টুকরো খবর
পাটচাষিদের পাশে জেলা প্রশাসন
পর্যাপ্ত বৃষ্টির অভাবে মাথায় হাত পড়া দশা পাট চাষিদের। বুঝে উঠতে পারছেন না কীভাবে করবেন পাট পচানোর বন্দোবস্ত। এই অবস্থায় চাষীদের সাহায্য করতে নতুন ধরনের উদ্যোগ হাতে নিয়েছে নদীয়া জেলা কৃষি দফতর। জেলা কৃষি দফতরের উদ্যোগে খাল-বিল-পুকুরে কৃত্রিমভাবে জল দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পাট ক্ষেতের সংলগ্ন জমিতে গর্ত কেটে নলকূপের সাহায্যে জল তুলে তা ভর্তি করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ-নদিয়ার যুগ্ম কৃষি অধিকর্তা হরেন্দ্র কুমার ঘোষ বলেন,“বৃষ্টিপাতের ঘাটতির কারণে এ বছর চাষিরা পাট পচাতে পারছেন না। অথচ পাট হল প্রধান অর্থকরী ফসল। তাই চাষিকে সাহায্য করার জন্যই আমাদের এই উদ্যোগ।” জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, এবার গত তিন মাসে বৃষ্টিপাত হয়েছে মাত্র ৫৫১.৭১ মিলিমিটার। স্বাভাবিকের তুলনায় যা যথেষ্টই কম। পাট পচানোর জন্য প্রাকৃতিক জলের বিকল্প হিসেবে ঠিক কী ব্যবস্থা নিচ্ছে কৃষি দফতর? হরেন্দ্রবাবু বলেন,“আমরা সার্ভে করে দেখেছি জেলার তিনটি কৃষি ব্লকের মধ্যে তেহট্টের অবস্থা সবচেয়ে খারাপ। সেখানে মোট উৎপন্ন পাটের মাত্র ২০ শতাংশ পচানো সম্ভব হয়েছে। সদর মহকুমায় মাত্র ৩০ শতাংশ পাট পচানো গিয়েছে। তুলনামূলকভাবে রানাঘাটের অবস্থা অনেকটাই ভালো। সেখানে উৎপন্ন পাটের ৭০ শতাংশ পচানো সম্ভব হয়েছে। এই অবস্থায় জেলা কৃষি দফতর সিদ্ধান্ত নিয়েছে যে সব জায়গায় পাট পচানোর জলের অভাব রয়েছে সেখানে প্রশাসন কৃত্রিমভাবে নদী-নালা-পুকুরে জল ভরে দেবে। চাষিরা জল ভরে দেওয়ার জন্য স্থানীয় বিডিও অফিসে আবেদন জানাতে পারবেন। আবেদনের ভিত্তিতে প্রশাসন জল ভরে দেবে। এক্ষেত্রে চাষিকে খুব সামান্য টাকা দিতে হবে।” গত শুক্রবার জেলায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দশ দিনের মধ্যে এই জল ভরে দেওয়ার কাজ শেষ হবে বলে জানান জেলা যুগ্ম কৃষি অধিকর্তা।

বহরমপুরে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত যুবক
ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। রবিবার সকালে বহরমপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের দয়াময়ী পাড়ার বাসিন্দা প্রতিবেশী মহিলার ঘরে মদ্যপ অবস্থায় সুজিত প্রধান নামে ওই যুবক ঢুকে পড়ে বলে অভিযোগ। পরে মহিলার চিৎকার শুনে পাড়া-প্রতিবেশীরা এসে ওই যুবককে ধরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে বলেও অভিযোগ। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় কংগ্রেস কাউন্সিলরের স্বামী পিনাকী সরকার বলেন, “ওই মহিলার দেড় মাস আগে সন্তান হয়েছে। এজন্য তিনি বাবার বাড়িতেই রয়েছেন। ঘটনার সময়ে পেশায় রিকশা চালক বাবা দিলীপ দাস বাড়িতে ছিলেন না আর মা পুজোর ফুল তুলতে পাড়ায় বের হন। এই অবস্থায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই যুবক ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।” মহিলা বলেন, “দরজা খোলা দেখে ওই যুবক ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করে।” সুজিতের দাবি, “প্রতিবেশী হওয়ায় ওই মহিলার ঘরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনও অশালীন ব্যবহার করিনি।” পুলিশ জানায়, ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

যাবজ্জীবন
এক বিএসএফ জওয়ানকে কুপিয়ে খুন করার দায়ে স্ত্রী রাধারানি তরফদার ও তাঁর প্রথম পক্ষের স্বামী প্রবীর রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগরের জেলা দায়রা বিচারক শম্ভুনাথ চট্টোপাধ্যায়। শনিবার তিনি এই রায় দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৮ সালের ৯ মার্চ গভীর রাতে চাপড়ার সীমানগরে নিজের বাড়িতে খুন হন ওই বিএসএফ জওয়ান জগৎজীবন তরফদার (৩৭)। ঘটনার পরদিনই পুলিশ তাঁর স্ত্রী রাধারানিদেবীকে গ্রেফতার করে। তাকে জেরা করে পুলিশ প্রবীরবাবুকে ধরে। পুলিশ জানিয়েছে, প্রবীরবাবুর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হলেও রাধারানিদেবী তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। সরকার পক্ষের আইনজীবী আজাদী সংগ্রাম বসু বলেন, “এই খুনের পিছনে আর্থিক কোনও বিষয় যুক্ত থাকতে পারে। অর্থের লোভে রাধারানি তার দ্বিতীয় পক্ষের স্বামীকে খুন করতে পারে।”

আত্মহত্যার চেষ্টা
হাসপাতালের শৌচাগারের ভিতরে গলায় কাপড়ের ফাঁস লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক অন্তঃসত্ত্বা মহিলা। রবিবার সকালে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটে। বিষয়টি সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীদের নজরে আসায় তিনি বেঁচে যান। তাঁকে কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মহিলার মা বিথিকা বিশ্বাস বলেন,“প্রসব বেদনার ভয়ে আমার মেয়ে আত্মহত্যার চেষ্টা করে।” এ দিন দুপুরের দিকে তাঁর একটি কন্যা সন্তান হয়েছে।

ছাত্রী আত্মঘাতী
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। নাম রুমি খাতুন (১৬)। ভরতপুর থানার সিজ গ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, স্থানীয় সিজ গ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ওই ছাত্রী শনিবার বিকেল নাগাদ কীটনাশক খায়। তাকে তারপরে হাসপাতালে নিয়ে যান তার বাড়ির লোক। তবে তাকে বাঁচানো যায়নি। রুমির কাকা মতিউর রহমান অবশ্য বলেন, “কী কারণে এমন কাজ করল তা বুঝতে পারছি না।” তদন্ত শুরু হয়েছে।

আইনী সহায়তা
দুঃস্থদের নিখরচায় আইনী সহায়তা দেওয়ার জন্য ‘আইনী কেন্দ্র চালু করল মুর্শিদাবাদ জেলা আদালত। রবিবার বড়ঞা ব্লকের বড়ঞা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে এই কেন্দ্রটি চালু হয়েছে। এর জন্য জেলা পুলিশ ও প্রশাসন সাহায্য করেছে। কেন্দ্রটির উদ্বোধন করেন জেলার অতিরিক্ত দায়রা বিচারক অজয় মুখোপাধ্যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.