চোদ্দো চাকার ট্রেলার ঢুকে পড়ল বাড়ির ভিতরে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে, বালি এলাকায় জি টি রোডের উপরে কালীতলায়। ঘটনায় গুরুতর আহত হন ট্রেলারটির চালক। তাঁকে উদ্ধার করে পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাড়ির বাসিন্দাদের হতাহতের কোনও খবর নেই। কিন্তু বাড়ির সামনের অংশ ভেঙে পড়ায় দীর্ঘক্ষণ ধরে বাড়ির ভিতরে আটকে থাকেন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, এ দিন ভোর চারটে নাগাদ চোদ্দো চাকার একটি ট্রেলার বালি নিমতলা থেকে বালি বাজারের দিকে যাওয়ার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রেলারটি অ্যালুমিনিয়ামের বাট বোঝাই ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি তিনতলা একটি বাড়িতে ধাক্কা মারলে বাড়ির সামনের অংশটি ভেঙে যায়। বাড়িটির সামনের অংশের সিঁড়িও সম্পূর্ণ গুঁড়িয়ে যায়। আচমকা এই ধাক্কায় বাড়ির বাসিন্দারা জেগে ওঠেন। দুর্ঘটনার জেরে ওই বাড়িটির অন্যান্য দিকে বসবাসকারী চারটি পরিবারের প্রায় ১৬ জন বাসিন্দা বেশ কয়েক ঘণ্টা বাড়ির মধ্যে আটকে পড়েন। তাঁদের মধ্যে কয়েক জন বয়স্ক মানুষও ছিলেন। |
ঘটনার পরে স্বাভাবিক ভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দমকল গিয়ে বাড়ির উপরতলার বারান্দা ভেঙে কাঠের পাটাতন ফেলে বাসিন্দাদের উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত বাড়িটির পাশেই রয়েছে বালি পুরসভা পরিচালিত কেদারনাথ আরোগ্যভবন মাতৃসদন হাসপাতাল। তবে সেটির কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে যে বাড়িতে ট্রেলারটি ধাক্কা মারে, সেটিতে ফাটল দেখা দিয়েছে বলে জানান বাসিন্দারা।
দুর্ঘটনাগ্রস্ত বাড়িটির দোতলায় থাকেন সুজিত দে। তিনি বললেন, “আচমকা বাড়িটা খুব জোরে কেঁপে ওঠে। ঘর থেকে বেরিয়ে দেখি চতুর্দিকে ধোঁয়া। ধোঁয়া সরতেই দেখি একটা বড় লরি বাড়ির ভিতরে ঢুকে পড়েছে।” আর এক স্থানীয় বাসিন্দা সিদ্ধার্থ জানা বলেন, “ভোরবেলা বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। দেখি, লোডশেডিং হয়েছে। প্রথমে ভেবেছিলাম, ট্রান্সফর্মার ফেটেছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি, উল্টো দিকের বাড়ির মধ্যে একটি বড় ট্রেলার ঢুকে পড়েছে।”
দুর্ঘটনার পরে জি টি রোডের গাড়িগুলিকে অন্য ছোট রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। ফলে দীর্ঘ সময়ের জন্য বালি এলাকার জি টি রোডে যানজট চলে। |