টুকরো খবর
নাগরির জমি বিতর্ককে কেন্দ্র করে রণক্ষেত্র রাঁচি, জখম ৪০
সোমবার রাঁচিতে সচিবালয়ে জেভিএম সমর্থকদের ছত্রভঙ্গ করতে জল কামান চালাচ্ছে পুলিশ। ছবি: পার্থ চক্রবর্তী।
ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (জেভিএম)-র বিক্ষোভকে ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নিল ঝাড়খণ্ড সচিবালয় চত্বর। লাঠি, গ্যাস, জলকামনের ত্রিফলা আক্রণের মুখে ছোটাছুটি, হুড়োহুড়িতে জখম হয়ে চল্লিশোর্ধ্ব এক জেভিএম সদস্যের মৃত্যু হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দেহটি শনাক্ত করা যায়নি। মহিলা-পুরুষ মিলিয়ে কমবেশি জখম হয়েছে অন্তত ৪০ জন। জেভিএমের কর্মী ও সমর্থকদের পাল্টা-আক্রমণে ২০ জন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে পুলিশের দাবি। জেভিএমের বিক্ষোভকে ঘিরে আজকের সমস্ত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নিদের্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা। রাঁচির পুলিশ সুপার (শহর) বিপুল শুক্ল অবশ্য পুলিশ-বিক্ষোভকারীদের গোলমালের সঙ্গে ওই মৃত্যুর কোনও যোগযোগ নেই বলে দাবি করেছেন। পুলিশের দাবি, লাঠি, কাঁদানে গ্যাস কিংবা জলকামানে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। ওই ব্যক্তির মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কী রকম দুর্ঘটনা, তার ব্যাখ্যা অবশ্য পুলিশকর্তারা দেননি। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ৪০০ বিভোক্ষকারীকে। মূলত নাগরির জমি বিতর্ককে হাতিয়ার করে, সেই জমি কৃষকদের ফেরানোর দাবিতে সচিবালয় ঘেরাও করে অবস্থান বিক্ষোভই ছিল জেভিএমের মূল লক্ষ্য। সচিবালয়ের প্রবেশ পথের মুখে পুলিশের বেষ্টনি ভেঙে বিক্ষোভকারীরা এগোতে গেলে খণ্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল পড়তে থাকে। পুলিশ লাঠি চালায়। লাঠি মেরে বিক্ষোভকারীদের বাগে আনতে না-পেরে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। তাতে কাজ না-হওয়ায় আনা হয় জলকামান। পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর, জেভিএমের এ দিনের বিক্ষোভ সমাবেশকে ঘিরে সকাল থেকেই শুরু হয় মিছিল। যানজটের কবলে পড়ে রাঁচি। যানজটে আটকে পড়ে স্কুলের গাড়ি-সহ বিভিন্ন যানবাহন। পুলিশ জানিয়েছে, জেভিএম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মরান্ডি, দলের রাজ্য বিধানসভার নেতা প্রদীপ যাদব, দলের মুখপাত্র রাজীব রঞ্জন-সহ জেভিএম নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়। পরে ব্যক্তিগত জামিনে তাদের সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।

মুম্বই ফের বিপর্যস্ত বৃষ্টিতে
সোমবার সকাল থেকে অবিরাম বর্ষণে মুম্বই এবং সংলগ্ন ঠানে শহরের বহু এলাকা জলমগ্ন। যান চলাচল বিপর্যস্ত। শহরতলির ট্রেন চলাচলও ব্যাহত। বাড়ি থেকে বেরোতে নিষেধ পুলিশের। বহু স্কুলে দেওয়া হয়েছে ছুটি। সব মিলিয়ে এক রকম অচলাবস্থাই মুম্বইয়ে। পূর্ব শহরতলিতে ৭০ বছরের এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এ দিন। ভারতের পশ্চিম উপকুলে বর্ষা অতি সক্রিয় হওয়ায় মহারাষ্ট্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েক দিনও মুম্বইয়ে এ রকমই একটানা বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। সতর্কতা জারি করেছে মুম্বই ট্রাফিক পুলিশ। প্রয়োজন ছাড়া বাড়ি ছেড়ে বেরোতে বারণ করেছে শহরবাসীদের। আবহাওয়া দফতরের হিসেব, রাত ৯টা পর্যন্ত মুম্বই শহরেই বৃষ্টি হয়েছে ১০১.৬ মিলিমিটার। পূর্ব শহরতলিতে বৃষ্টির পরিমাণ ১৭৫.৪ মিলিমিটার। বীড, ওসমানাবাদ, লাতুর সহ মারাঠাওয়াড়ার বিভিন্ন অঞ্চলেও বিপুল বৃষ্টিপাত হয়েছে। সোমবার বিকেল থেকে উপচে পড়ছে ‘তানসা’ বাঁধ। এটি মুম্বইয়ে জল সরবরাহকারী প্রধান বাঁধগুলির একটি। শহরের নিচু এলাকাগুলি ও শহরতলি জলে ডুবে গিয়েছে। যান চলাচল ব্যাপক ভাবে ব্যাহত। মালাড, কান্ডিভলি, যোগেশ্বরী, আন্ধেরী ও সান্তাক্রুজের অবস্থা সব থেকে খারাপ। কোঙ্কন উপকুলের কোনও কোনও অংশেও প্রচুর বৃষ্টি হয়েছে। ভাসাই, ভিরার, পালঘর, দাহানু ও কল্যাণ অঞ্চল জলমগ্ন। মহারাষ্ট্রের অন্যান্য অংশ অবশ্য আশার আলো দেখছে। বৃষ্টির ঘাটতিতে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল মারাঠাওয়াড়া। সেখানেও প্রচুর বৃষ্টি হয়েছে। মারাঠাওয়াড়ার রেনাপুর অঞ্চলে সবথেকে বেশি (২১০ মিমি) বৃষ্টি হয়েছে শেষ ১০ ঘন্টায়।

