সড়ক সংস্কার চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ দেখালেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সোমবার শিলিগুড়িতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দফতরে গিয়ে জলপাইগুড়ির ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিক্ষোভ দেখান। তারা কয়েকদিন ধরে রাস্তা সারাইয়ের জন্য ‘ভিক্ষা’ করে তিন হাজার টাকা জমা করেন। সেই টাকা এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষের শিলিগুড়ির প্রোজেক্ট ডিরেক্টর রাজকুমার চৌধুরীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন। সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “রাস্তা সারাইয়ের দাবি তুললেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ অর্থের সঙ্কটের কথা জানান। তাই টাকা সংগ্রহ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়। কিন্তু তারা টাকা নেননি। ওয়েলফেয়ার অর্গানাইজেশনের হাতে তুলে দিতে বলেছেন।” প্রোজেক্ট ডিরেক্টর বলেন, “বর্ষার পরে রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হবে। টানা বৃষ্টি চলায় রাস্তা সারাই করা সম্ভব হয়নি। তা সবাইকে জানানো হয়েছে।” কচ্ছপের মাংস, অভিযোগ। বন দফতরের নজর এড়িয়ে শিলিগুড়ি শহরের সুভাষপল্লি বাজারে প্রকাশ্যে কচ্ছপের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার সকালে বেলা ৮ টা থেকে ঘন্টা খানেক পর্যন্ত ওই বাজারে কচ্ছপের মাংস বিক্রি করতে দেছেন অনেকেই। কয়েকজন তার কাছ থেকে কিনেওছেন। বন দফতর তরফে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। |
শিলিগুড়িতে আরও একটি দমকল কেন্দ্র তৈরির ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। সোমবার শিলিগুড়িতে এ কথা জানান দমকলমন্ত্রী জাভেদ খান। |
স্কুল ছুটির পর ৫ শিশুকে বাঁশ বাগানে আটকে রাখার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। সোমবার ধূপগুড়ির উত্তর গোঁসাইহাট গ্রামে। অভিযুক্তকে পুলিশ খুঁজছে। |