কর্মসংস্থান এবং এলাকায় শিক্ষা বিস্তারে একটি আইটিআই কলেজ তৈরির জন্য জমি দান করলেন বাগদার হেলেঞ্চা গার্লস হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা মৃণালিনী বিশ্বাস। |
হেলেঞ্চার টালিখোলাতে ওই কলেজ তৈরির জন্য মৃণালিনীদেবী ১ একর ৯৬ শতক জমি দান করেছেন রাজ্যের কারিগরি শিক্ষা দফতরকে। গত শুক্রবার স্থানীয় সাব-রেজিস্ট্রি দফতরে কারিগরি শিক্ষা দফতরের যুগ্ম সচিবের পক্ষে বাগদার বিডিও খোকনচন্দ্র বালা মৃণালিনীদেবীর হাত থেকে দানপত্রটি গ্রহণ করেন। শনিবার মাটি-পরীক্ষা হয়। খোকনবাবু বলেন, “কলেজ তৈরির কাজ শুরু করার জন্য কারিগরি শিক্ষা দফতর প্রথম পর্যায়ে ৪ কোটি টাকা অনুমোদন করবে। খুব দ্রুত নির্মাণ কাজ শুরু হবে।’’
২০০৪ সালে মৃণালিনীদেবী জমিটি ‘হরিচাঁদ-গুরুচাঁদ কলেজ’ তৈরির জন্য একটি ট্রাস্টি বোর্ডকে দান করেন। এলাকার তৎকালীন সাংসদ রঞ্জিত পাঁজা প্রস্তাবিত কলেজটির শিলান্যাস করলেও সেটি তৈরি হয়নি। মৃণালিনীদেবী
|
মৃণালিনী বিশ্বাস। |
জমিটি ফিরিয়ে নেন। সেই জমিই তিনি তুলে দিলেন আইটিআই কলেজ তৈরির জন্য।
মৃণালিনীদেবীর স্বামী প্রয়াত মণীন্দ্রভূষণ বিশ্বাস এলাকার প্রাক্তন বিধায়ক এবং বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী হিসাবে তিনি বনগাঁ এবং আশপাশের এলাকায় নিজের উদ্যোগে বেশ কয়েকটি স্কুল তৈরি করেছিলেন। স্বামীর শিক্ষা বিস্তারের সেই স্বপ্নকে সার্থক করতে তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন বছর আশির নিঃসন্তান মৃণালিনীদেবী। বাগদার বিধায়ক তথা অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী উপেন বিশ্বাস বলেন, “মৃণালিনীদেবীর এই উদ্যোগ এলাকার মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। এই জমিতে কলেজ তৈরি হলে মানুষের মধ্যে শিক্ষার প্রসার এবং প্রচুর কর্মসংস্থান হবে।”
বাগদা ব্লকে বি আর অম্বেডকর শতবার্ষিকী কলেজ নামে একটি ডিগ্রি কলেজ থাকলেও এখনও অবধি তার নিজস্ব কোনও ভবন নেই। ক্লাস হয় হেলেঞ্চা হাইস্কুলে। এলাকার বেশির ভাগ মানুষই দারিদ্রসীমার নীচে বাস করেন। এই পরিস্থিতিতে কারিগরি শিক্ষার নতুন কলেজ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে বাগদা।
|