টুকরো খবর
চুক্তি শেষ, তবু কাজ ছাড়তে নারাজ রক্ষীরা
নিরাপত্তার দায়িত্বে থাকা দু’টি বেসরকারি সংস্থার সঙ্গে অগস্টেই চুক্তি শেষ হয়ে গিয়েছে ডিপিএল (দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড)-এর। কিন্তু পুরনো সংস্থার নিরাপত্তারক্ষীরা কাজ ছাড়তে নারাজ। ফলে নতুন সংস্থার কর্মীরাও কাজে যোগ দিতে পারেননি। সব মিলিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে রাজ্য সরকারের এই সংস্থাটিতে। ডিপিএল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন শূন্যপদে লোক নিয়োগ না হওয়ায় সরকারি নিরাপত্তারক্ষীর সংখ্যা কমে গিয়েছে। অন্য দিকে, কারখানার আয়তনও বেড়েছে আগের থেকে। তাই নিরাপত্তার কাজে বেসরকারি সংস্থাকে ব্যবহার করতে শুরু করেছে ডিপিএল। দু’টি বেসরকারি নিরাপত্তা সংস্থার সঙ্গে ডিপিএলের চুক্তি হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩১ অগস্ট। বর্তমানে কারখানা, টাউনশিপ মিলে বেসরকারি নিরাপত্তা রক্ষীর সংখ্যা প্রায় ৪২৫ জন। ওই চুক্তি অনুযায়ী এই নিরাপত্তারক্ষীরা কাজ করেন। ৩১ তারিখ চুক্তির সময়সীমা শেষ হয়ে গেলেও নিরাপত্তরক্ষীরা জানান, তাঁরা কাজ ছেড়ে যাবেন না। ফলে কাজে যোগ দিতে পারেননি নতুন সংস্থার কর্মীরাও। অচলাবস্থা কাটাতে ওই বেসরকারি নিরাপত্তা সংস্থা দু’টির সঙ্গে বৈঠকে বসেন ডিপিএল কর্তৃপক্ষ। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনও সমাধান সূত্র মেলেনি বলে ডিপিএল সূত্রে খবর। ডিপিএলের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। কারখানার এক আধিকারিক জানান, আপাতত সরকারি নিরাপত্তারক্ষীদের দিয়েই পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

কিশোরীকে ‘ধর্ষণ’, ধৃত
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে বছর বিয়াল্লিশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জামুড়িয়ার বাড়ুল গ্রামের ঘটনা। পুলিশ জানায়, ধৃতের নাম জয়তাড়া গড়াই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাড়ার একটি শিশুর সঙ্গে খেলতে যেত ওই কিশোরী। তার পরিবারের অভিযোগ, ২৬ অগস্ট বিকেলে খেলতে গিয়ে সে দেখে বাড়িতে শুধু জয়তাড়াবাবু আছে। সন্ধ্যায় বাড়ি ফিরে ওই কিশোরী জানায়, তার শরীর অসুস্থ। জিজ্ঞাসা করলে সে জানায়, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এর পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২৮ অগস্ট তাকে রানিগঞ্জের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, তাকে ধর্ষণ করা হয়েছে। তখন ওই নাবালিকা জানায়, জয়তাড়াবাবু প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় সে ভয়ে কিছু বলেনি। শুক্রবার রাতে নাবালিকার পরিবারের তরফে অভিযোগ করা হয়। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আদালতে তোলা হলে ধৃতকে দু’দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

অফিস দখল করে রাখার অভিযোগ
জোর করে পরিবহণ ইউনিয়নের কার্যালয়গুলি দখল করে রয়েছে সিটু, এই অভিযোগ তুলল আইএনটিটিইউসি অনুমোদিত আসানসোল মহকুমা মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কাস ইউনিয়ন। অবিলম্বে সেগুলি তাদের ছেড়ে দেওয়ার জন্য শনিবার প্রশাসনের কাছে দাবি জানায় তারা। সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়া জানান, আসানসোল, রানিগঞ্জ, বার্নপুর এবং চিত্তরঞ্জন বাসস্ট্যান্ডগুলিতে ইউনিয়নের কার্যালয়গুলি সিটু দখল করে রেখেছে। তাঁর দাবি, ৯৮ শতাংশ পরিবহণকর্মী তাঁদের সঙ্গে রয়েছেন। এর পরেও সিটু মানতে চাইছে না। মিনিবাস অ্যাসোসিয়েশন সূত্রের দাবি, আসানসোলে ৩০ ও রানিগঞ্জে ১০ জন পরিবহণকমী সিটুর সঙ্গে রয়েছেন। সংগঠনের সম্পাদক সুদীপ রায় জানান, বার্নপুর ও চিত্তরঞ্জন বাসস্ট্যান্ডের ইউনিয়নের পরিস্থতি খতিয়ে দেখা হবে। সিটুর বর্ধমান জেলা কাউন্সিল সদস্য রুনু দত্তের দাবি, “অভিযোগ ঠিক নয়। অনেকেই আমাদের সঙ্গে আছেন।”

বেহাল রাস্তা নিয়ে হল বৈঠক
দামালিয়া থেকে তিরাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা নিয়ে একটি বৈঠক আয়োজিত হল আসানসোলের অতিথি নিবাসে। শনিবার ওই বৈঠকে পৌরহিত্য করেন এডিডিএ-র চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন এডিএম, এসডিও, এডিসিপি, বিএলএলআরও এবং এসডিএলআরও। এডিডিএ সূত্রে খবর , বাসিন্দাদের চাহিদা মেটাতে প্রায় ১ কোটি টাকা খরচে বিটুমিনাস দিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তাটি তৈরি করেছিল এডিডিএ। তা বেহাল হয়ে পড়েছে। তাপসবাবুর দাবি, বিধি ভেঙে নির্বিচারে বালি পরিবহন করা হচ্ছে। তিনি জানান, বৈঠকে স্থির হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন নিয়মিত অভিযানে নামবে।

নিয়োগের দাবি
স্থানীয়দের নিয়োগ-সহ একগুচ্ছ দাবিতে জামুড়িয়ার বালানপুর শিল্পতালুকের ৪টি সিমেন্ট কারখানায় বালানপুর গ্রাম রক্ষা কমিটির উদ্যোগে শনি ও রবিবার বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কর্তৃপক্ষ জানান, রবিবার বণিক সংগঠনের সহায়তায় বিক্ষোভকারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুত দাবি পূরণের ব্যবস্থা করা হবে।

কোথায় কী

দুর্গাপুর

ইন্সটিটিউট-ইন্ডাস্ট্রী মীট। কলেজ প্রাঙ্গন। সকাল ১০টা।
উদ্যোগ: বেঙ্গল কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলোজি।

প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। এমএএমসি মাঠ।
বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।


বারাবনি

ফুটবল প্রতিযোগিতা। গৌরান্ডি মাঠ। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.