|
|
|
|
|
খেলার খবর: সাঁতার |
গঙ্গা বক্ষে সাঁতারে বয়স নিয়ে ভ্রূকুটি
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
|
ভাগীরথীতে রবিবারের সাঁতার প্রতিযোগিতায় ভিন রাজ্যের সব চেয়ে বড় ২৫ জনের দল নিয়ে মহারাষ্ট্র বহরমপুরে হাজির হয়। তার মধ্যে ৮১ কিমিতে ৪ জন এবং ১৯ কিমিতে পুরুষ বিভাগে ৮ জন ও মহিলা বিভাগে ১৩ জন প্রতিযোগী ছিল। দ্বিতীয় সর্বোচ্চ বড় দল হওয়া সত্ত্বেও মহারাষ্ট্র দলের বিরুদ্ধে অনূর্ধ্ব ১০ বছর বয়সী দুজন প্রতিযোগীক ১৯ কিমি পুরুষ বিভাগে জলে নামানো নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে আয়োজক সংস্থাকে।
রবিবার ওই সাঁতার প্রতিযোগিতা উপলক্ষে সর্বভারতীয় সংস্থা সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া সংক্ষেপে এসএফআই-এর তিন জন এবং রাজ্য সংস্থা বেঙ্গল অ্যামেচার সুইমিং অ্যাসোসিয়েশন সংক্ষেপে বাসা’র ২৪ জন প্রতিনিধি বহরমপুরে হাজির ছিলেন। এ প্রসঙ্গে এসএফআই-এর সহ-সভাপতি রামানুজ মুখোপাধ্যায় বলেন, “প্রচারের লোভে সংগঠকরা কম বয়সী প্রতিযোগীদের জলে নামতে অনুমতি দিচ্ছে। কিন্তু দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় এই ধরণের কম বয়সী প্রতিযোগীদের নামানো যায় না। আগামী দিন বিষয়টি নিয়ে আয়োজক সংস্থার সতর্ক থাকা উচিত।”
রবিবার ওই সাঁতার প্রতিযোগিতায় মহারাষ্ট্রের নাসিকের ষষ্ঠ শ্রেণির শিবম ভগীরথ গাদাখ ও সপ্তম শ্রেণির ছাত্র যশ দিলীপ সানপ ১৯ কিমিতে অংশ নেন। এর আগেও ২০১০ সালেও আয়োজক সংস্থা ১৯ কিমি প্রতিযোগিতায় গুজরাতের সুরাটের বাসিন্দা অভয় নাগেরকর নামে ৬ বছরের বালক অংশ নেয়। সেই সময়ে অতিথি হিসেবে উপস্থিত ইংলিশ চ্যানেল জয়ী মাসুদুর রহমান মঞ্চে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বয়সে দীর্ঘ সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়ার মত শারীরিক সক্ষমতা তৈরি হয় না। শুধুমাত্র হাততালির জন্যই বাবা-মা তাকে জোর করে প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। সাময়িক লাভের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করছেন না তাঁরা। এতে ওই বালকের শারীরিক বৈকল্যও দেখা দিতে পারে।” এবছর ফের কম বয়সী প্রতিযোগী অংশ নেওয়ার আয়োজক সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আয়োজক সংস্থার পক্ষে আশিস ঘোষ বলেন, “ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে আমরা আগামী দিন সতর্ক থাকব।” |
|
|
|
|
|