টুকরো খবর |
গঙ্গারামপুরের নিখোঁজ যুবকের সন্ধান মিলল দেগঙ্গায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
কর্মস্থল থেকে বাড়ি ফেরবার পথে নিখোঁজ যুবকের সন্ধান মিলল কয়েকজন উৎসাহী যুবকের চেষ্টায়। প্রায় এক মাস পরে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিতে পেরে আনন্দের সীমা নেই তাঁদের।
অগষ্ট মাসের প্রথম সপ্তাহে দেগঙ্গার
|
মিজানুর |
হামদামা বাজারে খালি গায়ে হাফ প্যান্ট পরে একটি যুবককে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় ব্যবসায়ীদের। কারো দোকান থেকে আপেল, আবার কারো দোকান থেকে শশা তুলে খাচ্ছিল সে। এভাবেই একদিন সে পঙ্কোজ বিশ্বাসের মিষ্টির দোকানে যায়। মিষ্টি খেতে দিয়ে তাঁর পরিচয় জানার চেষ্টা করেন তিনি। কিন্তু সে চেষ্টা বিফল হয়। ক্রমশ তাঁর চিকিৎসার, থাকার ব্যবস্থা করা হয়। একাজে তাঁকে সাহায্য করেন স্থানীয় কয়েকজন উৎসাহী যুবক। চিকিৎসায় তাঁর উন্নতি হয়। তখন সে জানায় তার বাড়ি দিনাজপুরের গঙ্গারামপুর থানার লালচন্দ্রপুরে দানিপুরে। সে আরো জানায়, মুম্বাইয়ের ভিমুণ্ডি এলাকায় পুঁতির হারে রঙের কাজ করত। ভালো বেতন পেত। প্রথমবার বাড়ি ফিরছিল সে। পরিবারের সকলের জন্য অনেক উপহারও কিনেছিল। কিন্তু ট্রেনে দুষ্কৃতিদের কবলে পরে তাদের বাধা দিতে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে তার। তাতেই সাময়িক মস্তিষ্ক বিকৃতি হয় বছর কুড়ির মিজানুর মিঁয়ার। তাই সুদূর গঙ্গারামপুর থেকে কিভাবে সে দেগঙ্গায় এসে পৌছাল তা একেবারেই অজানা তার।
মিজানুর বাড়ির ঠিকানা বলতে পারার সাথে সাথে খবর যায় বাড়ির লোকের কাছে। দাদা জিয়া মিয়া সহ পরিবারের লোকেরা তখনই চলে আসেন দেগঙ্গায়। তাদের পেয়ে আনন্দের সীমা নেই মিজানুরের। তাকে পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি তার ‘নতুন বন্ধুরাও’।
|
দারিদ্রের কারণে অন্যকে দিয়ে দেওয়া দুই মেয়েকে উদ্ধার করল পুলিশ |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলেন স্বামী। দিন দশেক আগে তিন মেয়েকে নিয়ে পূর্ণিমাদেবী ঠাঁই নেন ডায়মন্ড হারবার স্টেশনের প্ল্যাটফর্মে। কিন্তু কোথা থেকে মেয়েদের খাবারের জোগাড় করবেন? নিজেই বা কী খাবেন? দুঃস্থ এক মহিলাকে তিন সন্তান-সহ এমন অবস্থায় দেখে স্টেশন চত্বরের দোকানিরাই এগিয়ে আসেন। তাঁদের সাহায্যেই কোনওমতে দিন চলছিল। কিন্তু এ ভাবে কী হয়? তাই কয়েকদিন ধরে স্টেশনেই আলাপ হওয়া প্রভাত মণ্ডল যখন থাকা, খাওয়ার কষ্ট হবে না বলে তাঁর কাছ থেকে মেয়েদের নিয়ে অন্য পরিবারে পাঠানোর কথা বলেন, তখন মেয়েগুলোর মুখ চেয়ে আর না করেননি পূর্ণিমাদেবী। কিন্তু তা থেকে যে পুলিশি ঝামেলায় পড়বেন তা বুঝতে পারেননি।
ক’দিন ধরেই তিন মেয়ে প্রিয়া (১০ বছর), সুপ্রিয়া (৮ বছর) ও রমাকে (৪ বছর) মায়ের কাছে না দেখে দোকানিদের সন্দেহ হয়। তাঁরা পূর্ণিমাদেবীকে জিজ্ঞাসা করলে তিনি তাঁদের কাছে সব কথা বলেন। মেয়েগুলির নিরাপত্তার কথা চিন্তা করে দোকানিরাই পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে শনিবার দুই মেয়েকে ডায়মন্ড হারবার থেকে উদ্ধার করে নিয়ে আসে। আর একটি মেয়ে জয়নগরে এক পরিবারের কাছে রয়েছে বলে খবর পেয়েছে পুলিশ। তাকেও উদ্ধারের চেষ্টা হচ্ছে। মেয়েদু’টিকে হোমে পাঠানো হয়েছে। পুুলিশকে যাবতীয় ঘটনা জানানোর পাশাপাশি পূর্ণিমা দেবী তাঁদের এই অবস্থার জন্য দায়ী করে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্বামী উত্তম হালদারকে পুলিশ গ্রেফতার করেছে। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, “শনিবার সন্ধ্যায় ঘটনাটি জানার পরে পুলিশকে বিষয়টি খোঁজ নিতে বলি। এখনও পর্যন্ত দু’জনকে উদ্ধার করা হয়েছে। আর একজনকেও উদ্ধারের চেষ্টা হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।”
|
আরএসপি-তৃণমূল সংঘর্ষ, আটক ৮ |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
