকে রানিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোম থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চন্দনা মণ্ডলকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেরা রুখতে
ডুয়ার্সের নাগরাকাটায় কলেরা মোকাবিলায় ন্যাশনাল ইন্সস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিসেস-এর দ্বারস্থ হল জলপাইগুড়ি স্বাস্থ্য দফতর। আক্রান্তের সংখ্যা ১২।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.