টুকরো খবর |
বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
|
ছবি: সব্যসাচী ইসলাম। |
বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্রে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রাহক। সোমবারের ওই ঘটনায় বিক্ষোভ দেখান রামপুরহাট থানার শ্রীকৃষ্ণপুর-পাখুড়িয়া গ্রামের বাসিন্দারা। বিক্ষোভকারীদের মধ্যে সিরাজউদ্দিন শেখ, মহম্মদ ইসমাইলদের অভিযোগ, “সম্প্রতি যে বিল পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে গ্রামের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের অসঙ্গতিপূর্ণ বিল দেওয়া হয়েছে।” এ দিন সংশ্লিষ্ট দফতরের রামপুরহাট শাখার সহকারি বাস্তুকারের কাছে ওই অসঙ্গতিপূর্ণ বিল প্রত্যাহার করে নতুন বিল দেওয়ার দাবি জানান তাঁরা। পাশাপাশি ওই গ্রাহকদের আরও অভিযোগ, সময় মতো মিটারের রিডিং না নেওয়ার জন্যই বিদ্যুৎ বিলে এই অসঙ্গতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির রামপুরহাট শাখার গ্রাহক পরিষেবা কেন্দ্রের সহকারি বাস্তুকার সূর্যপ্রকাশ সিংহ বলেন, “নতুন পদ্ধতির জন্য এই গণ্ডগোল হয়েছে। অসঙ্গতি দূরে ব্যবস্থা নেওয়া হবে।” রামপুরহাটে গ্রাহকদের বিক্ষোভ। |
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
স্কুল পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে নিজেদের প্রার্থীদের জোর করে মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়ে নেওয়ার অভিযোগ করল কংগ্রেস। একই অভিযোগ করেছে সিপিএমও। সোমবার কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে মহকুমাশাসক ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। আগামী ৯ সেপ্টেম্বর বোলপুরের জামবুনি শ্রীনন্দা উচ্চবিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচন। এই নির্বাচনে লড়াই করবার জন্য ৯টি মনোনয়ন পত্র জমা দিয়েছিল কংগ্রেস। বোলপুর শহর ও ব্লক কংগ্রেস কমিটির পক্ষে মহম্মদ জাহাঙ্গির হোসেন ও তপন সাহার অভিযোগ, “ তৃণমূল আমাদের ৬ প্রার্থীকে জোর করে মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করেছে।” সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্রও তৃণমূলের প্রতি অভিযোগ করে বলেন, “আমাদের ২ জন প্রার্থীকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়ে নেওয়া হয়েছে।’’ যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের জেলা কমিটির সহ-সভাপতি বিকাশ রায়চৌধুরী। কংগ্রেস নেতৃত্ব সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে ১৪৪ ধারা জারির আবেদন জানিয়েছে। বোলপুরের মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, ‘‘নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে হয়, তার জন্য পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।” অন্য দিকে, জেলার পুলিশ সুপার হৃষিকেশ মিনা জানিয়েছেন, কংগ্রেসের অভিযোগের তদন্ত হবে। |
উদ্ধার নিখোঁজ মহিলা-সহ ৩
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
জলপাইগুড়ির নিখোঁজ এক মহিলা ও তাঁর দুই ছেলেমেয়েকে সোমবার বোলপুর থেকে উদ্ধার করল পুলিশ। বীরভূমের পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “ওই মহিলা ও তাঁর ছেলেমেয়েকে চিহ্নিত করা গিয়েছে। এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অগস্ট জলপাইগুড়ির জয়গাঁও থানার রামগাঁওয়ের বাসিন্দা শ্রবণ প্রসাদ তাঁর স্ত্রী ও ছেলেমেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেছিলেন। এ দিন বোলপুর থানায় শ্রবণবাবু বলেন, “২৮ অগস্ট আমাকে ফোন করে স্ত্রী ও ছেলেমেয়ের হদিশ দেওয়ার বদলে ২০ হাজার টাকা দাবি করা হয়। মোবাইল টাওয়ারের সূত্র ধরে জানতে পেরেছিলাম বোলপুর থেকে ওই ফোন করা হয়েছিল।” সোমবারই তিনি দ্বারস্থ হন বোলপুর থানার। দুপুরে বোলপুর পুলিশের এসআই সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন তদন্ত কেন্দ্রের ওসি পার্থসারথি মণ্ডল ও এএসআই জাকির আলিকে নিয়ে একটি বিশেষ তদন্ত দল গড়েন বোলপুরের ভারপ্রাপ্ত আইসি শ্যামল কুণ্ডু। সাদা পোশাকে শহরের আটটি জায়গায় অভিযান চালিয়ে শেষে সুরুল থেকে উদ্ধার করা হয় নিখোঁজদের। ওই মহিলার অবশ্য দাবি, তিনি ছেলেমেয়েদের নিয়ে স্বেচ্ছায় বোলপুরে এসেছিলেন। |
