আবাসিক বিদ্রোহের পরেও পুরুলিয়ার আনন্দমঠ হোমের খাবারের মান ফেরেনি বলে সমাজকল্যাণ দফতরের বিশেষ কমিটির কাছে ক্ষোভ প্রকাশ করলেন আবাসিকরা। শনিবার দুপুরে কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক জেলাশাসক অবণীন্দ্র সিংহ ও কমিটির সদস্যেরা হোম পরিদর্শন করেন।
বস্তুত গত ২৪ জুন হোমের ‘অব্যবস্থা’ নিয়ে আবাসিকরা কার্যত বিদ্রোহ করেছিলেন। তার পর হোমের অবস্থা ফেরাতে প্রশাসন যে সমস্ত পদক্ষেপ নিয়েছিল, সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখতে কমিটি পরিদর্শনে গিয়েছিল। তাঁরা আলাদা করে হোমের সুপার ডালিয়া আচার্য ও আবাসিকদের সঙ্গে কথা বলেন। |
কমিটির সদস্যেরা জানান, তাঁদের কাছে খাবার ও দুধের মান নিয়ে আবাসিকরা অভিযোগ জানান। হোমের সংস্কারের কাজের মান ও অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কমিটির একাধিক সদস্য। তাঁরা দেখেন, ওই হোমে কোনও রাঁধুনি নেই। পরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি বলেন, “দুধ ও খাবারের মান নিয়ে কিছু অভিযোগ পেয়েছি। ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্তের আশ্বাস দিয়েছেন জেলাশাসকও। তিনি বলেন, “বাগান সংস্কার করে সব্জি ও ফল চাষ করা হবে। মাসে দু’বার এই কমিটি হোম পরিদর্শন করবে। এখানকার ছাপাখানাটির আধুনীকিকরণ করা হবে।” জেলাশাসক ও পুলিশ সুপারের স্ত্রী শ্বেতা সিংহ, কবিতা সুধাকর, পুরুলিয়ার বিধায়ক কে পি সিংহ দেও, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি প্রমুখ কমিটির সদস্য হিসেবে পরিদর্শক দলে ছিলেন। |