মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কৃষক-দরদে’র প্রশংসা করে কিছু দিন আগেই দলে ‘সতর্কিত’ হয়েছিলেন। ফের সেই মুখ্যমন্ত্রীকে ‘কৃষক-দরদী’ বলে আখ্যা দিলেন বালুরঘাটের আরএসপি সাংসদ প্রশান্ত মজুমদার। এ বারও যথারীতি তাঁর মন্তব্যে বাম মহলে ক্ষোভ ও বিতর্ক তৈরি হয়েছে।
গত শুক্রবার একটি সভায় রেলের ওয়াগন কারখানার শিলান্যাস-সহ একাধিক প্রকল্প ঘোষণা করেন মমতা। সভামঞ্চে ছিলেন প্রশান্তবাবু। পরে তিনি বলেন, “উনি কৃষক-দরদী।” রবিবার সকালে তিনি দলীয় কার্যালয়ে পৌঁছতেই সতীর্থদের সমালোচনার মুখে পড়েন। কেন তিনি মমতার প্রশংসা করেছেন, তার ব্যাখ্যা চেয়ে তাঁকে কটাক্ষ করা হয় বলেও অভিযোগ। প্রশান্তবাবু অবশ্য এ দিনও বলেছেন, “যা সত্যি, তা-ই বলেছি! অন্য কিছু তো বলিনি!”
এর আগে মুখ্যমন্ত্রীকে ‘কৃষকের মা’ বলে সমালোচনার মুখে পড়েন প্রশান্তবাবু। তাঁর এ বারের মন্তব্য প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর বক্তব্য, “প্রশান্তবাবু কেন এ কথা বলেন, তা না-জেনে মন্তব্য করতে পারব না।” সিপিএমের জেলা সম্পাদক মানবেশ চৌধুরী বলেন, “উনি কেন সভায় গেলেন, জানি না। এটা ওঁর দল দেখবে। তবে পুরোটাই রুচির বিষয়।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হীরেন সাহার বক্তব্য, “বাম আমলে নেওয়া প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে সাংসদের প্রশংসা করার কিছু নেই!” |