ট্রেন থেকে অচৈতন্য দম্পতি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ফের যাত্রীদের মাদক খাইয়ে ট্রেনে কেপমারির ঘটনা ঘটল। সোমবার সকালে হাওড়া-মালদহ ইন্টারসিটি এক্সপ্রেসে যাত্রীরা দুই দম্পতিকে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে রামপুরহাট স্টেশনে নামিয়ে দেন। পরে রেল পুলিশ তাঁদের উদ্ধার করে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। ওই যাত্রীদের একজনের পকেটে থাকা মোবাইল নম্বরের সূত্রে ধরে তাঁদের পরিচয় ও ঠিকানা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা হলেন, বকসুর শেখ, তাঁর স্ত্রী রিজিয়া বিবি এবং দিল মহম্মদ ও তাঁর স্ত্রী টগরি বিবি। তাঁদের বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার উদিতনগর গ্রামে। রেল পুলিশ বকসুরের ছেলে রেন্টু শেখের সঙ্গে যোগাযোগ করেছে। এ দিন যোগাযোগ করা হলে রেন্টু বলেন, “তিনদিন আগে বাবা চিকিৎসার জন্য বিহারের যোগবাণী গিয়েছিলেন। সঙ্গে কাকা-কাকিমাও ছিলেন। গতকালই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল।” রেল পুলিশের সন্দেহ, ওই যাত্রীদের মাদক জাতীয় কিছু খাইয়ে টাকাপয়সা লুঠ করা হয়েছে। প্রসঙ্গত, আট মাস আগেই রামপুরহাট স্টেশনে মাদকাসক্ত অবস্থায় এক দম্পতিকে উদ্ধার করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। |
স্কুলে বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
এক যুবককে শিক্ষাকর্মীর পদে নিয়োগ দেওয়ার দাবিতে সোমবার নলহাটি থানার সুলতানপুর হাইস্কুলে বিক্ষোভ দেখাল তৃণমূল। বিক্ষোভকারীদের দাবি, জেলা স্কুল শিক্ষা দফতর থেকে প্রধান শিক্ষককে একাধিকবার ওই যুবককে শিক্ষাকর্মী পদে নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পাঠানোর নির্দেশ দেওয়া হলেও তিনি তা পালন করছেন না। যদিও অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক সঞ্জয় দাস বলেন, “ওই পদের জন দু’জন দাবিদার। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। মামলা মিটে গেলে আদালতের নির্দেশ মোতাবেক নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে কোনও সমস্যা নেই।” অন্য দিকে, বিক্ষোভকারীরা ওই স্কুলের মিড-ডে মিলের মান ও আদিবাসী হোস্টেলের পরিষেবা নিয়েও বিক্ষোভ দেখায়। সঞ্জয়বাবু এই দাবি অস্বীকার করেছেন। |
‘নকল’ জর্দা, আটক
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
একটি প্রসিদ্ধ বাণিজ্যিক সংস্থার ‘নকল’ জর্দা-সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ। সোমবার সাঁইথিয়ার নন্দেকেশ্বরী তলা এলাকা থেকে নিমাইচরণ চন্দ্র নামে নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থার অভিযোগের ভিত্তিতে নিমাইবাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দিন অভিযুক্তের দোকান থেকে পুলিশ ২০৫ প্যাকেট ‘নকল’ জর্দার প্যাকেট বাজেয়াপ্ত করে। আটক ব্যক্তির অবশ্য দাবি, ওই জর্দা কেনার বৈধ কাগজপত্র রয়েছে তাঁর কাছে। |
যুবক উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
এক যুবককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করল স্থানীয় বাসিন্দাদের একাংশ। সোমবার সাঁইথিয়া মুরাডিহি কলোনির লোকজন সুব্রত দত্ত নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুব্রতবাবুর বাড়ি সাঁইথিয়ার ১৪ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লিতে। চিকিৎসকদের ধারণা, ওই ব্যক্তি কীটনাশক জাতীয় কিছু খেয়েছেন। এ দিন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুব্রতবাবুকে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। |
পৃথক আইনের দাবি |
বেসরকারি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্কুলগুলির জন্য পৃথক আইন প্রণয়নের দাবি তুলল বেসরকারি স্কুলগুলির একটি সংগঠন। রবিবার রামপুরহাট কলেজে তাঁদের ‘শিক্ষার অধিকার’ শীর্ষক আলোচনায় ওই দাবি ওঠে। |
|