টুকরো খবর |
নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে বাড়িতে হুলিয়া নোটিস
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ-কান্ডের মামলায় আত্মগোপন করে থাকা অভিযুক্ত ৬৫ জন সিপিএম নেতা-কর্মীদের নামে হুলিয়া জারির নির্দেশ দিয়েছিল হলদিয়া মহকুমা আদালত। সেই নির্দেশ মেনে এ বার ওই সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে নোটিস দেওয়া শুরু করেছে সিআইডি। রবিবার সকালে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকার সিপিএম নেতা বাদল মণ্ডল, অনুপ মণ্ডল ও বিধান মণ্ডলের বাড়িতে হুলিয়া নোটিস দিতে যায় পুলিশ। বাদলবাবু সিপিএমের নন্দীগ্রাম জোনাল কমিটির সদস্য, বাদলবাবুর ভাই অনুপ প্রাক্তন পঞ্চায়েত সদস্য। বিধান স্থানীয় নেতা। ওই তিন সিপিএম নেতাকে আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে। না-হলে তাঁদের অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে নোটিসে জানানো হয়েছে। ২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে সশস্ত্র সিপিএম সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ। ওই ঘটনায় প্রতিরোধ কমিটির দুই সমর্থক মারা যান ও বেশ কয়েকজন আহত হন। এ ছাড়াও কয়েকজন নিখোঁজ হন। গত বছর ওই নিখোঁজদের সন্ধান পেতে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁদের পরিজনরা। এরপরই হাইকোর্টের নির্দেশে সিআইডি ওই মামলার তদন্তভার নেয়। ৮৮ জন সিপিএম নেতা-কর্মীর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় সিআইডি। এর মধ্যে ৬৫ জন এখনও পলাতক। সিআইডি-র আবেদন মেনে গত ৮ অগস্ট হলদিয়া মহকুমা আদালত তাঁদের নামে হুলিয়া জারির নির্দেশ দেয়। সেই মতোই নোটিস দেওয়া শুরু করেছে সিআইডি।
|
ময়নায় সিপিএম সমর্থককে মারধরে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাড়ি ফেরার পথে জোর করে তুলে নিয়ে গিয়ে এক সিপিএম সমর্থককে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়না থানার বলাইপণ্ডা বাজারে। তপন দাস নামে আহত ওই সিপিএম সমর্থক তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল নেতৃত্ব মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। ময়নার বলাইপণ্ডা বাজারের কাছে দোনাচক গ্রামের পেশায় ব্যবসায়ী তপন দাস এলাকায় সিপিএম সমর্থক হিসেবে পরিচিত। শুক্রবার সন্ধ্যায় বলাইপন্ডা বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল তৃণমূল সমর্থক তাঁকে জোর করে স্থানীয় একটি বাড়িতে আটকে রেখে মারধর করে বলে অভিযোগ। তপনবাবুর অভিযোগ, “স্থানীয় একটি হাইস্কুলের পরিচালন সমিতির তৃণমূল সদস্যদের দুর্নীতি নিয়ে প্রশাসন ও শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছিলাম। এরপরই শুক্রবার সন্ধ্যায় তৃণমূল সমর্থকরা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করেন ও হুমকি দেন।” ময়নার স্থানীয় তৃণমূল নেতা সুব্রত মালাকার অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই ব্যক্তি ব্যবসার সূত্রে অনেকের কাছে টাকা ঋ ণ নিয়ে ফেরত দেননি। তাঁদেরই মধ্যে কয়েকজনের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ঝামেলা বেধেছিল। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। স্কুলে দুর্নীতির অভিযোগও ভিত্তিহীন।”
|
