টুকরো খবর
খুনে জড়িত অভিযোগে ধৃত
গ্রামের এক বাসিন্দাকে খুনের জড়িত থাকার অভিযোগে পুলিশ বঙ্গেশ্বর মুর্মু নামে এক যুবককে গ্রেফতার করেছে। বঙ্গেশ্বরের বাড়ি বান্দোয়ান থানার মা কপালি গ্রামে। শনিবার তাঁকে গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মা কপালি গ্রামের বাসিন্দা শ্রীকান্ত হাঁসদা এলাকায় ঝাড়খণ্ডী কর্মী হিসেবে পরিচিত ছিলেন। ২০১০ সালে ১২ জুলাই রাতে শ্রীকান্তবাবুকে গুলি করে খুন করা হয়েছিল। ঘটনায় জড়িত অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা বঙ্গেশ্বরের নাম উঠে এসেছিল। পুলিশ জানিয়েছে, ওই গ্রামেরই আরেক বাসিন্দা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কর্মী দেবাশিস বেসরা ওই খুনের ঘটনার তিন সপ্তাহ পরে গুলিবিদ্ধ হন। এই ঘটনাতেও বঙ্গেশ্বর জড়িত রয়েছে বলে প্রমান পাওয়া গিয়েছে বলে পুলিশের দাবি। ঘটনার পর থেকে বঙ্গেশ্বর এলাকা ছাড়া ছিলেন বলে পুলিশ জানায়। রবিবার বঙ্গেশ্বর মুর্মুকে পুরুলিয়া আদালতে হাজির করানো হলে আবেদনের প্রেক্ষিতে বিচারক তাঁকে দু’দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

গ্রেফতার যুবক
এক ছাত্রীকে অপহরণের অভিযোগে তারই পড়শি এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার করা হয় ওই কিশোরীকে। খাতড়া থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত গৌতম বাউরি’র বয়েস ২৪ বছর। খাতড়ার ছিরুডি গ্রামে তার বাড়ি। শনিবার সকালে খাতড়ার পাম্পমোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের দু’জনকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৮ অগস্ট থেকে নিখোঁজ ছিল দশম শ্রেণির ওই ছাত্রী। ১০ অগস্ট তার বাবা খাতড়া থানায় ওই যুবকের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ দায়ের করেন। পুলিশের দাবি, গোপন সূত্রে খবর পেয়ে ওই কিশোরী ও যুবককে খাতড়ার পাম্পমোড় থেকে ধরা হয়। সে দিন দু’জনকে খাতড়া আদালতে হাজির করানো হলে, বিচারক যুবকটিকে ১৪ দিন জেলহাজতে পাঠান। কিশোরীকে হোমে রাখার নির্দেশ দেন।

আইনি পরিষেবার উদ্বোধন পুরুলিয়ায়
পঞ্চায়েতস্তরে আইনি সহায়তা পরিষেবার উদ্বোধন হল পুরুলিয়ায়। রবিবার পুরুলিয়া ২ ব্লকের রাঘবপুর পঞ্চায়েতে এই পরিষেবার উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু। প্রশাসন জানিয়েছে, প্রতিটি পঞ্চায়েতে সপ্তাহে দু’দিন মানুষজন প্যারা-লিগাল ভলেন্টিয়ার্সের কাছ থেকে আইনি সহায়তা পাবেন। অনিরুদ্ধবাবু বলেন, “পঞ্চায়েত স্তরে মানুষজন আইনি সাহায্য পাবেন-- এটা অবশ্যই ভাল। উপস্থিত ছিলেন রাজ্যের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্প দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি বিলাসীবালা সহিস, জেলা বিচারক সমরেশপ্রসাদ চৌধুরী, জেলাশাসক অবণীন্দ্র সিংহ, পুলিশ সুপার সি সুধাকর প্রমুখ। জেলার আরও ২১টি পঞ্চায়েতে এই পরিষেবা চালু হয়। জেলাশাসক বলেন, “আগামী অক্টোবরের মধ্যে সব পঞ্চায়েতেই পরিষেবা চালু হবে।”

