আই লিগের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে আজ, সোমবার ফেডারেশনের সভায়। প্রেসিডেন্ট প্রফুল্ল পটেলের অফিসে সকালে জরুরি বৈঠকে মিলিত হচ্ছেন ফুটবল কর্তারা।
ক্লাব জোটের সঙ্গে ফেডারেশন কর্তাদের সভা ভেস্তে যাওয়ায় আই লিগ শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। মূলত ক্লাব জোটের তোলা দাবিগুলি নিয়েই সভায় আলোচনা হবে। সভা নিয়ে নানা জল্পনা চলছে। তবে ফেডারেশন সূত্রের খবর, ফুটবল আইপিএলের সরকারি ঘোষণা হবে আজই। আটটি শহরের দল নিয়ে জানুয়ারি-ফেব্রুয়ারিতে লিগ হওয়ার কথা। আই লিগ বন্ধ করে। ক্লাবগুলির প্রাপ্য টাকা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হবে।
আই লিগের পৃথক সত্তা চেয়ে কমিটির দাবিতে অনড় ক্লাব কর্তারা। এখন পর্যন্ত যা খবর, পৃথক কমিটি হলেও তা কার্যকর করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ ফেডারেশনের পুরো বাণিজ্যিক শর্ত কিনে রেখেছে আইএমজি রিলায়্যান্স। তারা সায় না দিলে কমিটি গড়া হলেও সেই কমিটি এখনই বাণিজ্যিক কাজ করতে পারবে না। বিষয়টি জটিল ও সময়সাপেক্ষ। মাস আটেক তো লাগবেই। স্পনসররা রাজি হবে কি না সেটাও প্রশ্ন। ফেডারেশনের এক কর্তা রবিবার নেহরু কাপ ফাইনাল দেখতে দেখতে বললেন, “কমিটি না হয় করলাম। কিন্তু আই লিগ চালানোর টাকা কমিটিকে কে দেবে? কত টাকা খরচ করা হবে সেটাই বা কে নির্ধারণ করবে? তা ছাড়া সব কিছুই রিলায়্যান্স কিনে রেখেছে। আলাদা কমিটি হলে পুরনো চুক্তি বাতিল করে নতুন চুক্তি করতে হবে।” শুনে মনে হল, পৃথক কমিটির দাবি আপাতত শিকেয় তুলে ক্লাবগুলিকে অন্য পথে হাঁটার কথা বলতে পারে ফেডারেশন। তবে আই লিগ ৬ অক্টোবর থেকে শুরু করতে ফুটবল কর্তারা বদ্ধপরিকর।
এ জন্য আই লিগে মাঠের পাশের বিল বোর্ড থেকে আয়ের পঞ্চাশ শতাংশ ক্লাবগুলিকে দেওয়া হতে পারে। টিভি স্বত্ব থেকে আয়ের একাংশও ক্লাবগুলিকে দেওয়া হতে পারে। ফেডারশন চাইছে ক্লাবগুলি কমিটির নামে ঘুরিয়ে যে আর্থিক সাহায্য চাইছে, স্পনসরদের সঙ্গে কথা বলে তার কিছুটা ব্যবস্থা করা।
তবে বেকহ্যাম, অঁরি, রোনাল্ডিনহো, কানাভারোদের মতো প্রাক্তন তারকা ফুটবলার এনে আইএমজি আট দলের যে ফ্রাঞ্চাইজি লিগ করতে চাইছে তা হবেই। ক্লাবগুলির আপত্তিকে গুরুত্ব দেওয়ার অবস্থায় নেই ফেডারেশন। সচিব কুশল দাস বললেন, “ওটা কার্যকরী কমিটির সভায় পাস হয়েছে। ফ্রাঞ্চাইজি লিগ হবেই। চুক্তির শর্তের মধ্যে সেটা আছে।” জানা গিয়েছে, আই লিগ ক্লাবগুলির স্বার্থ রক্ষার্থে কিছু রক্ষাকবচ তৈরি করা হতে পারে। ফেডারেশন এ ব্যাপারে স্পনসরদের সঙ্গে কথা বলবে। |