টুকরো খবর
ধাওয়া করে গাড়ি থামিয়ে লুঠ
ধাওয়া করে গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৪০ লক্ষ টাকা লুঠ করে পালানোর অভিযোগ উঠেছে এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার রাতে শিলিগুড়ির বিধাননগরে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ দুষ্কৃতীদের গাড়িটির পিছু নেয়। মাঝপথে গাড়ি থেকে নেমে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে। পুলিশ জানায়, যে ব্যাগে টাকা ছিল বলে অভিযোগকারীরা দাবি করেছেন গাড়ি থেকে সেটি উদ্ধার করা হয়। তবে ব্যাগে কাগজপত্র ঠিক থাকলেও টাকা ছিল না। পুলিশ ঘটনার তদন্ত করছে। দার্জিলিং জেলা পুলিশ সুপার কুণাল অগ্রবাল বলেন, “অভিযোগকারীরা জানিয়েছেন, কোচবিহার থেকে তাঁরা ৩ জন ওই টাকা নিয়ে একটি ছোট গাড়িতে করে বর্ধমান যাচ্ছিলেন। পথে দুষ্কৃতীদের একটি গাড়ি তাঁদের ধাওয়া করে। বিধাননগর এলাকায় দুষ্কৃতীরা তাঁদের গাড়িটিকে দাঁড় করায়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ৪০ লক্ষ টাকা ভর্তি ব্যাগ লুঠ করে পালায় বলে অভিযোগ।” পুলিশ দুষ্কৃতীদের খুঁজছে।

বিদ্যুৎ-বিভ্রাট, ক্ষোভ
গ্রাহকদের আগাম না জানিয়ে পুজোর আগে মেরামতির কাজের জন্য ফালাকাটায় প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। রবিবার ওই ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পুজোর আগে বিদ্যুৎ বিপর্যয় ঠেকাতে এ দিন সকাল থেকে রাস্তার আশেপাশের গাছের ডাল ছেঁটে ফেলার কাজ শুরু করেন বিদ্যুৎ পর্ষদের কর্মীরা। বন্ধ রাখা হয় বিদ্যুৎ সরবরাহ। ওই পরিস্থিতিতে অসহ গরমে নাকাল হতে হয় বাসিন্দাদের। গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ থাকবে না সেটা আগাম জানানো হয়নি। তাই অনেকে বাড়িতে জলকষ্টে পড়েন। সমস্যা দেখা দেয় হাসপাতালের রোগীদের। কেন মাইকে আগাম প্রচার না করে বিদ্যুৎ পরিষেবা বন্ধা রাখা হল সেই বিষয়ে পর্ষদের কর্তারা অবশ্য স্পষ্ট কিছু জানাতে পারেননি। পর্ষদের আলিপুরদুয়ারের ইঞ্জিনিয়র সৌমেন দাস বলেন, “শুনেছি দু’ঘন্টার জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে। ওই কারণে মাইকে প্রচার করা হয়নি। প্রচার না করে এত সময় কেন পরিষেবা বন্ধ, সেটা খোঁজ নিয়ে দেখব।”

দেহ ময়নাতদন্তে
এক বনকর্মীর মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হল। শনিবার দুপুরে রাজাভাতখাওয়া রেঞ্জের ডিমা বিটের এক বন শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর পরিবারের দাবি, তাঁর গুলির আঘাতে মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া জানান, মতিয়ার রহমান (৫৮) নামে ওই বন কর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের তরফে মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। মৃত ব্যক্তির বাঁ চোখে একটি ক্ষত রয়েছে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ার রেঞ্জ অফিসার জগন্নাথ গঙ্গোপাধ্যায় জানান, মতিয়ার রহমান জঙ্গলে টহল দিতে যান। সেখানে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি পরিষ্কার হবে।

