টুকরো খবর
অশোকের আশ্বাস সত্ত্বেও সঙ্কট কাটছে না ফব-র
দলে ‘বিদ্রোহ’ সামাল দিতে ফরওয়ার্ড ব্লকের প্রবীণ রাজ্য সম্পাদক অশোক ঘোষের উদ্যোগেও পুরোপুরি চিঁড়ে ভিজল না! দলের সদস্যপদ নবীকরণের যাবতীয় আবেদনপত্র জেলা কমিটির কাছেই পাঠিয়ে দেওয়া হবে বলে ‘বিক্ষুব্ধ’ তিন জেলা নেতৃত্বকে সোমবার আশ্বাস দিয়েছেন অশোকবাবু। কিন্তু জেলার নেতারা তাঁদের অবস্থান থেকে এখনও পিছিয়ে আসতে রাজি হননি বলে ফ ব সূত্রের খবর। এখন সম্মেলন-পর্বের আগে ফ ব-র সংগঠনে জট পুরোপুরি কেটে যাওয়ার ইঙ্গিত এখনও নেই। জেলা কমিটিকে এড়িয়ে রাজ্য দফতরের মাধ্যমে দলের নেতা-কর্মীদের একাংশকে সদস্যপদ নবীকরণ করিয়ে দেওয়ার চেষ্টার প্রতিবাদেই সমস্যা দেখা দিয়েছে ফ ব-য়। উত্তর ২৪ পরগনা জেলা কমিটি থেকে গণ-ইস্তফা দিয়েছেন ৪৯ জন। হুগলি জেলার প্রবীণ নেতা নৃপেন চট্টোপাধ্যায় পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছেন, মীমাংসাসূত্র না-হলে জেলা কমিটিও উত্তর ২৪ পরগনার পথে হাঁটার ‘হুঁশিয়ারি’ দিয়েছেন।

গরিবের মন পেতে রাজ্যে বস্তি সংগঠন সিপিএমের
শুধু সাম্রাজ্যবাদের তত্ত্বই নয়, গরিব মানুষের মন ফিরে পেতে বস্তির দিকেও নতুন করে নজর দিতে হচ্ছে সিপিএমকে। কয়েকটি বড় শহরের গণ্ডি ছাড়িয়ে এ বার গোটা রাজ্যে বস্তি সংগঠন গড়ে তুলতে চাইছে আলিমুদ্দিন। লোকসভা ভোটের আগে শহরের গরিব মানুষের সঙ্গে হারানো সংযোগ ফের গড়ে তোলা এবং সংগঠনকে গুছিয়ে নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য বলে সিপিএম সূত্রের ব্যাখ্যা। রাজ্যওয়াড়ি সংগঠন তৈরি হওয়ার আগে আগামী নভেম্বর বা ডিসেম্বরে রাজ্য স্তরের একটি কনভেনশনও করা হবে। কলকাতা, হাওড়া, শিলিগুড়ি বা আসানসোলের মতো বড় শহরে এবং হুগলির মতো জেলার কিছু অংশে এখন বিচ্ছিন্ন ভাবে বস্তি ফেডারেশন রয়েছে সিপিএমের। ওই সব সংগঠনের প্রতিনিধিদের নিয়ে রবিবারই আলিমুদ্দিনে একটি ঘরোয়া কনভেনশন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বা দুর্গাপুরের প্রাক্তন মেয়র রথীন রায়ও সেখানে উপস্থিত ছিলেন। গোটা রাজ্যের জন্য বস্তি সংগঠনের দলিল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্যকে। রাজ্যে রাজনৈতিক দলগুলি যখন আসন্ন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, সেই সময়েই সিপিএম সংগঠন গুছিয়ে নিতে চাইছে বস্তি এলাকায়। যা সাধারণত শহরের অংশ।

দিল্লি যাচ্ছেন অমিত মিত্র
আর্থিক দাবি নিয়ে তদ্বির করতে আগামী ৬-৭ সেপ্টেম্বর দিল্লি যাচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে ‘মোরাটোরিয়াম’ নিয়ে যে আলোচনা হবে না, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ দিন মহাকরণ ছাড়ার আগে জানিয়ে দেন। তার বাইরে অন্য আর্থিক সহায়তাগুলি নিয়ে আলোচনা করতেই অমিতবাবুর এই দিল্লি সফর। সম্প্রতি দিল্লি গিয়ে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তখনই মমতা জানিয়েছিলেন, এই নিয়ে বিশদে আলোচনা করতে অমিতবাবুকে তিনি দিল্লি পাঠাবেন। অমিতবাবু সোমবার বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দিল্লি গিয়ে চিদম্বরমের সঙ্গে বৈঠক করব। এটি অবশ্য রুটিন বৈঠক। এমন অন্তত ১০টি বৈঠক এর আগে হয়েছে।” প্রশ্ন ছিল, কী নিয়ে আলোচনা হবে? জবাবে উত্তর এড়িয়ে গিয়েছেন অমিতবাবু। অর্থমন্ত্রী উত্তর এড়িয়ে গেলেও জবাব দিয়েছেন মমতা নিজেই। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট বলেন, “মোরাটোরিয়াম নিয়ে কোনও আলোচনা হবে না।” মহাকরণের খবর, দু’দিনের দিল্লি সফরে চিদম্বরম ছাড়াও কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অফিসারদের সঙ্গে অমিতবাবুর বৈঠক হওয়ার কথা।

ট্রেড লাইসেন্স নবীকরণের সময়সীমা বাড়ানোর ভাবনা
ট্রেড লাইসেন্স নবীকরণের সময়সীমা এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার ব্যাপারে ভাবনাচিন্তা করা হবে। সোমবার মহাকরণে এ কথা জানিয়েছেন কলকাতা পুর কমিশনার খলিল আহমেদ। এ দিন মহাকরণে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের বৈঠকে বিষয়টি ওঠে। বৈঠকে ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, প্রতি বছর ট্রেড লাইসেন্স নবীকরণ করতে অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। এ কথা শোনার পরে মুখ্যমন্ত্রী পুর কমিশনারকে ট্রেড লাইসেন্সের সময়সীমা বাড়ানোর সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন। একই সঙ্গে পুর কমিশনার বলেন, “বৈঠকে এ বছর ট্রেড লাইসেন্স নবীকরণ করার সময়সীমা ৩০ সেপ্টেম্বর থেকে আরও ছ’মাস বাড়ানোর ব্যাপারেও ভাবনাচিন্তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “ট্রেড লাইসেন্স নবীকরণের সময়সীমা বাড়লে বিষয়টির সরলীকরণ হবে। পুরসভার আয়ও বাড়বে।”

প্রণব সংবর্ধনা
রাষ্ট্রপতি হিসেবে প্রণব মুখোপাধ্যায় ১৪ সেপ্টেম্বর প্রথম আসছেন পশ্চিমবঙ্গে। সে-দিনই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেবে রাজ্য সরকার।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.