করিমগঞ্জে অপহৃত ব্যবসায়ী
রাতে বাড়ির দরজা ভেঙে এক ব্যবসায়ীকে অপহরণ করল জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে অসমের করিমগঞ্জ জেলায়। পুলিশ জানিয়েছে, পাহাড় ঘেরা চেরাগিবাঁধ এলাকার চেরাগি গ্রামে শেখর দেবের বাড়ি। তিনি এলাকার নামকরা ব্যবসায়ী। পুলিশ জানিয়েছে, গত কাল রাত সাড়ে ৯টা নাগাদ শেখরবাবু ও তাঁর স্ত্রী বাড়ির উঠোনে হাঁটছিলেন। তখনই মূল ফটকের বাইরে কয়েকবার গুলির আওয়াজ হয়। শেখরবাবুরা কিছু বুঝে ওঠার আগেই অন্তত ১০ জন সশস্ত্র যুবক বাঁশের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সকলেরই পরনে ছিল জংলা পোশাক। শেখরবাবুকে তারা টেনে-হিঁচড়ে বের করে জঙ্গলের দিকে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ আসে। করিমগঞ্জের পুলিশ সুপার প্রদীপ পুজারি বলেন, “পার্শ্ববর্তী পাহাড় ও অরণ্যে তল্লাশি চালানোর জন্য মণিপুর ও চরগোলা শিবিরের সেনাজওয়ান ও আধা-সেনাবাহিনীকে অনুরোধ করা হয়েছে। তারা ছাতাচূড়া ও বাদশাহী পাহাড়ে তল্লাশিতে নেমেছে। তবে আজ বিকেল অবধি মুক্তিপণ চেয়ে শেখরবাবুর বাড়িতে কোনও ফোন আসেনি। পুলিশের সন্দেহ, ঘটনার পিছনে রিয়াং জঙ্গি সংগঠন, উদলার হাত থাকতে পারে।

গারো রাজ্যের দাবি এএনভিসির
স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। পৃথক গারোল্যান্ড রাজ্যের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চালানো জিএনএলএ জঙ্গি সংগঠন শান্তি প্রস্তাব পাঠানোয় আসন্ন নির্বাচনের আগে অনেকটাই স্বস্তিতে ছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। কিন্তু এ বার এএনভিসি (সংগ্রামপন্থী) সংগঠন ঘোষণা করল, আর স্বশাসিত পরিষদ নয়, পুরোপুরি নতুন রাজ্যের জন্য তারা সংগ্রাম শুরু করছে। এক বিবৃতিতে এএনভিসি (সংগ্রামপন্থী)-র তরফে জানানো হয়েছে, ‘‘এতদিন স্বশাসিত পরিষদের জন্য ঢের অনুনয়-বিনয় করা হয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার তা নিয়ে কোনও চিন্তাই করেনি। রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় মেঘালয়ের মধ্যে থেকে স্বশাসিত পরিষদের জন্য লড়ে লাভ নেই। আমাদের পৃথক গারো রাজ্য চাই।’’ বিবৃতি অনুযায়ী, স্বাধীন গারো রাজ্য না পাওয়া পর্যন্ত তারা সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাবে। পূর্ণ সাংমা বা মুকুল সাংমাদের মতো ‘ক্ষমতার লোভে আপোস’ করবে না। গারো হিল স্বশাসিত পরিষদের প্রধান কার্যনির্বাহী সদস্য পূর্ণ সাংমার পদত্যাগ দাবি করেছে তারা। পূর্ণ অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি, আগামী বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা অবধি সম্পূর্ণ চাক্কা জ্যামের ডাক দিয়েছে তারা।

