টুকরো খবর |
পরিকাঠামো নিয়ে নালিশ বিধায়ককে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুরের প্রাথমিক শিক্ষক-শিক্ষণ সংস্থার পরিকাঠামো নিয়ে অভিযোগ তুললেন ছাত্রীরা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে পানীয় জলের অভাব। হস্টেল ভবনেরও সংস্কার প্রয়োজন। ক্যাম্পাসের একদিকে সীমানা প্রাচীর নেই বলে রাতে চুরির ঘটনাও ঘটে। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার এসেছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি। তিনিই এই সংস্থার পরিচালন কমিটির চেয়ারম্যান। পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁর আশ্বাস, “ক্যাম্পাসের গভীর নলকূপটি মেরামতে পদক্ষেপ করা হবে।” মেদিনীপুরের এই প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থাটি সরকার পরিচালিত। ৫০ জন ছাত্রী এখানে পড়েন। কয়েক বছর বন্ধ থাকার পর এ বছর থেকেই ফের পঠনপাঠন শুরু হয়েছে। এ দিন দুপুরে মৃগেনবাবু প্রথমে অধ্যক্ষা সবিতা দেব রায়ের সঙ্গে দেখা করেন। তাঁর কাছেই সমস্যাগুলো জেনে নেন। পরে হস্টেলে গিয়ে সেখানকার পরিস্থিতিও খতিয়ে দেখেন। বিধায়ককেও ছাত্রীরা তাঁদের সমস্যার কথা জানান। এসেছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান স্বপন মুর্মুও। |
আন্তঃকলেজ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
দ্বিতীয় সেমিফাইনালের একটি মুহূর্ত। ছবি: কিংশুক আইচ। |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় পরিচালিত আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল মেদিনীপুর কলেজ ও হলদিয়া গর্ভমেন্ট কলেজ। সোমবার অরবিন্দ স্টেডিয়ামে সেমিফাইনালে মেদিনীপুর কলেজ ৩-০ গোলে মহিষাদল রাজ কলেজকে হারায়। মেদিনীপুর কলেজের হয়ে দুটি গোল করেন রাহুল মণ্ডল, তৃতীয়টি রাতুল চৌধুরীর। দ্বিতীয় সেমিফাইনালে হলদিয়া গর্ভমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগকে ৫-০ গোলে হারায়। হলদিয়ার সুমিত হাজরা হ্যাট্রিক-সহ ৪টি গোল করেন। গোল করেন সত্যজিৎ দাসও। বিশ্ববিদ্যালয়ের একটি গোল করেন উত্তম সিং। কাল, বুধবার ফাইনাল। |
মিছিলে লোধারা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিভিন্ন দাবিতে কেশিয়াড়ির রাংটিয়া থেকে খেজুরকুঠি পর্যন্ত মিছিল করল লোধা-শবর কল্যাণ সমিতি। সোমবারের এই মিছিলের নেতৃত্বে ছিলেন সমিতির জেলা সম্পাদক বলাই নায়েক। অগষ্টে খেজুরকুঠি এলাকায় তারাপদ কোটাল নামে এক ব্যক্তি গণপিটুনিতে মারা যান। স্থানীয়দের একাংশের বক্তব্য, ওই ব্যক্তি ডাকাতির উদ্দেশেই এখানে এসেছিল। গ্রামবাসীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলে। এরপরে গণপিটুনিতে তাঁর মৃত্যু হয়। মৃত ব্যক্তির সঙ্গে দুষ্টচক্রের কোনও যোগ নেই দাবি করেই এ দিন মিছিল করে লোধা-শবর কল্যাণ সমিতি। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। |
নতুন ভবন উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
খড়্গপুর ২ ব্লকের কালিয়াড়া ১ পঞ্চায়েতের সুলতানপুর উপ স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন হল সোমবার। দোতলা এই ভবনের উদ্বোধন করেন বিডিও সোমা দাস। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি সাউ ভুঁইয়া, প্রধান অসীমা কারক, পঞ্চায়েত সমিতির সদস্য সৌমিত্র ভট্টাচার্য প্রমুখ। এ দিন এলাকায় গ্রামীণ হাসপাতাল তৈরির দাবিও জানান পঞ্চায়েত সমিতির সদস্য সৌমিত্রবাবু। পাশাপাশি বলেন, “আপাতত উপ-স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে ৬ দিন একজন ডাক্তার থাকলে স্থানীয় মানুষের উপকার হবে। কর্তৃপক্ষের কাছেও এই আবেদন জানিয়েছি।” |
ডিএসও-র পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল তুলে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ-সহ বেশ কয়েকটি দাবিতে সোমবার জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করল ডিএসও। মেদিনীপুর, ডেবরা, বেলদা, সবং-সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচী হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয়। মেদিনীপুরের কালেক্টরেট মোড়ে অবরোধে নেতৃত্ব দেন ডিএসও-র জেলা সভানেত্রী নমিতা পাল, ডেবরায় নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক ভীম মন্ডল, বেলদায় নেতৃত্ব দেন জেলা নেতা দীপক পাত্র, নারায়ণ শাসমল, সবংয়ে নেতৃত্ব দেন তপন শাসমল, সুরজিৎ সামন্ত প্রমুখ। স্কুল স্তরে যৌন শিক্ষা চালু করার চেষ্টা হলে বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছে তারা। |
|