ভোডাফোন নিয়ে তড়িঘড়ি ব্যবস্থা চান না চিদম্বরম |
মোবাইল পরিষেবা সংস্থা ভোডাফোনের বিরুদ্ধে তাড়াহুড়ো করে কোনও ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দিলেন পি চিদম্বরম। এ প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “এ ক্ষেত্রে তড়িঘড়ি করে কোনও সিদ্ধান্ত নেবেন না আয়কর বিভাগের কর্তারা। এটা কোনও ছোটখাটো অঙ্ক নয়, যে তা করা হবে।” বিষয়টি নিয়ে কোনও পদক্ষেপ করার আগে সোম-কমিটির সুপারিশ-সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দাম বাড়ল পাউরুটির। প্রতি পাউন্ড বা ৪০০ গ্রামে ২ টাকা করে। সোমবার থেকেই ওই দাম কার্যকর করা হয়েছে বলে জানান পাউরুটি প্রস্তুতকারক সংগঠনগুলির জয়েন্ট অ্যাকশন কমটির সম্পাদক ইদ্রিশ আলি। যদিও কিছু প্রস্তুতকারক কিছু দিন আগেই থেকেই বর্ধিত দাম নিচ্ছেন। ২০০৯ সালের পর এই প্রথম পাউরুটির দাম বাড়ল বলে দাবি ইদ্রিশবাবুর। তিনি বলেন, “পাউরুটি তৈরির কাঁচামাল ময়দা, চিনি, ঘি, ইস্ট এবং জ্বালানির দাম বেড়ে যাওয়ার ফলেই দাম বাড়াতে বাধ্য হলেন প্রস্তুতকারকরা।”
|
জুলাইয়ে ফের কমলো রফতানি। সঙ্কুচিত হল ১৪.৮% (৩ বছরে সব থেকে বেশি)। পৌঁছল ২,২৪০ কোটি ডলারে। ৭.৬% কমেছে আমদানিও। |