টুকরো খবর
যুবককে খুনের অভিযোগ
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল রামপুরহাটে। রবিবার ওই যুবকের পরিবার ও এলাকাবাসীর একাংশ পুরো ঘটনার তদন্তের দাবিতে রামপুরহাট থানায় লিখিত ভাবে জানিয়েছেন। রামপুরহাট থানার আইসি জয়ন্তকুমার ঘোষ তাঁদের জানিয়েছেন, বিষয়টি হাওড়া জেলার ডোমজুড় থানায় অভিযোগ করতে। আইসিও ডোমজুড় থানায় যোগাযোগ করেছেন। রামপুরহাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিয়াউল হক বলেন, “আমার ভাই আরসাদ হোসেন কলকাতার বিধাননগর ইকমপ্লেক্স থানার কৃষ্ণপুর নয়াপট্টির বাসিন্দা গণেশ মণ্ডলের বাড়িতে ভাড়া থাকত। গত ৬ অগস্ট সকাল থেকে পরিবারের লোকজন ও বন্ধুরা চেষ্টা করেও ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। ১০ অগস্ট বিধাননগরে গিয়ে ভাইয়ের খোঁজ করি। কিন্তু সেখানে দেখা না পেয়ে ২৬ অগস্ট বিধাননগর ই-কমপ্লেক্স থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।” ২৯ অগস্ট রাতে বিধাননগর থানা সূত্রে জানতে পারেন, ৬ অগস্ট রাতে ডোমজুড় থানার সলক বাজারে এক যুবককে অগ্নিদগ্ধ অর্ধমৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ৩১ অগস্ট ডোমজুড় থানায় গিয়ে জানতে পারেন ওই যুবককে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাওড়া থানায় খোঁজ নিয়ে ছবি দেখে শনাক্ত করেন মৃত ওই যুবক জিয়াউলের ভাই। মৃতের পরিবারের দাবি, তাঁদের ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে।

নাম পরিবর্তনের আর্জি
পল্লিশিক্ষা ভবনের নাম পরিবর্তনের আর্জি জানালেন ওই ভবনের অধ্যক্ষ গোপালচন্দ্র দে। সম্প্রতি এই মর্মে তিনি বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের কাছে লিখিত ভাবে আবেদন জানিয়েছেন। উপাচার্য বলেন, “পল্লিশিক্ষা ভবনের নাম ‘কৃষিশিক্ষা ভবন’ করার আবেদন করেছেন ওই ভবনের অধ্যক্ষ গোপালচন্দ্র দে। মতামত জানিয়ে আমাকে ইমেল করতে অধ্যক্ষ এবং অধ্যাপকদের জানিয়েছে। মতামত পাওয়ার পরেই বিষয়টি নিয়ে শিক্ষা সমিতির বৈঠকে আলোচনা করা হবে। বিশ্বভারতীর নিয়ম মেনে শিক্ষা সমিতির সিদ্ধান্ত কর্ম সমিতিতে চূড়ান্ত হবে।” ১৯৬৩ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন উপাচার্য সুধীরঞ্জন দাসের সময়ে কেএল বসু এবং রাও-এর তত্ত্বাবধানে ‘পল্লিশিক্ষা সদন’ শুরু হয়। কৃষিবিদ্যায় স্নাতক ও গবেষণা নিয়ে পঠনপাঠন শুরু হয় সেখানে। ১৯৮৪ সালে সেটির নাম পল্লিশিক্ষা ভবন করা হয়। বর্তমানে সেখানে কৃষিবিদ্যায় স্নাতক, স্নাতকোত্তর স্তরে পড়াশোনা ও গবেষণা হয়। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, পল্লি সম্প্রসারণকেন্দ্র ও পল্লি সংগঠন বিভাগ শ্রীনিকেতনে রয়েছে। সেই শ্রীনিকেতনে রয়েছে পল্লিশিক্ষা ভবন। এর ফলে পল্লি শব্দকে নিয়ে প্রশাসনিক কাজকর্ম করতে সমস্যা হচ্ছে। এ ছাড়াও, চিঠিপত্র আদানপ্রদানের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। অধ্যক্ষ গোপালচন্দ্র বলেন, “নাম পরিবর্তনের জন্য উপাচাযের্র কাছে আবেদন করেছি।”

রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুগল
রক্তাক্ত অবস্থায় এক যুবক ও যুবতীকে উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে সিউড়ির বাঁশজোড় গ্রামের কাছ থেকে তাঁদের উদ্ধার করা হয়। ওই যুগল বর্তমানে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণে হাতের শিরা কেটে ওই যুগল আত্মঘাতী হওয়ার চেষ্টা করে থাকতে পারেন। তবে পুলিশ তদন্ত শুরু করেছে। হাসপাতাল সূত্রে খবর, যুবতীটির বাড়ি বোলপুর থানা এলাকায়। চিকিৎসাধীন ওই যুবতী জানিয়েছেন, কয়েক মাস আগে একটি মন্দিরে সিউড়ি থানা এলাকার ওই যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে, দু’জনের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর এই বিষয়ে বিশদে জানা যাবে।