বিস্ফোরণে হত যুবক
নিরাপত্তা বাহিনীর উপর আঘাত হানার জন্য রাখা বিস্ফোরক ফেটে এক নিরীহ যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মণিপুরের থৌবাল জেলায়। পুলিশ জানায়, আজ সকালে ইয়ারিপোক থানার নংপোক কেইথেলমানবি গ্রামে জওয়ানদের টহলদারির রাস্তাতে বিস্ফোরণটি হয়। তবে সময়ের হেরফেরে কোনও জওয়ান জখম হয়নি। স্প্লিন্টারের আঘাতে রাস্তায় থাকা টোডোন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের মৃত্যুর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পাশাপাশি, থৌবালের ইয়ারিপক ও পশ্চিম ইম্ফলের লামসাং এলাকায় পঞ্চায়েত ভোটের কয়েকজন প্রার্থীর বাড়ি লক্ষ্য করে একাধিক গ্রেনেড ছোড়া হয়। তবে এই গ্রেনেড হানায় কেউ জখম হয়নি। পঞ্চায়েত ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পূর্ব-পশ্চিম ইম্ফল, থৌবাল ও বিষ্ণুুপুর জেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রিয়াংয়ে উদ্ধার লুঠের টাকা
মিজোরামের সরকারি অফিস থেকে ‘লুঠ’ হওয়া আরও কিছু টাকা পুলিশ উদ্ধার করল ত্রিপুরার রিয়াং শরণার্থী শিবির থেকে। ত্রিপুরার উত্তরে কাঞ্চনপুরের রিয়াং শরণার্থী শিবিরে যৌথ পুলিশ অভিযান চালিয়ে সাত লক্ষ টাকা-সহ এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। গত মাসের গোড়ায় কিছু দুষ্কৃতী মিজোরামের মামিত জেলার জোয়ালনুম ব্লক অফিস থেকে প্রায় ২ কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশ গ্রেফতার করেছিল সংশ্লিষ্ট বিডিও অফিসের এক কর্মীকে।

পাম্পে ডাকাতি, নিহত ক্যাশিয়ার
রামগড়ের একটি পেট্রোল পাম্পে কাল রাতে তাণ্ডব চালায় সশস্ত্র একদল দুষ্কৃতী। পাম্পে চড়াও হয়ে ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। নিহতের নাম হরিওম (৩০)। পুলিশ জানিয়েছে, রাত পৌনে আটটা নাগাদ রামগড় জেলার ওয়েস্ট বোকারো থানার নয়াকাটা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশি তদন্ত শুরু হলেও এখনও দুষ্কৃতীদের হদিশ মেলেনি।

বিল পাশ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধে
কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থার হাত থেকে বাঁচাতে বিল পাশ হল লোকসভায়। কয়লার ব্লক বণ্টন নিয়ে হইচইয়ের মধ্যেই আজ বিনা আলোচনায় বিলটি পাশ করানো হয়। অফিসে বা গৃহস্থ বাড়িতে কাজ করেন যে সব মহিলা, তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই এই বিলের লক্ষ্য। নারী ও শিশুকল্যাণমন্ত্রী কৃষ্ণা তিরথ যখন বিলটি লোকসভায় পেশ করেন লোকসভায় তখন প্রবল হট্টগোল করছিলেন বিজেপি সাংসদরা। বিল অনুযায়ী, কোনও মহিলার সঙ্গে যে কোনও রকমের অবাঞ্ছিত ব্যবহারই (শারীরিক স্পর্শ, কুপ্রস্তাব দেওয়া বা অশালীন মন্তব্য করা) যৌন হেনস্থা হিসেবে গণ্য হবে। দোষী ব্যক্তির পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার কথা বলা হয়েছে বিলে।

সম্প্রীতি ফিরিয়েই পুনর্বাসন অসমে
বড়ো ও সংখ্যালঘুদের মধ্যে সম্প্রীতি ফিরিয়ে আনতে ৬ সেপ্টেম্বর থেকে বিশেষ যৌথ অভিযান শুরু করতে চলেছে অসম সরকার। দু’পক্ষের মনে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার পরেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা হবে বলে সরকারি সূত্রের খবর। এরই পাশাপাশি উত্তর-পূর্বের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বেঙ্গালুরু ও দিল্লিতে বিশেষ ছাত্রাবাস গড়ছে নর্থ-ইস্টার্ন কাউন্সিল।

