পড়ুয়াদের জন্য পোশাকের দাবি
নিজস্ব সংবাদদাতা • কালনা |
প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ৫৮তম চক্র সম্মেলন আয়োজিত হল কালনার সিমলন জুনিয়র বেসিক বিদ্যালয়ে। রবিবার এই সম্মেলনে কর্মরত শিক্ষক-শিক্ষিকার মৃত্যু হলে পরিবারের এক জনকে চাকরি দেওয়া, শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া শিক্ষকদের অন্য কোনও কাজে নিয়োগ না করা, বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য পোশাকের ব্যবস্থা-সহ ১২ দফা দাবি নিয়ে আলোচনা হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। হাজির ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন দেবনাথ, কালনা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তি চাল, পূর্ব চক্রের এসআই প্রিয়ব্রত মুখোপাধ্যায়, উত্তর চক্রের এসআই স্বরূপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সংগঠনের সম্পাদক সৌমিত্র নাথের কথায়, “নতুন সরকার আশা করি সংগঠনের দাবিগুলি পূরণ করবে।”
|
বধূ ‘খুন’, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জামালপুরের পাড়াতল গ্রামের বধূ চম্পা ঘোষকে খুনের অভিযোগে তাঁর স্বামী-সহ পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা জানান, শনিবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতে তাঁর ঝুলন্ত দেহ মেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই তাঁর ছেলে ও মেয়ে দাবি করতে থাকেন, তাঁদের মাকে, বাবা ও অন্য আত্মীয়েরা শ্বাসরোধ করে খুন করে পরে ঝুলিয়ে দিয়েছেন। শনিবার রাতেই মৃতার স্বামী কমলকান্তি ঘোষ, শ্বশুর লক্ষ্মীনারায়ণ ঘোষ, শাশুড়ি অনিমা ঘোষ, ননদ রাজলক্ষ্মী ঘোষ ও রাজলক্ষ্মী দেবীর স্বামী তপন ঘোষকে গ্রেফতার করে। ধৃতদের রবিবার সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাঁদের সাত দিনের জন্য জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
|
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
এই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় সাধনবাবুর। —নিজস্ব চিত্র। |
ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার কালনা মহকুমা হাসপাতালের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাধন স্বর্ণকার (৬৭)। বাড়ি কালনা শহরের ডাঙাপাড়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সাইকেলে চড়ে এসটিকেকে রোড ধরে যাচ্ছিলেন সাধনবাবু। সেই সময়ে একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। উত্তেজিত জনতা ট্রাক্টর চালককে মারধর শুরু করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
|
টাকা ‘আত্মসাৎ’, ধৃত আইনজীবী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জালিয়াতি ও টাকা আত্মসাতের অভিযোগে বর্ধমানের এক আইনজীবীকে শনিবার গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুদীপ্তকুমার রায়। বাড়ি বর্ধমানের বড়নীলপুরে। পুলিশ সূত্রে জানা যায়, হুগলির শ্রীরামপুর থানার শেওড়াফুলির বাসিন্দা সুশীল রায় মাসখানেক আগে বর্ধমান আদালতে অভিযোগ করেন, তাঁর জমি অন্য এক জনকে বিক্রি করে টাকা আত্মসাৎ করেছেন সুদীপ্তবাবু। আদালতের নির্দেশে অভিযোগের তদন্ত নেমে শনিবার সকালে সুদীপ্তবাবুকে গ্রেফতার করা হয়। এ দিন আদালতে তোলা হলে ধৃতকে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।
|
দু’টি ট্রাকের সংঘর্ষ, বর্ধমানে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
দাঁড়িয়ে থাকা একটি বালিবোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা মারে আর একটি কয়লাবোঝাই ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় বালিবোঝাই ট্রাকের খালাসি ও কয়লাবোঝাই ট্রাকের চালকের। রবিবার ভোরে বর্ধমানের ফাগুপুরে জিটিরোডে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম গুরুচরণ সোরেন (২৭) ও ইমরান খান (২৮)। প্রথম জনের বাড়ি কালনার পশ্চিম সাহাপুর গ্রামে। অন্য জনের ঠিকানা জানা যায়নি। দুর্ঘটনার পরে জিটিরোডে যানজটের সৃষ্টি হয়।
|
টাঙ্গির কোপে খুন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
টাঙ্গির কোপে খুন হলেন লক্ষ্মণ সোরেন (৩৪) নামে এক যুবক। শুক্রবার রাতে মাধবডিহির নারায়ণপুর গ্রামের ঘটনা। এই ঘটনায় জড়িত অভিযোগে শনিবার রঞ্জিত সিংহ নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি খণ্ডঘোষেরর কিদুর গ্রামে। |