সক্রিয় পাচার চক্র
প্রত্যন্ত গ্রাম, বনবস্তি ও চা বাগান এলাকার মহিলাদের কাজের প্রলোভন দেখিয়ে ভিনরাজ্যে পাচার করার চক্র সক্রিয় হয়ে উঠেছে ডুয়ার্সে। রবিবার এমনই একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করল শামুকতলা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে হয়েছে এক আদিবাসী মহিলাকে। এদিন সকালে শামুকতলা থানার ডাঙি এলাকা থেকে এসএসবি জওয়ানেরা পাচারকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বাবুল দাস ও বীনা মুন্ডা। বাবুলের বাড়ি শামুকতলার তুরতুরি মিশন এলাকায়। বীনা মুন্ডার বাড়ি চুনিয়াঝোড়া চা বাগানের চার মাইলে। উদ্ধার হওয়া চুনিয়াঝোরা চা বাগানের ওই মহিলা সাতদিন নিখোঁজ ছিলেন। ভিনরাজ্যে কাজের কথা বলে তাকে লুকিয়ে রেখে এলাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ।

শিবির পরিদর্শন
নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার শামুকতলা মোমিলপাড়া শরণার্থী শিবির ঘুরে দেখলেন জলপাইগুড়ি পুলিশ সুপার সুগত সেন। তাঁর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। পুলিশ সুপার জানান, মূলত ক্যম্পের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি একটি স্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। নামনি অসমে গোষ্ঠী সংঘর্ষের পর জুলাই মাসের মাঝামাঝি শামুকতলার ওই এলাকায় শিবিরটি খোলা হয়। বর্তমানে শিবিরে ৮৪৫ জন শরণার্থী আছেন। মোমিনপাড়া ছাড়াও ডুয়ার্সের নয় মাইলের শিবিরে ১৪ জন এবং মাদারিহাট শিবিরে ৯৫ জন শরণার্থী আছেন।

সাজছে স্টেডিয়াম
ফেডারেশন কাপের দিকে লক্ষ্য রেখে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নের কাজ জোরকদমে চলছে। রবিবার শিলিগুড়ির পূর্ত দফতরের বাংলোতে সাংবাদিক বৈঠক করে ওই কথা জানান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফডারেশনের কাপের খেলা শুরু হবে। ফ্লাড লাইটের উদ্বোধন হয়ে গিয়েছে। ভিআইপি বক্স, প্রেস বক্সের পরিকাঠামো উন্নতির কাজও শেষের দিকে।

মারধর, ছিনতাই
এক তরুণকে মারধর করে তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চার বাইক আরোহীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি শিলিগুড়ি থানার কলেজ পাড়ায়। ওই যুবকের বাবা হিরণ্ময় সাহা পুলিশে জানিয়েছেন। অভিযোগ, দুটি বাইকে থাকা চার যুবক ওই তরুণের পথ আটকে জোর করে তাঁকে একটি বাইকে তুলে বেশ কিছুটা নিয়ে যায়। সেখানে নামিয়ে তাঁকে মারধর করে মোবাইল কেড়ে নিয়ে যায়।

আইওসি দিবস
ইন্ডিয়ান অয়েল দিবস পালিত হল জলপাইগুড়ির রাণীনগর ‘বটলিং প্ল্যান্টে’। শনিবার সংস্থার তরফে রানিনগরের অফিস চত্বরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সংস্থার সিনিয়র প্ল্যান্ট ম্যানেজার আশিসতরু রায় জানান, প্ল্যান্টের সঙ্গে যুক্ত ট্যাঙ্কার চালক, খালাসি ও অন্যান্য কর্মীদের চোখও পরীক্ষা করানো হয়। শতাধিক চুক্তি ভিত্তিক কর্মী ও চালক, খালাসির স্বাস্থ্য পরীক্ষা হয়। সংস্থার অফিসার, কর্মীরাও শিবিরে যোগ দেন।

দুর্ঘটনায় মৃত্যু
বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সরকারি কর্মীর। রবিবার বিকালে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃত ব্যক্তি নরেন বর্মন (৫৫)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.