গাড়ি উল্টে জখম ১২
পিক-আপ ভ্যান উল্টে জখম হলেন ১২ জন শ্রমিক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বোরো থানার তামাখুন গ্রামের কাছে। জখম চার জনকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। দু’জন স্থানীয় বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বোরো থানার তামাখুন, পুড়দহ, দাসিহিড়া প্রভৃতি গ্রামের কিছু বাসিন্দা টাটাতে কাজ করতে যান। তামাখুনের সজল মাঝি, বাসন্তী মাঝি ও সারথী মাঝিরা এ দিন কাজ করতে যাওয়ার জন্য ওই পিক-আপ ভ্যানে সওয়ার হয়েছিলেন। তাঁদের কথায়, “গ্রাম থেকে বের হওয়ার মুখে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আমরা মাটিতে পড়ে যাই। গাড়িটা আমাদের উপর পড়ে।” বারি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বিশ্বজিৎ সিংহ বলেন, “আহতদের হাত-পা ভেঙেছে। কয়েকজম মাথায় চোট পান।”

শিশুকন্যা উদ্ধার
উদ্ধার হওয়া শিশু। —নিজস্ব চিত্র।
পাহাড়ের রাস্তায় পড়ে থাকা তিন মাসের এক শিশু কন্যাকে উদ্ধার করলেন এক বাসিন্দা। পুলিশের সাহায্যে সেই শিশুটিকে পরে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। গত শুক্রবার রাতে শিশুটি উদ্ধার হয়। জেলা চাইল্ড লাইনের তরফে অংশুমান বন্দ্যোপাধ্যায় জানান, ঝালদায় একটি পাহাড়ের রাস্তায় শিশুটিকে পাওয়া যায়। পুরুলিয়া হাসপাতালে তার দেখাশোনা চলছে। আজ সোমবার, তাকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে উপস্থাপন করা হবে।

পুলিশ হেফাজত
সিপিএম নেতা খুন-সহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে সারেঙ্গা থেকে ধৃত ‘মাওবাদী’ সদস্য সুনীল টুডুকে পুলিশ হেফাজতে পাঠাল খাতড়া আদালত। শনিবার ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে বিচারক তাকে ৪ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। শুক্রবার বিকেলে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। ২০১০ সালের ২৭ জানুয়ারি সারেঙ্গার খেপারডাঙা গ্রামের বাসিন্দা, সিপিএমের জোনাল সদস্য রঞ্জিত হেমব্রমকে বাড়ি থেকে বের করে খুন করে মাওবাদীরা। পুলিশের দাবি, ওই ঘটনায় সুনীল জড়িত।

কর্মী সম্মেলন
দলীয় শৃঙ্খলা না মানলে বহিস্কার করা হবে বলে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো। রবিবার দুলালডি গ্রামে মানবাজার ১ ব্লক তৃণমূলের পঞ্চায়েতিরাজ কর্মিসভায় তিনি এ কথা বলেন। সভায় বিধায়কেরাও ছিলেন। এ দিন ইন্দাস হাইস্কুলে কংগ্রেসের কর্মী সম্মেলন হয়। ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় ঘোষ, জেলা কংগ্রেস সভাপতি ব্রজবাসী বিশ্বাস প্রমুখ।

দোকানে চুরি
দোকানের ছাদ ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে আদ্রার বড়বাজারের একটি মোবাইল ফোনের দোকানে। দোকানের ছাদ ভেঙে শনিবার রাতে চুরি হয়। দোকনের মালিক আকিফ আখতার খান জানান, সকালে দোকান খুলে দেখেন চুরি হয়েছে প্রায় ৮০টি মোবাইল-সহ অন্যান্য সামগ্রী। নগদ কয়েক হাজার টাকাও চুরি করেছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.