খেলার টুকরো খবর

জয়ী মিরছোবা
—নিজস্ব চিত্র।
শহরের প্রতি ওয়ার্ডে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল বর্ধমান শহর যুব তৃণমূল। শনিবার এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, “এই প্রতিযোগিতা প্রতিটি ব্লকে আয়োজিত হবে। ভবিষ্যতে কলকাতার নামি দলগুলিকে নিয়ে গিয়ে জেলায় জেলায় প্রত্যন্ত গ্রামে খেলানো হবে। এতে মানুষ এক দিকে যেমন ভাল খেলা দেখতে পাবেন, তেমনি ভাল ফুটবলারদের সঙ্গে খেলে নিজেদের খেলার মানের আরও উন্নত করতে পারবেন।” তিনি জানান, জেলায় ফুটবলের পরিকাঠামো দুর্বল। তাই বর্ধমান শহরের ছোট-বড় স্টেডিয়ামগুলির উন্নয়নের জন্য ভবিষ্যতে অর্থ বরাদ্দ করা হবে। বর্ধমান পুর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে মা-মাটি-মানুষ কাপের খেলা শুরু হয়েছে বলে জানান এলাকার তৃণমূল কাউন্সিলার খোকন দাস। স্থানীয় কাঞ্চননগর বেলপুকুর ময়দানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিরছোবা উন্নয়ন সমিতি। তারা ফাইনালে রথতলা প্রভাত প্রগতি সঙ্ঘকে ১-০ গোলে হারায়। গোল করেন সজল নন্দী।

পাড়া ফুটবল
—নিজস্ব চিত্র।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পাড়া ফুটবল প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে জিতল এসডিপিও ও সদর একাদশ। শনিবার বিকেলে কালনার আটঘোড়িয়া সুভাষ সঙ্ঘের মাঠে তারা বর্ধমান পুলিশ লাইন একাদশকে ৪-৩ গোলে হারায়। এসডিপিও একাদশের হয়ে হ্যাট্রিক করেন বাপন হেমব্রম। পুলিশ লাইনের হয়ে হ্যাট্রিক করেন দীপায়ন সামন্ত। এ দিন মাঠে হাজির ছিলেন বর্ধমানের পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা, কালনার মহকুমাশাসক শশাঙ্ক শেঠি, এসডিপিও ইন্দ্রজিৎ সরকার প্রমুখ। কাটোয়ায় জেলা পুলিশের পাড়া ফুটবলের সেমিফাইনালে উঠল ডিএসপি (সদর)। রবিবার টিএসি মাঠে ৪-০ গোলে তারা হারিয়ে দেয় বর্ধমান থানা একাদশকে। দু’টি করে গোল করেন কার্তিক হেমব্রম ও নিমাই মুর্মু।

জয়ী দুর্গাপুর হিরোজ
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনে রবিবার জিতল দুর্গাপুর হিরোজ। তারা এমএএমসি মাঠে তানসেন এসিকে ৩-২ গোলে হারায়। জয়ী দলের হয়ে বাপু বাউরি, সন্দীপ সরকার ও বিশ্বজিৎ সরকার এবং বিজিত দলের হয়ে কৌশিক বাউরি ও সুরেশ হেমব্রম গোল করেন। গ্যামন ব্রিজ মাঠে প্রথম ডিভিশনের রবিবারের খেলা ১-১ গোলে শেষ হয়। অগ্রনীর হয়ে মিলন ঘোষ এবং আত্মঘাতী গোল করেন সুধাময় বাদ্যকর।

জিতল কুমারপুর
গোপালপুর ইউসি আয়োজিত ফুটবলে রবিবার জিতল আয়োজক সংস্থা। গোপালপুর মাঠের খেলায় তারা বড়তোড়িয়াকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায়। এই মাঠে শনিবার সিএমপিডিআই কুমারপুর ২ গোলে হারায় যুবক সঙ্ঘকে।

জয়ী সুকুমার এসএস
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত সুপার ডিভিশনে শনিবার জিতল সুকুমার এসএস। তারা অআকখ মাঠে নবসূর্য এসসিসি-কে ১ গোলে হারায়। সিজাউদ্দিন মোল্লা গোল করেন। গ্যামন ব্রিজ মাঠে দ্বিতীয় ডিভিশনের শনিবার খাঁদড়া এসএসসিএ দুর্গাপুর মর্ডান বয়েজ ক্লাবকে ১ গোলে হারায়। গোল করেন কান্তু কোড়া।

হার রাধানগরের
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলে রবিবারের খেলায় জিতল আদিবাসী কিশোর সঙ্ঘ। সোদপুর মাঠের খেলায় তারা রাধানগর ইউসিকে ২-১ গোলে হারায়।

জয়ী ফতেপুর
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত চিত্তরঞ্জন ফুটবল লিগের রবিবার ফতেপুর মাঠের খেলায় জিতল ফতেপুর আরসি। তারা ইউনাইটেড স্পোটির্ং রূপনারায়ণপুরকে ৩ গোলে হারায়। খেলার সেরা বিজয়ী দলের আর মাহাতো। এই প্রতিযোগিতার এইচসিএল মাঠের খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হল। রবীন্দ্র সঙ্ঘ ও খুদিকা স্পোর্টিং এর খেলায় দু’টি দল একটিও গোল করেনি। এই খেলায় সেরা রবীন্দ্র সঙ্ঘের এ বন্দ্যোপাধ্যায়।

স্মৃতি ফুটবল
পিএন মালিয়া স্মৃতি ফুটবলে রবিবারের খেলায় ফাইনালে উঠল আমরা ক’জন, দুর্গাপুর। তারা সিহারশোল মাঠে ৩-১ গোলে ইস্টবেঙ্গল অনূর্ধ্ব ১৯কে হারায়। শনিবার এই মাঠের খেলায় ইস্টবেঙ্গল অনূর্ধ্ব ১৯ মেমারী এফএকে ২ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে।

জয়ী বড়থল
এনইউসিএ ক্লাব আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল বড়থল আদিবাসী কৃষক সমিতি। ক্লাবের মাঠে তারা বড়ডাঙা মিলন সমিতিকে ১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচের সেরা বিজয়ী দলের রাজু সিংহ।

নকআউট ফুটবল
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জিতল মেঝানডি আদিবাসী ক্লাব। গৌরাণ্ডি মাঠের খেলায় তারা শ্যামাপুর ১১ বুলেটকে টাইব্রেকারে ২-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.