সীমানা-সমস্যা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সীমানার নানা সমস্যা নিয়ে শনিবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও ওড়িশার বালেশ্বর জেলা প্রশাসন বৈঠক করল। রামনগর ১ ব্লকের বাধিয়া পঞ্চায়েত অফিসে বৈঠকটি হয়। বাধিয়ার শাঁখামুটি, বারবেটিয়া, কচুয়া ও পদিমা ১ পঞ্চায়েতের দত্তপুর গ্রামের প্রায় ৩৫০টি পরিবারের লোকজনের দুই রাজ্যেরই ভোটার তালিকা, রেশন কার্ডে নাম রয়েছে। এই নিয়ে আলোচনার পাশাপাশি দুই রাজ্যের সীমানায় মোটরসাইকেল চোরাই চক্র, মাদক পাচার, সমাজবিরোধীদের অবাধ চলাফেরা নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয় বৈঠকে। সীমানায় আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য নিয়মিত দুই রাজ্যের জেলা পর্যায়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি, মামুদ হোসেন, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, কাঁথির এসডিপিও ইন্দ্রজিৎ বসু, রামনগর ১-এর বিডিও রানা বিশ্বাস, ওড়িশার জলেশ্বরের এসডিপিও সন্তোষ নায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।
|
কলাইকুণ্ডায় জয়ী আইএনটিইউসি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দীর্ঘ ২৭ বছর পর কলাইকুণ্ডা বায়ুসেনা দফতরে কর্মী-সংগঠনের নির্বাচনে জয়ী হল আইএনটিইউসি প্রভাবিত ‘মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সিভিলিয়ান এমপ্লয়িজ ইউনিয়ন’। এখানে দু’টি নির্বাচন হয়। একটি ওয়ার্কস কমিটি, অন্যটি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস সিভিলিয়ান এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড বোর্ডের ডাইরেক্টর নির্বাচন। ওয়ার্ক কমিটির নির্বাচন হয়েছিল ২৪ অগস্ট। ৯টি আসনের মধ্যে আইএনটিইউসি পেয়েছে ৭টি আসন। বামপন্থী সংগঠন অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন পেয়েছে মাত্র দু’টি আসন। আর সমবায়ের ডিরেক্টর নির্বাচন হয়েছে গত শনিবার। যেখানে ১২টি আসনের মধ্যে ৭টি পেয়েছে আইএনটিইউসি। ৫টি বামপন্থীরা।
|
টিকিট কাউন্টারে ভাঙচুর, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রেলের টিকিট কাউন্টারে ভাঙচুর করার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়া-দিঘা রেলপথের নন্দকুমার স্টেশনে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে শেখ আলফাজুদ্দিন, শেখ মুস্তাফার বাড়ি নন্দকুমারের কুমরআড়া গ্রামে, শেখ আনোয়ারের বাড়ি নামালক্ষ্যা গ্রামে। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে নন্দকুমার স্টেশনের বুকিং কাউন্টারে আসা ওই যুবকদের সঙ্গে রেলকর্মীদের বচসা বাধে। সেই সময় ওই যুবকরা কাউন্টারের কাচের জানলা ভাঙচুর করেন। কর্তব্যরত এক রেল পুলিশকর্মী বাধা দিতে গেলে তাঁকেও ধাক্কাধাক্কি করেন। খবর পেয়ে নন্দকুমার থানার পুলিশবাহিনী স্টেশনে যায়। ঘটনাস্থল থেকে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়।
|
শিক্ষক-সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সংগঠনের হলদিয়া মহকুমার মহিষাদল উত্তর ও পূর্ব চক্রের অষ্টমতম সম্মেলন হল রবিবার। মহিষাদল রাজ হাইস্কুলে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক অরূপ ভৌমিক, জেলা সভাপতি কাজলবরণ বেরা, সম্পাদকমণ্ডলীর সদস্য মানস পণ্ডা, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র প্রমুখ। ‘বর্ণমালা’ নামে সংগঠনের সাহিত্য পত্রিকার উদ্বোধন হয় সম্মেলনে।
|
দুর্ঘটনা, আহত ২