‘অব্যাহতি’ চেয়ে কারাটকে চিঠি যুব সম্পাদকের
সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আগেই ডিওয়াইএফআইয়ের সাধারণ সম্পাদকের পদ থেকে ‘অব্যাহতি’ চাইলেন তাপস সিংহ। দায়িত্ব থেকে তাঁকে সরানোর আর্জি জানিয়ে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাটকে চিঠি দিয়েছেন তিনি। সিপিএম সূত্রের খবর, কারাটকে পাঠানো চিঠিতে তাপসবাবু জানিয়েছেন, যুব সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে তাঁর ইতিমধ্যেই তিন দফার মেয়াদ হয়ে গিয়েছে। বেশি দিন কোনও ব্যক্তিরই একই পদে থাকা উচিত নয়। কোঝিকোড়ের পার্টি কংগ্রেসে দলের নেতৃত্ব-স্থানীয় কমিটিতে ‘নতুন রক্ত’ আনার পক্ষে সওয়াল করেছিলেন তাপসবাবুই। সেই ‘নীতি’ তাঁর উপরেও প্রযোজ্য হওয়া উচিত বলে জানিয়েছেন যুব সম্পাদক।

জুতোয় বুদ্ধ
গৌতম বুদ্ধের ছবি আঁকা জুতো বাজারে ছেড়েছিল একটি বিদেশি জুতো প্রস্তুতকারক সংস্থা। তার বিরুদ্ধে ধর্মীয় বিশ্বাসে আঘাতের মামলা করেছে হরিয়ানা পুলিশ।

আরও গ্রেফতার
সন্ত্রাসবাদী কাজে জড়িত সন্দেহে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। নাম, নায়িম সিদ্দিকি। আগে ধৃত ১৪ জনকে জেরা করে সিদ্দিকির খোঁজ পায় পুলিশ।

ভুলের মাসুল
ভুল তারিখের টিকিট দেওয়ায় জরিমানা হল রেলের। এক বৃদ্ধকে ভুল টিকিট দেওয়ায় তাঁকে ১০,৪৫৯ টাকা দিতে রেলকে নির্দেশ দিয়েছে দিল্লির ক্রেতা সুরক্ষা ফোরাম।

আটক বাইশ
এক ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেন কিছু ব্যক্তি। গণ্ডগোলে মৃত্যু হয় এক জনের। এই ঘটনায় ২২ জনকে আটক করা হয়েছে সোমবার।

কপাডিয়ার পর
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কপাডিয়া অবসর নেবেন এ মাসেই। পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে আলতামাস কবীরের নাম ঘোষণা করলেন তিনি।

কেজরিওয়ালের বয়ান
কয়লা কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদে সমর্থকদের হয়রান না করে তাঁকেই গ্রেফতার করা হোক, জানান অরবিন্দ কেজরিওয়াল। গ্রেফতার না করে তাঁর বয়ান রেকর্ড করল পুলিশ।

ধর্ষণের সাজা
নিজেরই ১৬ বছরের ভাইঝিকে অপহরণ করে ধর্ষণ করেছিলেন মহেশ গয়াল। সোমবার তাঁর সাত বছর কারাবাসের সাজা ঘোষণা করলেন বিচারক।

জ্যান্ত দগ্ধ
বাড়ির অমতে প্রেম করছিল মেয়ে। মেয়ের প্রেমিককে বাড়িতে নেমন্তন্ন করে জীবন্ত জ্বালিয়ে দিল মেয়েটির বাড়ির লোকজন। রবিবার ইন্দিরা নগরের ঘটনা।

প্রেমিকের প্রতিশোধ
অন্যত্র বিয়ে হয়েছে প্রেমিকার। সেই রাগে প্রেমিকা, তার বাবা, বোন-সহ চার জনকে গুলি করে মারল এক যুবক। এর পর নিজেকেও গুলি করে শেষে করে দিয়েছে সে।

হঠাৎ বিয়ে
বিয়ের আসর থেকে উধাও হয়ে গিয়েছিলেন হবু বর। না, লগ্ন পেরোয়নি। সেই রাতেই বিয়ে হল কনের। এগিয়ে আসেন স্থানীয় এক ব্যক্তি। সুখেই চলছে তাঁদের সংসার।

ঘুষের শাস্তি
প্রাক্তন সহকর্মীর পেনশনের ব্যবস্থা করতে ঘুষ নেন সরকারি হাসপাতালের এক কর্মী। সোমবার তাঁর আড়াই বছর জেলের নির্দেশ দেন বিচারক।

ঠাকরের নামে মামলা
সম্প্রতি বিহারিদের বিরুদ্ধে তোপ দাগেন রাজ ঠাকরে। বিহারিদের অপমান করায় তাঁর বিরুদ্ধে মামলা করলেন এক ব্যক্তি।

হাজারিবাগে ডিটোনেটার উদ্ধার
কাল রাতে হাজারিবাগের সদর থানা এলাকায় এক যুবককের কাছ থেকে ব্যাগভর্তি ডিটোনেটার উদ্ধার হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.