উত্তমকুমারের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, মহাকরণে। ছবি: রাজীব বসু |
দক্ষিণ কলকাতার টাউনশেন্ড রোডের নাম ‘উত্তমকুমার সরণি’ হবে। সোমবার শিল্পীর জন্মদিনে তাঁর পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অনুরোধ করে। মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রস্তাব গিয়েছে পুরসভার রাস্তা নামকরণ কমিটিতে।”
|
ঠাকুরপুকুরের এক দম্পতি বাজার করতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন। জয়ন্ত ও রিমা মজুমদার নামে ওই দম্পতি রবিবার বিকেলে পরিবারের সঙ্গে শেষ কথা বলেন।
|
সাহেববাগানের যুবতীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে। তাকে ধরার দাবিতে অবরোধ হয় নারকেলডাঙা মেন রোডে।
|
আগুনের গ্রাসে ভলভো বাস। সোমবার বিদ্যাসাগর সেতুতে। —নিজস্ব চিত্র |
দ্বিতীয় বিদ্যাসাগর সেতুর কাছে সোমবার সকালে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে হঠাৎই আগুন লেগে যায়। যাত্রীরা নিরাপদেই নেমে যান। বাসটি পুড়ে গিয়েছে।
|
হরিদেবপুরে এক বধূর অপমৃত্যুতে তাঁর শ্বশুরবাড়িতে ভাঙচুর চালাল জনতা। প্রিয়া মণ্ডল নামে ওই বধূর গলায় দড়ির ফাঁস ছিল। স্বামী রাজেশ মণ্ডল পলাতক। |