ক্লাব জোটের কোনও দাবিই মানছে না ফেডারেশন
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফুটবলের আইপিএল হবেই। ক্লাব জোটের বিরোধিতা উড়িয়ে দিয়ে জানিয়ে দিল ফেডারেশন। সোমবার এআইএফএফ প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের অফিসে জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হল, স্পনসর আইএমজি ফ্রাঞ্চাইজি লিগ যখনই করতে চাইবে, তখনই তাদের সময় দেওয়া হবে। ক্লাবগুলোর জোট দাবি করেছিল, আই লিগের আলাদা সত্তা। কিন্তু এ দিনের সভায় ঠিক হয়, লিগের বিপণন স্বত্ব যেহেতু স্পনসররা কিনে নিয়েছে সেক্ষেত্রে ওই রকম কোনও কমিটি গড়া সম্ভব নয়। ফলে ফেডারেশনের ছাতার তলায় থেকেই ক্লাবগুলোকে আই লিগ খেলতে হবে। ফেডারেশন ৬ অক্টোবর থেকেই আই লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি কোর কমিটির সঙ্গে বসে সূচি চূড়ান্ত করা হবে। ক্লাবের জোট-ফেডারেশন সভা মাঝপথে ভেস্তে যাওয়ায় কোর কমিটিতে ক্লাবগুলো থেকে কারা আসবে চূড়ান্ত হয়নি। ফলে কোন ক্লাবকর্তাদের সঙ্গে ফেডারেশন আলোচনায় বসবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফেডারেশন তাঁদের কোনও দাবিই মানছে না শুনে জোটের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস দত্ত বললেন, “যা করার আমরা সবাই মিলে করব। এখনও তো কোর কমিটিই হয়নি। সেটা হওয়ার পর তো আলোচনা।”
|
বোর্ডের জরুরি বৈঠক আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিংহ ধোনিদের ২-০ সিরিজ জয়ের পরেও স্বস্তিতে নেই ভারতীয় বোর্ড। তবে অস্বস্তির কারণ ক্রিকেটীয় নয়, আর্থিক। যার জেরে মঙ্গলবার দিল্লিতে বোর্ডের ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক। বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে যাচ্ছেন সিএবি-র যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায়। বৈঠকের মূল আলোচ্য হতে চলেছে আইপিএলের নতুন স্পনসর। দিনকয়েক আগেই সরে দাঁড়িয়েছে আইপিএলের প্রধান স্পনসর ডিএলএফ। কারণ তাদের পাঁচ বছরের চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে ষষ্ঠ বছর থেকে আরও বেশি টাকা চাইছিল বোর্ড। নতুন স্পনসর এখনও পাওয়া যায়নি। এ ছাড়া ডেকান চার্জার্সের মালিকেরা ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে দিতে চান। সে ব্যাপারে তাঁরা বোর্ডের সাহায্য চেয়েছেন। এই বিষয়েও আলোচনা হবে মঙ্গলবারের বৈঠকে। এ দিকে, সোমবার স্থানীয় ক্রিকেটের দলবদলে ইস্টবেঙ্গল পেল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের দুই বাংলার সদস্যকে। পেসার রবিকান্ত সিংহ ইস্টবেঙ্গলেই সই করে থেকে গেলেন। ব্যাটসম্যান সন্দীপন দাস ঐক্য সম্মিলনী থেকে ইস্টবেঙ্গলে এলেন।
|
লিয়েন্ডার দু’বিভাগেই শেষ আটে
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
টেনিসকে ‘গুডবাই’ জানানোর ক্ষণ দীর্ঘায়িত করেই চলেছেন অ্যান্ডি রডিক। চলতি যুক্তরাষ্ট্র ওপেনই তাঁর শেষ টুর্নামেন্ট। এবং তাতে প্রি-কোয়ার্টারে তিনি। ইতালির ফাবিও ফগনিনিকে রডিক হারান ৭-৫, ৭-৬ (৭-১), ৪-৬, ৬-৪। এ বার দুই প্রাক্তন যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নের লড়াইরডিক বনাম দেল পোত্রো। “আমার জন্য যত আবেগ একত্র হয়েছে তার সব মূল্য চোকাতে চাইছি আমি।” নিজের ভাল খেলার ব্যাখ্যা দিয়েছেন রডিক। শেষ ষোলোয় উঠেছেন গতবারের চ্যাম্পিয়ন জকোভিচ-ও। ফেডেরার আবার সোমবার এ বারের প্রথম কোয়ার্টার ফাইনালিস্ট হয়ে গেলেন। প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ শারীরিক কারণে ম্যাচের কয়েক ঘণ্টা আগে ওয়াকওভার দেওয়ায়। মেয়েদের মধ্যে সেরেনা কোয়ার্টার ফাইনালে উঠলেন হাভাককোভাকে ‘লাভ গেম’ দিয়ে। ৬-০, ৬-০! শারাপোভা ২০০৬-এর পর ফ্লাশিং মেডোয় শেষ আটে এই প্রথম বার। পেত্রোভাকে ৬-১, ৪-৬, ৬-৪ হারিয়ে। সামনে বার্তোলি। যিনি অবিশ্বাস্য ঘুরে দাঁড়িয়ে কিভিতোভাকে ১-৬, ৬-২, ৬-০ হারিয়ে বলেছেন, “আমি বাক্যহারা!” ডাবলসে লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জা দারুণ এগোচ্ছেন। লিয়েন্ডার-স্টেপানেক জুটি ডাবলস কোয়ার্টার ফাইনালে ওঠার পর লিয়েন্ডার-ভেসনিনা জুটি মিক্সড ডাবলসেও শেষ আটে পৌঁছেছেন। মার্কিন জুটি লিপস্কি-স্পিয়ার্সকে সুপার টাইব্রেকে ৪-৬, ৬-৪ (১০-৫) হারিয়ে। সানিয়া-ফ্লেমিং জুটি শেষ আটে মিক্সড ডাবলসের। মার্কিন ওডিন-সককে হারান ৬-৪, ৭-৬। |