যুবকের দেহ উদ্ধার
শালনদীর পাড় থেকে রবিবার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করল পাড়ুই থানার পুলিশ। দেহটি ময়না-তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম দীপক বাউরি (২২)। বাড়ি পাড়ুই থানার মনোহরপুর গ্রামের দাস পাড়ায়। মৃতের পরিবারের তরফ থেকে একটি খুনের অভিযোগ দায়ের হয়েছে পাড়ুই থানায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপক পেশায় খেতমজুর ছিলেন। অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় দীপক ঘুরতে বেরিয়েছিলেন। কিন্তু রাতে বাড়ি ফেরেনি। রবিবার সকালে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় শ্রমিকেরা। স্ত্রী রূপাদেবী বলেন, “ফিরে রাতের খাবার খাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু কে এমন ক্ষতি করল বুঝতে পারছি না।” জেলা পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “মৃতের পরিবারের লোকজন খুনের অভিযোগ করেছেন। গোটা বিষয়টা তদন্ত করে দেখছি।”

অধ্যাপকসভার ভোট
বিশ্বভারতী অধ্যাপকসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল কংগ্রেস মনোভাবাপন্ন দক্ষিণপন্থী সংগঠন। এই নির্বাচনের আধিকারিক মনোরঞ্জন প্রধান গত শুক্রবার ওই সংগঠনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বলে ঘোষণা করেন। বিশ্বভারতীর অধ্যাপকসভার সম্পাদক কিশোর ভট্টাচার্য বলেন, “দু’টি শিক্ষাবর্ষের জন্য আমাদের সংগঠন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।” এবার বাম মনোভাবাপন্ন শিবির কোনও প্রার্থীর মনোনয়ন জমা দেয়নি। ৬৭টি পদ অধ্যাপকসভার রয়েছে। সভাপতি হন শান্তিরঞ্জন মিত্র।

রামপুরহাটে শিবির
অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যনিধি প্রকল্পে সামাজিক সুরক্ষার জন্য একটি শিবিরের আয়োজন করল আইএনটিইউসি প্রভাবিত রামপুরহাট ক্ষুদ্রব্যবসায়ী সমিতি। রবিবার রামপুরহাট পাঁচমাথা মোড় এলাকায় ওই শিবির হয়। সংগঠনের সভাপতি অভিজিৎ মনি বলেন, “এলাকার ৪০ জন ক্ষুদ্র ব্যবসায়ী এ দিন তাঁদের পরিচয়পত্র পেতে ও অসংগঠিত ভবিষ্যনিধি প্রকল্পের মাধ্যমে সামাজিক সুরক্ষার আওতাধীন হওয়ার জন্য আবেদনপত্রে সাক্ষর করেন। শ্রমদফতরের আধিকারিকেরা ওই আবেদনপত্র পরীক্ষা করে শ্রমিকদের পরিচয় প্রদানের ব্যবস্থা করবেন।”

নতুন প্রধান
নলহাটির বড়লা পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন নিমাই মণ্ডল। ৩১ অগস্ট প্রধান নির্বাচন হয়। নিমাইবাবু সিপিএম ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। সম্প্রতি বড়লা পঞ্চায়েত প্রধান কংগ্রেসের দীনবন্ধু মালের বিরুদ্ধে ওঠা ‘দলবিরোধী’ কার্যকলাপের প্রতিবাদ করে কংগ্রেস-সহ অন্যান্য সদস্যরা তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। ১০-০ ভোটে তিনি অপসারিত হন।

কৃষি সমবায় নির্বাচন
মুরারইয়ের জোগাই কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হলেন বামপন্থী প্রগতিশীল মোর্চা প্রার্থীরা। শনিবার নির্বাচনে ৪২টি আসনের মধ্যে বামপন্থী প্রার্থীরা ৩৪টি আসনে জয়ী হন। বাকি ৮টি পায় তৃণমূল ও কংগ্রেস জোট। এর আগে এই পরিচালন সমিতি বামপন্থীদের দখলে ছিল।

শিল্প-প্রদর্শনী
রবীন্দ্রনাথের পল্লি উন্নয়নের ভাবনায় উদ্বুদ্ধ হয়ে একটি গ্রামীণ শিল্পপ্রদর্শনীর আয়োজন করল কলকাতার মাঝিপাড়া এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার ময়ূরেশ্বরে থানার মল্লারপুর স্টেশন সংলগ্ন এলাকায় আয়োজিত হয় ওই প্রদর্শনী। সহযোগিতায় ছিল স্থানীয় দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা। ছিলেন এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলারা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.