বাসন্তীর লেবুখালি গ্রামের পর এবার আরএসপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়ালো ক্যানিং ইটখোলা অঞ্চলের মধুখালি গ্রামে। সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দু’পক্ষের ৮ জনকে আটক করেছে। শনিবার রাতের এই সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোহন সরকার ও হান্নান মন্ডল এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই গ্রাম্য বিবাদ চলছিল। আরএসপি সমর্থক মোহন সরকারের অভিযোগ, শনিবার রাতে হান্নান মন্ডলের নেতৃত্বে তৃণমূলের লোকজন তাঁর বাড়িতে হামলা চালায়। আরএসপির অভিযোগ, এই ঘটনায় তাদের ১০-১২ জন জখম হয়েছেন। এর ভিতর বিশ্বনাথ বৈদ্য নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি আরএসপির এই পরিকল্পিত হামলায় তাদের ৫ জন সমর্থক জখম হয়েছেন।
ইটখোলা গ্রাম পঞ্চায়েতের আরএসপি সদস্য দেবপ্রসাদ মন্ডল বলেন, “দুই পরিবারের মধ্যে গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে তৃণমূল আমাদের সমর্থক মোহন সরকার সহ ১০-১২ জনকে বেধড়ক মারধর করেছে। এইভাবে ওরা পঞ্চায়েত ভোটের আগে গ্রামে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।” তৃণমূলের ইটখোলা অঞ্চল সভাপতি খতিব মোল্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “আরএসপির লোকজন গ্রামে মদ খেয়ে গালিগালাজ করছিল। আমাদের ছেলেরা তার প্রতিবাদ করাতেই ওরা হামলা চালায়।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কোনও অভিযোগ দায়ের হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
শনিবার বিকালেই এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে তেতে উঠেছিল বাসন্তীর লেবুখালি গ্রাম। সেই উত্তেজনা এখনও রয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই পরপর সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
|
বিপর্যয় মোকাবিলায় প্রশিক্ষণ |
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
|
দক্ষিণ ২৪ পরগনার কুলপি পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা নিয়ে প্রশিক্ষণ শিবির হয়ে গেল। তিন দিনের ওই শিবির শেষ হল শনিবার। স্থানীয় বিদ্যালয়ের এনসিসি সদস্য ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে ওই শিবির হয় সমিতির দফতরে। প্রশিক্ষক হিসেবে ছিলেন এনভিআরএফ-এর দ্বিতীয় ব্যাটালিয়নের চার কর্মী। পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা হালদার বলেন, “এই এলাকা নদীবহুল। যে কোনও মুহূর্তে বিপর্যয়ের আশঙ্কা থাকে। তার মোকাবিলার জন্যই কেন্দ্রীয় সরকারের সহায়তায় এই শিবির আয়োজিত হয়।
|
উন্নয়ন নিয়ে বৈঠক |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লক এলাকার উন্নয়ন নিয়ে শনিবার এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। ক্যানিংয়ের মহকুমাশাসকের দফতরে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল, জেলাশাসক নারায়ণস্বরূপ নিগম-সহ বিভিন্ন স্তরের সরকারি কর্তা এবং জনপ্রতিনিধিরা। ব্লকের রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, ইন্দিরা আবাস যোজনার ঘর, ১০০ দিনের কাজ, স্বাস্থ্য, কিষান ক্রেডিট কার্ড, রেশন কার্ড প্রভৃতি নানা বিষয়ে আলোচনা করা হয়।
|
গাঁজা-সহ গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গাঁজা ও মোটর সাইকেল সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলাপোতা থেকে সেলিম মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে শনিবার দুপুরে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়া থানার শায়েস্তানগরে। ধৃতকে বারাসত আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেলা হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। শনিবার বিকেলে হুগলির পুড়শুড়ার শ্রীরামপুরে ওই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম কাশীনাথ কর (৫০)। বাড়ি স্থানীয় ফতেপুর গ্রামে। পুলিশ জানায়, ওই প্রৌঢ় হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে মাটি বোঝাই ট্রাক্টরটি ডালায় তাঁর ধাক্কা লাগে। |
|