টুকরো খবর
‘প্রতারণা’, বিক্ষোভ
—নিজস্ব চিত্র।
নেটওয়ার্কিং ব্যবসার আড়ালে মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার অভিযোগে সোমবার হিরাপুরের রবীন্দ্রনগর এলাকার একটি বেসরকারি অফিসে ভাঙচুর চালালেন এক দল লোকজন। ওই ব্যবসায় জড়িত লোকজনদের গ্রেফতারের দাবিতে কিছুক্ষণ বার্নপুর রোডও অবরোধ করেন তাঁরা। পরে হিরাপুরের সিআই শ্যামল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী এসে অবরোধ তোলে। ওই নেটওর্য়াকিং কোম্পানির এক আধিকারিককে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের দাবি, ওই কোম্পানিটি মূলত ঝাড়খণ্ডের। মাস কয়েক আগেই হিরাপুরের রবীন্দ্রনগরে তাঁরা একটি শাখা খুলেছে। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের চেয়ে অনেক বেশি হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা সাধারণ আমানতকারীদের প্রচুর টাকা আত্মসাৎ করেছে। এ দিন সকালে এক দল বিক্ষোভকারী প্রথমে ওই অফিসে গিয়ে বিষয়টি জানতে চান। কিন্তু কোনও সদুত্তর না পাওয়ায় ভাঙচুর চালান তাঁরা। বেগতিক দেখে অফিসের কয়েক জন কর্মচারী পালিয়ে যান। কিন্তু একজন আধিকারিককে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। সুরক্ষার দাবিভূগর্ভে সুরক্ষা, পরিস্রুত পানীয় জল সরবরাহ, বেহাল খনি আবাসনগুলি রক্ষণাবেক্ষণের দাবিতে শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে কেএমসির নেতৃত্বে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ দেখালেন খনি-কর্মীরা। তাঁদের দাবি, ভূগর্ভে হাওয়া চলাচলের ব্যবস্থা বিপর্যস্ত। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে আবাসনগুলিতে বসবাস করা বিপজ্জনক হয়ে উঠছে। খনি থেকে অপরিস্রুত জল তুলে কর্মী আবাসনে সরবরাহ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে ব্যবস্থা bনেওয়া হবে।

পথ দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের
পথ দুর্ঘটনায় মৃত্যু হল নবারুণ প্রামানিক (৪৬) নামে এক চিকিৎসকের। তিনি কলকাতার এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন। কাঁকসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাঁর কর্মজীবন শুরু হয়। পরে যোগ দেন মানকর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় বুদবুদ থেকে মোটরবাইকে চড়ে পানাগড়ে একটি ওষুধের দোকানে রোগী দেখতে আসছিলেন তিনি। সেই সময়ে দার্জিলিং মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে কাঁকসা ও বুদবুদ এলাকায়।

প্রাথমিক শিক্ষকদের দাবি জামুড়িয়ায়
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক ও নার্সারি, পাশ-ফেল ও বৃত্তি পরীক্ষা চালু করা-সহ একগুচ্ছ দাবিতে জামুড়িয়া চক্র ১ অবর পরিদর্শক কার্যালয়ে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জামুড়িয়া চক্র ১-এর সদস্যেরা। তাঁরা অবর পরিদর্শক চিন্ময় হাজরার হাতে একটি দাবিপত্র তুলে দেন। সমিতির সম্পাদক রমেশ চন্দ্র মাজি জানান, এখনও অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে পানীয় জল ও বিদ্যুৎ সংযোগ নেই। এছাড়া শিক্ষকদের পিতৃত্বজনিত এক মাসের ছুটি, ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিশেষ ভাতা-প্রদান, অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার দাবিতে তাঁরা আন্দোলন শুরু করেছেন। অবর পরিদর্শক চিন্ময় হাজরা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবিপত্রটি পাঠানো হবে।

কলেজে মন্ত্রী
বিধাননগরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে সোমবার যোগ দিলেন রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি জানান, রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে কারিগরি শিক্ষার প্রসারে ব্যাপক গুরুত্ব দেওয়া হচ্ছে। তারই অঙ্গ হিসাবে দুর্গাপুরে একটি স্বয়ংসম্পূর্ণ পলিটেকনিক কলেজ গড়ে তোলা হবে। পাশাপাশি, দুর্গাপুরের আইটিআইটিরও মানোন্নয়ন করা হবে বলে জানান তিনি।

খনি চালু করার দাবি
পড়াশিয়া ২ নম্বর খনি চালু করার দাবিতে ৪ নম্বর পিটে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। তাঁদের দাবি, এক বছর আগে ভূগর্ভে জল ঢুকে গেলে খনিটি বন্ধ করা হয়। জল বের করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, খনিটি বন্ধ করে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। কর্তৃপক্ষ জানান, এমন আশঙ্কা ঠিক নয়। যথাসময়ে খনি চালু হবে।

ইএসআইয়ের দাবি
পিএফ, ইএসআই, পরিচিতিপত্রের দাবিতে সোমবার দুর্গাপুরের হেতেডোবা শিল্পতালুকের ৫ টি বেসরকারি কারখানায় বিক্ষোভ দেখায়ল আইএনটিটিইউসি। সংগঠনের নেতা নিখিল নায়ক জানান, বার বার আর্জি জানালেও কর্তৃপক্ষ উদাসীন। তাই এ দিন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

অভিযুক্ত পুলিশ
পুলিশের মারে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরে। পুলিশের দাবি, মৃত উত্তম মালকে (৩৩) দুষ্কৃতী সন্দেহে ধরা হলে তিনি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে জখম হয়েছিলেন।

কোথায় কী
কাটোয়া
বিমা সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা। এলআইসি বিল্ডিং। সকাল ১০টা। উদ্যোগ: ভারতীয় জীবন বিমা নিগম।

দুর্গাপুর

অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতিশ সরকার স্মৃতি ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ।
বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব।

অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতিশ সরকার স্মৃতি ফুটবল। গ্যামন ব্রিজ মাঠ।
বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব।

জামুড়িয়া

ফুটবল। রাজারামডাঙা মাঠ। বিকাল ৪টা।

চিত্তরঞ্জন

ফুটবল। ফতেপুর মাঠ ও এইচসিএল মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.