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গাড়ির সঙ্গে লরির ধাক্কায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি। শুক্রবার রাতে খড়্গপুর থেকে এগরা ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। আহত মতিলাল পণ্ডা ও সুধাংশু পয়ড়্যা এগরা শহরের বাসিন্দা। মতিলালবাবু এগরা পুরসভার কর্মী, সুধাংশুবাবু ঠিকাদার। সুধাংশুবাবুর সঙ্গে গাড়িতে এগরা ফিরছিলেন মতিলালবাবু। পথে এগরা-খড়্গপুর রাস্তার চেকপোস্টের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা লাগে গাড়িটির। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে প্রথমে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চালকও সামান্য চোট পেয়েছেন।
|
মেচেদায় দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শনিবার বিকেলে কোলাঘাট থানার মেচেদায় রেলসেতুর কাছে রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বছর ষাটের ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
|
চাল চুরির অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
চাল চুরির অভিযোগ উঠল হলদিয়ার সুতাটাহার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও রাঁধুনির বিরুদ্ধে। শনিবার রাতে টাবাখালির বাসিন্দা, স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী সবিতা ভট্টাচার্যের বাড়ি থেকে চাল নিয়ে যাওয়ার পথে ওই কেন্দ্রেরই রাঁধুনি বর্ণালী ভট্টাচার্যের পথ আটকান এলাকার কিছু বাসিন্দা। স্থানীয় তৃণমূলকর্মী হাবিবুল খানের দাবি, “বর্ণালী সবিতার বাড়ি থেকে ব্যাগ ভর্তি চাল নিয়ে বেরোলে, আমরা হাতেনাতে পাকড়াও করি। থানায় অভিযোগ জানানো হয়।” যদিও সবিতাদেবীর বক্তব্য, “আমরা সিপিএম করি। তাই সমাজের চোখে ছোট করতে মিথ্যা অভিযোগ করছে ওরা। ওই দিন মুড়ি তৈরির জন্য আমাদের বাড়ির অন্ত্যোদয় যোজনার ২ কেজি চাল নিয়ে যাচ্ছিলেন বর্ণালী।”
|
অপহরণ, ধৃত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নাবালিকাকে অপহরণের অভিযোগে কাঁথি থানার পুলিশ শনিবার এক যুবককে গ্রেফতার করেছে। ধৃতের নাম মুস্তাক খান। বাড়ি কাঁথি থানার গিমাগেড়্যা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অগস্ট কাঁথি থানার শ্রীরামপুর গ্রামের এক ব্যক্তির ১৪ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। বাড়ির লোকেরা খোঁজ নিয়ে জানতে পারেন, গিমাগেড়্যা গ্রামের মুস্তাক খানের সঙ্গে রয়েছে তাঁদের মেয়ে। এরপরই মুস্তাকের বিরুদ্ধে কাঁথি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন মেয়ের বাড়ির লোকজন। সেই অভিযোগের ভিত্তিতে কাঁথি থানার পুলিশ শনিবার মুস্তাককে গ্রেফতার করে।
|
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুড়ে গিয়ে গুরুতর জখম হয়ে গত শুক্রবার তমলুক জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। রবিবার বিকেলে মৃত্যু হল তাঁর। নাম কাশীনাথ মাইতি (৫০)। বিমাকর্মী কাশীনাথবাবুর বাড়ি তমলুকের শালগেছিয়ায়। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
আগুনে পুড়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। চন্দ্রকোনার মহিষামুড়ি গ্রামের ঘটনা। মৃতার নাম কাজল মণ্ডল (৬১)। কাজলদেবী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ি সংলগ্ন একটি জঙ্গলে তাঁর দগ্ধ মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। মৃতার পরিবার জানিয়েছে, রোগব্যাধির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন কাজলদেবী। তার জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
প্রতারণার নালিশ |
এক বিধবা মহিলাকে ধর্ষণ ও তাঁর টাকা-গয়না আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে। চন্দ্রকোনার শেরবাজ গ্রামের অভিযুক্ত নন্দ কোলেকে রবিবার ঘাটাল আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হাজত হয়। ছেলে তারাপদ পলাতক। |
|